Tag: বাস উল্টে

  • বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

    বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের বাসিন্দা ও বাসচালকের সহকারী আবু সাঈদ (৩০), সদর উপজেলার দৌলতপুরের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী কমলা আক্তার (৩৫) ও অজ্ঞাত নারী (৩০)।

    বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস কামাইছাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

    এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।