Tag: বাস খাদে

  • চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

    চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

    চবি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে আসা শিক্ষার্থীবাহী একটি বাস (নববাক ১) খাদে পড়ে গিয়ে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা নববাক ১ বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায় নি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।

  • বাঁশখালীতে যাত্রীবাহী বাস খাদে, এক নারীসহ আহত ১০

    বাঁশখালীতে যাত্রীবাহী বাস খাদে, এক নারীসহ আহত ১০

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারীসহ ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সাধনপুর চারা বটতল এলাকার প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

    আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    আহতরা হলেন, বৈলছড়ি মাইদার পাড়া এলাকার আহমদ মিয়া চৌধুরীর স্ত্রী নাছিমা আক্তার (৩০), শীলকূপ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে বদিউল আলম ও মো. নাজিম উদ্দীন (২৭), দক্ষিণ কাথরিয়া বাইলা খলিফা জামে মসজিদের খতিব ও উপজেলার মিনজিরীতলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মাওলানা আবুল কাশেম (৫৫), উ. জলদী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. কাউচার (৪২), গুনাগরি এলাকার মৃত গনী চৌধুরী ছেলে নাছিমুল গনী চৌধুরী (৪৯), নাপোড়া এলাকার শাহ আলমের ছেলে আব্দুল খালেক (৩৬), খানখানাবাদ কদম রসুল এলাকার মৃত নুর আহমদের ছেলে শামশুল আলম (৬০), শেখেরখীল এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. রিদুয়ান (৩০) এবং মোস্তাফা আলীর ছেলে রেজাউল করিম (৩৬)। এদের মধ্যে নাজিম উদ্দিন ও আব্দুল খালেককে চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয়রা জানিয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা যাত্রী বাহী (কক্সবাজার-জ-১১-০০২৬) স্পেশাল বাসটিতে ভাড়া আদায় নিয়ে যাত্রীর সাথে বাস কন্ট্রাকটারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

  • ধামরাইয়ে ৫২ এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে

    ধামরাইয়ে ৫২ এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে

    রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কে ৫২ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাস খাদে পরার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে।

    পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

    এর আগে ২০১১ সালের ১১ জুলাই মীরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে ৪৪ জন স্কুলছাত্রসহ ৪৫ জন নিহত হন।

  • পেরুতে বাস খাদে পড়ে নিহত ১০

    পেরুতে বাস খাদে পড়ে নিহত ১০

    পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। রবিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, জুনিনের হুয়ানকায়ো দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি উকেয়ালি পাকালপা যাওয়ার পথে ‘কার্পিশ টানেল’ থেকে ছিটকে পড়ে যায়।

    স্থানীয় এক টিভি চ্যানেলের বরাত দিয়ে সিনহুয়া বলছে, স্থানীয় সময় রাত ১ টা নাগাদ বাসটি ২০০ মিটার খাদে পড়ে যায়। এসময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।

    প্রাথমিক এক তদন্তে বলা হয়েছে, ঘন কুয়াশা, গতি ও বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

  • ডামুড্যায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২৫

    ডামুড্যায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২৫

    শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বাস খাদে পড়ে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

    মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সড়কে উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলার সিড্যা ইউনিয়নের সিড্যা গ্রামের নুরুজ্জামান মুন্সীর ছেলে কামরুজ্জামান মাহমুদ মুন্সী (৪৫), দক্ষিণ ডামুড্যা গ্রামের তমিজউদ্দিন পাইকের ছেলে ইয়াকুব পাইক (৮০) ও ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে জুলহাস মোল্যা (২৮)।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ডামুড্যা থেকে একটি বাস শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিলো। পথে ডামুড্যা খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন কামরুজ্জামান। পরে ঢাকা নেওয়ার পথে মারা যান ইয়াকুব পাইক। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করতে গিয়ে মারা যান স্থানীয় যুবক জুলহাস মোল্যা।

    অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটিতে থাকা অন্তত ২৫ জন যাত্রীকে জামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।