Tag: বার আউলিয়া

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় যাত্রা শুরু করলো “গুড লাইফ” ডায়াগনস্টিক সেন্টার

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় যাত্রা শুরু করলো “গুড লাইফ” ডায়াগনস্টিক সেন্টার

    সীতাকুণ্ড প্রতিনিধি সুস্থ সুন্দর আগামীর প্রত্যয়ে” এই শ্রোগানে সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ কালাম সেন্টারে উদ্বোধন করা হলো “গুড লাইফ” ডায়াগনস্টিক সেন্টার। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত প্যাথলজিকেল ল্যাব ও উন্নত চিকিৎসা সেবার লক্ষে গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা।

    সোমবার বিকাল ৪টায় উক্ত ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদ।

    উদ্বোধন উপলক্ষে এক সুধিসমাবেশ অনুষ্ঠিত হয়। আলী আকবর আজাদের পরিচালনায় ও আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শাহরিয়ার আহমেদ মিলন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবরের সাবেক সভাপতি মোঃ সেকান্দার হোসাইন।

    বক্তব্য রাখেন গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মামুন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আলমগীর, মোঃ লোকমান হোসেন, মাওলানা আবদুল হালিম হেলালী, মাওলানা আতিক উল্লাসহ উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টার এর সকল সহযোগী পার্টনার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ ওবায়দিয়া দরবার শরীফের খোশরোজ শরীফ শুক্রবার

    সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ ওবায়দিয়া দরবার শরীফের খোশরোজ শরীফ শুক্রবার

    সীতাকুণ্ড প্রতিনিধি : হযরত গাউছুল আযম মাইজভান্ডারী মাওলানা শাহ্ ছুফী সৈয়দ আহম্মদ উল্লাহ (কঃ) এর পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী সোনাইছড়ি শাখার উদ্যেগে দক্ষিণ সোনাইছড়ির বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় শুক্রবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী কোরআনখানী, মিলাদ মাহফিল ও ফাতেহা খানীর আয়োজন করা হয়েছে।

    এ উপলক্ষে বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর নাতে রাসুল(সঃ), বাদে আসর মিলাদ মাহফিল এবং বাদে এশা মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।

    উক্ত পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রুহানী ফয়েজ ও দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি উপাধ্যক্ষ মোঃ বাদশা আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় এম এ শিপইয়ার্ডে শ্রমিক নিহত

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় এম এ শিপইয়ার্ডে শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়ায় এম. এ শিপব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় মো. মাহফুজুল আলম (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় এঘটনা ঘটে।

    জানা যায় ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে শ্রমিক মাহফুজ গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সন্দ্বীপ উপজেলার কাছিয়াপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলাউদ্দিন।

    এব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, বারআউলিয়া এলাকায় একটি পুরাতন জাহাজে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মাহফুজুর আলম নামে এক শ্রমিক আহত হয়। পরে তাকে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বার আউলিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ বাড়বকুণ্ডের যুবক গ্রেফতার

    বার আউলিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ বাড়বকুণ্ডের যুবক গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ সালাউদ্দিন(৪৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৩নভেম্বর) রাত সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়িস্থ বার আউলিয়া এলাকার রাইজিং ফিলিং স্টেশনের পাশে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সালাউদ্দিন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের ফছি মেম্বারের বাড়ির মৃত খোরশেদ আলমের পুত্র। গ্রেফতারকৃতের কাছ থেকে পুলিশ একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বনিক বলেন, গোপন সূত্রে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে।

    শুক্রবার(১৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ডং ব্যাং মিলের সন্নিকটে রেললাইনে এঘটনা ঘটে।

    জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি রেললাইন ধারে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়ে রেল লাইনের পাশে পড়ে থাকে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে হাসপাতাল নেওয়ার প্রস্তুতি নিলে ওই ব্যক্তি মারা যায়।

    এব্যাপারে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করি। লাশের পরিচয় পাওয়া যায়নি।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক যুবক (৪৫) নিহত হয়েছে। সোমবার বেলা ৩ টার সময় উপজেলার বারআউলিয়া মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয় প্রত্যেক্ষদর্শী মোঃ নাছির জানান, বেলা তিনটার দিকে উপজেলাধীন মহাসড়কের বারআউলিয়া মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় বারৈয়ারহাটগামী উত্তরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

    বিষয়টি এ প্রতিবেদক তাৎক্ষনিক কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। চমেক হাসপাতলে
    চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে যুবকটি মারা যান।

    এব্যাপারে এস.আই কাউছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি উত্তরা গাড়ির নিচে চাপা পড়ে লোকটি গুরুতর আহত হলে তাকে চমেকে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হতে পারে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরণে লাল রংয়ের হাফ শার্ট এবং পরনে লুঙ্গি ছিলো। লাশ বর্তমানে চমেকে রয়েছে।

    এদিকে উত্তরা বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে ড্রাইভারসহ বাসটি আটক করে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে দুইজন মারা গেছে। গতকাল ২৫ মে ঈদের দিন রাতে দুজনই চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়।

    নিহতরা হচ্ছে বেচুরাম দাশ (৪৫), সে জোরালগঞ্জ থানার মুরালীপুর গ্রামের আশুতোষ দাশের পুত্র। সুমন (৩০), সে কুমিল্লা জেলার মুরাদপুর থানার কুশাকুরিনিরপার গ্রামের মৃত কনু মিয়ার পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান।

    উল্লেখ্য যে, গতকাল ঈদের দিন (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মিজান।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলামদুলু/রাজীব প্রিন্স

  • ঈদের দিনে বার আউলিয়ায় পিকআপ-কার সংঘর্ষে নারী শিশুসহ আহত ১১

    ঈদের দিনে বার আউলিয়ায় পিকআপ-কার সংঘর্ষে নারী শিশুসহ আহত ১১

    সীতাকুণ্ড প্রতিনিধি:ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস।

    আজ ঈদের দিন সোমবার (২৫ মে) বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

    জানা যায়, চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকজনক বলে প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে।

    খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম এবং বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, উল্টো পথে আসা একটি পিকআপভ্যানের সাথে কারের সংঘর্ষের ঘটনা ঘটে, গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়।

    এব্যাপারে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • বার আউলিয়ায় মারস্ টেক্সটাইলে বেতনের দাবিতে আন্দোলন, ত্রিপক্ষীয় বৈঠকে সমোঝতা

    বার আউলিয়ায় মারস্ টেক্সটাইলে বেতনের দাবিতে আন্দোলন, ত্রিপক্ষীয় বৈঠকে সমোঝতা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সোনাইছড়ির বার আউলিয়াস্থ মারস্ টেক্সটাইল লিমিটেড নামক একটি বেসরকারী কারখানায় শতভাগ বেতনের দাবিতে দুইদিন ধরে আন্দোলন করছেন এক হাজারের অধিক শ্রমিক।

    গতকাল শনিবার রাত থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আজ রোববার সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

    শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটি দেশে করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউনের ফলে গত এপ্রিল মাসে কারখানাটি ২৩ দিন বন্ধ ছিল। বিজিএম এর হিসাব মতে ৭ দিন মিল খোলা ছিল সেই কয়দিন পূর্ণ হারে বেতন পাবে এবং বাকি ২৩ দিন মিল ৬৫% হারে বেতন দেবেন।

    শনিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষ এপ্রিল মাসের বেতনের ৬০ শতাংশ দেওয়া হবে বলে একটি নোটিশ টাঙিয়ে দেন। শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিতে গিয়ে নোটিশটি দেখে আন্দোলন শুরু করেন।

    শ্রমিকরা অভিযোগ করে বলেন, আমরা খেটে খাওয়া শ্রমিক, আমাদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তারমধ্যে বেতন কেটে ফেললে আমরা চলবো কেমনে। এমনিতে এই কারখানাতে বছরে বেতন বাড়ে মাত্র ২/৩ শত টাকা।

    বর্তমানে করোনা ভাইরাসের কারণে সব কারখানায় নিরাপাত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, অথচ এখানে শ্রমিকরা কাজ করছে চরম ঝুঁকির মধ্যে।

    এদিকে আজ সকালে কারখানা প্রাঙ্গণে ত্রিপক্ষীয় বৈঠকে বসেন কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা, ইন্টেলিজেন সুমন বনিক, কারখানা কোম্পানী প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি। বৈঠকে শ্রমিকদের দাবী মেনে নেওয়ার বিষয়টি জানালেন মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা।

    এ ব্যাপারে জানতে চাইলে মারস্ টেক্সটাইলের সিনিয়র ম্যানেজার হুমায়ুন বলেন, সরকার কর্তৃক দেওয়া ৬০% বেতনের একটি নোটিশ আমরা লাগানোর পর শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন করে। আজ সকালে প্রশাসন, শ্রমিক বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরহা হয় এবং শ্রমিকরা কাজে যোগদান করেন।

    উল্লেখ্য যে, মারস্ টেক্সটাইলে নারীসহ এক হাজারের অধিক শ্রমিক কর্মরত আছে।

    ২৪ ঘণ্টা/ কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • বার আউলিয়া ত্রিপুরা পল্লীতে আক্ষেপ,আমাদের দেখার কেউ নেই

    বার আউলিয়া ত্রিপুরা পল্লীতে আক্ষেপ,আমাদের দেখার কেউ নেই

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি :::: পাঁচ কেজি চাউল, দুই কেজি আলু আর এক কেজি ডাল দিয়ে কতদিন চলে, সারাদেশের লকডাউনের কারণে সবার মতো আমাদেরওতো কাজ বন্ধ, আমরাওতো বেকার হয়ে ঘরে বসে আছি। আমাদের এক টাকা জমাও নেই। আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ।

    কথাগুলো বললেন, সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা পাহাড়ে বসবাসরত ত্রিপুড়া পাড়ার বাসিন্দা কাঞ্চন ত্রিপুড়া।

    তিনি আরো বলেন, হতদরিদ্র ত্রিপুরা জনগোষ্ঠীরা করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রায় ২০ দিনের অধিক লকডাউনের কারণে ঘরে বসে আছে। আমরা এখানে ৭৩ টি পরিবার। আমরা চরম সংকটের মধ্যে দিন যাপন করছি। না পারছি এখান থেকে বের হতে না পারছি কাউকে বলতে। তবুও সমস্যার কথাটি ফোন করে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি,কিন্তু কোন সাড়া পায়নি।

    উল্লেখ যে, গত ৩ এপ্রিল সোনাইছড়ি ত্রিপুড়া পাড়ার ৭৩ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়। করোনা ভাইরাস আসার পর থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন বেসরকারী সংগঠন, এনজিও, এবং সরকারীভাবে মানুষের মাঝে ত্রাণের পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হলেও ত্রিপুরা পাড়ায় কেউ যায়নি।

    কাঞ্চন ত্রিপুড়া আরো বলেন, আমরা এখানে ৭৩ পরিবার, আমরা ভোটার, ভোট আসলে অনেকেই ভোটের আশায় পাহাড়ে ছুটে আসেন অথচ দেশের এই দূর্যোগকালীন সময়ে সবার মতো আমাদেরও চলছে মারাত্বক সমস্যা। আর এসময়ে কেউ ত্রাণ নিয়ে আসলো না। যেটুকু পেয়েছি সেটা উপজেলা থেকে পেয়েছি। সেই সামন্য ত্রাণ দিয়ে কতদিন চলা যায়।

  • বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

    বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী-মুরাদপুর সড়কের নতুনপাড়া বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত এক যুবকের লাশ। স্থানীয়রা বিষয়টি বায়েজিদ থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে।

    আজ ২২ মার্চ রবিবার দুপুর ২টার সময় পুলিশ ওই মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করে। তাৎক্ষনিক লাশের পরিচয় জানাতে না পারলেও পুলিশ লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পায়নি জানিয়ে নিহতের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে এবং পরনে গেঞ্জি ও কালো প্যান্ট ছিলো বলে জানায়।

    মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

    তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে জানা যাবে মৃত্যুর কারণ। তাছাড়া পুলিশ নিহত যুবকের স্বজনদের খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় বসত ঘরে আগুন, ৭ লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় বসত ঘরে আগুন, ৭ লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সোনাইছড়ি বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, ফুলতলা এলাকার পূর্বপাশ্বে মালেক মিস্ত্রির বাড়ির ভাড়া বাসায় শুক্রবার বিকাল ৪ টার সময় রান্নার চুলা থেকে আগুন লাগে। এসময় ৪টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত লোকজন।

    ভাড়া ঘরের জমিদার মালেক মিস্ত্রির ছেলে হানিফ বলেন, ঘরে কেরোসিনের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন ধরে যায় এতে মূহর্তে আগুন ছড়িয়ে পড়ে। এঘটনায় মন্টু নামের একব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে আহত হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার সাদেক হাসান।