Tag: বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না: প্রফেসর ড. ফসিউল আলম

    শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না: প্রফেসর ড. ফসিউল আলম

    ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইসলামী ব্যাংক লি. বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর পরিচালক প্রফেসর ড. মো. ফসিউল আলম বলেছেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। তিনি আরো বলেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে তাই জাতির উন্নতির স্বার্থে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে।

    গতকাল ১২ মে (শুক্রবার) বিকেল ৪ ঘটিকায় সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) এর প্রথম বার্ষিক সাধারণ সভা ২০২৩ সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন এর সঞ্চলনায় সীতাকুণ্ড ডায়াবেটিস এন্ড জেনারেল হসপিটাল সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

    বার্ষিক সাধারণ সভায় ৪৩জন ট্রাস্টি উপস্থিত ছিলেন। ৯টি আলোচ্যসূচির উপর আলোকপাত করে আলোচনায় অংশগ্রহণ করেন মাস্টার আবুল কাসেম, প্রফেসর ড. মো. ফসিউল আলম, মুহাম্মদ মুসলিম, অধ্যাপক মোঃ জানে আলম, ড. মো. শফিউল আলম, মোঃ জসীম উদ্দীন, ড. মো. মনোয়ার হোসেন, অধ্যাপক এ, কে, এম তফজল হক, সুলতান মাহমুদ (অবঃ অতিরিক্ত সচিব), ইঞ্জিনিয়ার আহমদ নাসিমুল হুদা, মোঃ শাহজাহান, মোঃ নুরুল আবছার চৌধুরী, মোঃ শহীদ উল্লাহ (মানিক), খোরশেদ আলম, হাজী মোঃ ইউসুফ শাহ্, আবুল বশর ভূঁইয়া, এস.এম. রেজাউল করিম (বাহার), মোঃ আনোয়ার হোসেন, মুহাম্মদ নজরুল ইসলাম, এড. ভবতোষ নাথ, মোঃ কামাল উদ্দীন ভূঁইয়া, ডা. শাহরিয়ার আহমদ (মিলন), মোহাম্মদ মনোয়ারুল হক. এফসিএমএ, ফারুক মোনাদিন চৌধুরী, নুরুল বাশার জিলানী, মোহাম্মদ আলী, ডা. মানিক লাল দাশগুপ্ত, জয়নাল আবেদীন চৌধুরী, সুজায়েত আলী চৌধুরী, মোহাম্মদ আকতার হোসেন মামুন, বীরমুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, অধ্যাপক মোঃ ইউসুফ নবী, এড. অমল চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুদৌজা, মোস্তফা কামাল ভূঁইয়া জুয়েল, সাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আলিম উল্লাহ (মুরাদ), অধ্যাপিকা দেলোয়ারা বেগম (পারুল), মোঃ গিয়াস উদ্দিন, আলী হায়দার সুজন, আলহাজ্ব মো. বেলাল হোসেন ও নাছির উদ্দিন মানিক প্রমুখ।

  • নগরীতে সুবর্ণা আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

    নগরীতে সুবর্ণা আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

    চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডস্থ গোলপাহাড় এলাকায় ‘সুবর্ণা আবাসিক এলাকা কল্যাণ সমিতি’র ১৮ তম বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

    গতকাল বিকেলে নগরীর মেহেদীবাগস্থ হাইটসট এপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচ তলায় সমিতির সভাপতি আলহাজ্জ্ব মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আজীজুল হকের পরিচালনায় এ সভা ও নতুন কমিটি গঠন করা হয়।

    সভায় সাধারণ সম্পাদক আজীজুল হক বিগত বছরের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অর্থ সম্পাদক জাহিদ বিন রহিম বিগত বছরের অডিট পাঠ করেন, যাহা সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।

    এসময় নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণার মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দেন কমিটির সাবেক অর্থ সম্পাদক, কমিটির বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ বিন রহিম।

    নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি আলহাজ্জ্ব মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ্ব আনোয়ার আজীম, সহ-সভাপতি আলহাজ্জ্ব নুর চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ বিন রহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম (মাইকেল), কার্য নির্বাহী সদস্য, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ার, ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ খাঁন, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ সোয়েবুর ইসলাম।

    এসময় সাধারণ সভায় নব নির্বাচিত কমিটিকে বিপুল ভাবে অভিনন্দন জানানো হয়। এতে আবাসিক এলাকার পক্ষে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক সভাপতি স.ম, ফোরকান আবু, সেকান্দর হোসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত, সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুর, জাহাঙ্গীর আলম বিএসসি প্রমুখ।

    সভায় প্রেসক্লাবের বিগত ১ বছরের সকল কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভার শুরুতে প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যেসব সাংবাদিক, ক্লাবের সদস্য, সদস্যদের পিতা, মাতা, ভাইসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

    ৪৮ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

    খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম।

    উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়িরেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ইন্দিরা দেবী চাকমা এবং বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য ক্যজরী মারমা প্রমূখ।

    উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং বাংলাদেশ েেরড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার কংজরী চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করার কথা থাকলেও সকালে তার মায়ের মৃত্যুতে সভায় উপস্থিত হতে পারেননি।

    ২৪ ঘণ্টা/প্রদীপ