Tag: বাসের ধাক্কা

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক যুবক (৪৫) নিহত হয়েছে। সোমবার বেলা ৩ টার সময় উপজেলার বারআউলিয়া মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয় প্রত্যেক্ষদর্শী মোঃ নাছির জানান, বেলা তিনটার দিকে উপজেলাধীন মহাসড়কের বারআউলিয়া মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় বারৈয়ারহাটগামী উত্তরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

    বিষয়টি এ প্রতিবেদক তাৎক্ষনিক কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। চমেক হাসপাতলে
    চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে যুবকটি মারা যান।

    এব্যাপারে এস.আই কাউছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি উত্তরা গাড়ির নিচে চাপা পড়ে লোকটি গুরুতর আহত হলে তাকে চমেকে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হতে পারে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরণে লাল রংয়ের হাফ শার্ট এবং পরনে লুঙ্গি ছিলো। লাশ বর্তমানে চমেকে রয়েছে।

    এদিকে উত্তরা বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে ড্রাইভারসহ বাসটি আটক করে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা : অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল প্রাইভেটকারের ৫ যাত্রী

    সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা : অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল প্রাইভেটকারের ৫ যাত্রী

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী ৫ ব্যক্তি আহত হয়েছে।

    শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার সময় মহাসড়কের কুমিরা বাইপাসে এ দূর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, ঢাকামূখী একটি প্রাইভেট কারকে (ঢাকামেট্রো ১২-৭৯০০) চলন্ত অবস্থায় পিছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মা আয়েশা পরিবহন (চট্টমেট্রো-ব ১১-০৬৫৬) নামের একটি ফেনীগামী বাস। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় চালকসহ ৫ প্রাইভেট কার আরোহী। এসময় বাসের ধাক্কায় পিষ্ট হওয়া প্রাইভেটকার থেকে আহত যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয়রা।

    দূর্ঘটনার পর পর চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়।

    পরে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘাতক বাস ও দূর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। দূর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।