Tag: বাস

  • চট্টগ্রামে বাসে আগুন

    চট্টগ্রামে বাসে আগুন

    চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক সহিংসতার জেরে এ আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

    চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খান খলিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে মিনিবাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

    এর আগে রাত সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

    সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

    সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় ৩০ জন আহত হয়েছে। উপজেলার পাথারিয়া ইউনিয়নের নোয়াখালী নামক স্থানে আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিরাই উপজেলা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শান্তিগঞ্জের নোয়াখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীদের বের করা হয়। এ সময় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

    শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

    এন-কে

  • চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ২ ঘন্টা বাস ধর্মঘট : যাত্রীদের ভোগান্তি

    চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ২ ঘন্টা বাস ধর্মঘট : যাত্রীদের ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান রুটে ২ ঘন্টা বাস ধর্মঘট করেছে পরিবহন শ্রমিকরা।

    আজ রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে প্রতীকী এই ধর্মঘট। এসময় বহদ্দারহাট বাস টার্মিনালে মানববন্ধন করে শ্রমিকরা।

    ৪ দফা দাবির বাকি ৩ টি দাবী হলো- টার্মিনাল এলাকার সড়ক সংস্কার, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ ও চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান রুট থেকে নিবন্ধনহীন অবৈধ গাড়ি অপসারণ।

    বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট পালন করে। তারা জানায় এরপরও দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে।

    ধর্মঘটকালে দুই ঘণ্টা চট্টগ্রাম থেকে কক্সবাজার-বান্দরবান রুটের সব বাস চলাচল বন্ধ ছিল। এতে দূর্ভোগে পড়েন এসময়ে বিভিন্ন গন্তব্যে যেতে টার্মিনালে আসা দুর দুরান্তের যাত্রীরা।

    নগরীর বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষমান আবুল খায়ের বলেন আমি দুপুরে কুমিল্লা থেকে পরিবার নিয়ে এসেছি বান্দরবান যাওয়ার উদ্দ্যেশে। এসে দেখি সব বাস বন্ধ রেখে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট পালন করছে।

    পুর্বঘোষণা ছাড়া এভাবে ধর্মঘট পালন করায় আমার মতো অনেক যাত্রীই এখন ভোগান্তিতে পড়েছে, সকলকে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা,নিহত ২

    রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা,নিহত ২

    গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কাভার্ডভ্যানকে এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়েছে, এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার বেলা ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নম্বর গেটের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল উদ্যানের সামনে এনা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশও।

    দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।

    তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া নিহত ব্যক্তিরা বাসের যাত্রী না কাভার্ডভ্যানের তাও জানা যায়নি।

    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, লাশ দুটি সরিয়ে রাস্তা সচল করা হচ্ছে।

  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে বাস : আহত ১৫ পোষাক শ্রমিক

    সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে বাস : আহত ১৫ পোষাক শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে পোষাক শ্রমিক বহণকারী একটি বাস।

    এতে ইউনিটেক্স নামের পোষাক কারখানাটির ১৫ জন শ্রমিক কম বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

    আজ ২০ জানুয়ারি সোমবার সকালে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে।

    তবে দুর্ঘটনায় আহত শ্রমিকদের কারো অবস্থা গুরুতর নয় জানিয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, সোমবার ভোরে ইউনিটেক্স গার্মেন্টসের শ্রমিক বহনকারী বাসটি কারখানার উদ্দ্যেশে যাচ্ছিলেন।

    এমন সময় একই মুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে গিয়ে ১৫ জন শ্রমিক আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সবাই শঙ্কামুক্ত বলে তিনি জানান।

    এদিকে কাভার্ডভ্যানটি আটক করার তথ্য নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. জয়দুল হোসেন।

  • পেট্রোল ঢেলে পুলিশই পুড়িয়েছে বাস (ভিডিও)

    পেট্রোল ঢেলে পুলিশই পুড়িয়েছে বাস (ভিডিও)

    নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে বাস পোড়ানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
    সামাজিক যোগাযোগমাধ্যমে রবিবার বিকেলের ঘটনার একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হচ্ছে, শিক্ষার্থীরা নয়, বাস পুড়িয়েছে পুলিশ নিজেই।

    এদিকে একই দাবি করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। টুইটার বার্তায় বাস পোড়ানোর একাধিক ছবি প্রকাশ করে মনীশ সিসোদিয়ার অভিযোগ, ‘নোংরা রাজনীতির অংশ হিসেবে পুলিশকে দিয়ে এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বিজেপি সরকার। ’

    ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের ভেতর সাদা ও হলুদ ক্যানে করে পেট্রোল ঢালছে পুলিশ ও সাদা পোশাকধারী লোক। এরপরে বাসগুলো জ্বলে উঠে।

    সিসোদিয়া জানান, ‘বাসের ভেতরে পুলিশ সাদা ও হলুদ ক্যান করে কী ঢালছিল তার নিরপেক্ষ তদন্ত করা উচিত। ’

    যদিও নয়াদিল্লি পুলিশ দাবি করে, ক্যানের ভেতরে পেট্রোল নয় পানি ছিল। আগুন নেভাতে তারা বাসের ভেতরে পানি ঢালছিল।

    তবে বাসে আগুন ধরার আগেই এর ভেতরে পানি ঢালা নিয়ে পুলিশের এমন বক্তব্যও সমালোচিত হয়েছে।

    পুলিশের অভিযোগ, বাসে আগুন ধরিয়েছে জামেয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদিও মিল্লিয়ার ছাত্র সংসদ জানায়, তাদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তাদের আন্দোলনে যোগ দিয়েছিল বাইরের অনেক মানুষও।

    এদিকে রাতে মিল্লিয়ার ভেতরে অভিযান চালিয়েছে পুলিশ। কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, ভাংচুর চালায় চালায় পুলিশ। এতে অন্তত ১০০ শিক্ষার্থী আহত হয়েছে।

  • পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

    পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

    পেরুতে মঙ্গলবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। দেশটির পার্বত্য কাসকো অঞ্চলের খাড়া রাস্তা থেকে বাসটি ছিটকে পানিতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ একথা জানায়।

    বাস চালক কেন গাড়িটি নিয়ে রাস্তার কিনারায় যায় পুলিশ তা খতিয়ে দেখছে।

    মারকাপাতা থানার পুলিশ কর্মকর্তা আলভারো মেন্দজা এএফপি’কে বলেন, বাসটি আমাজন রেইন ফরেস্ট সিটি পুয়ের্তো মালদোনাদো থেকে পার্বত্য কাসকো নগরী যাওয়ার পথে মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল।

    মেন্দজা বলেন, ‘হতাহতদের থেঁতলানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বৈরি আবহাওয়ার কারণে তাদেরকে উদ্ধার করা ছিল একটি কঠিন কাজ।’

    উল্লেখ্য, দূর্বল ব্যবস্থাপনা ও দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পেরুতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।