Tag: বাস চালক

  • আগ্রাবাদে বাসের নিচে মোটর সাইকেল আরোহী, বাস চালক আটক

    আগ্রাবাদে বাসের নিচে মোটর সাইকেল আরোহী, বাস চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যস্ততম সড়কে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মোস্তাফা কামাল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোটেল ল্যান্ড মার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে মোটর সাইকেল। বাস ও বাস চালককে আটক করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে দ্রুতগামী একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ এক আরোহী বাসের সামনের দিকের চাকার নিচে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত বাসের নিচে থেকে আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে বাস ও বাস চালককে আটক করেছে বলে তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর মো. শরিফুল আলম। তিনি বলেন, দ্রুতগামী বাসটি হঠাৎ করে ব্রেক ফেল করলে দুর্ঘটনাটি ঘটে।

  • বাকলিয়ায় ইয়াবাসহ সৌদিয়া বাসচালক আটক

    বাকলিয়ায় ইয়াবাসহ সৌদিয়া বাসচালক আটক

    চট্টগ্রাম নগরীর বাকলীয়া থানা শাহ আমানত সেতু এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ১৯ হাজার ১শ ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় ইয়াবা পরিবহনের দায়ে সৌদিয়া বাসটির চালক মোহাম্মদ ইফনুস (৫২) কে আটক করেছে র‌্যাব।

    আজ শনিবার দুপুর পৌণে ২টার সময় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।এসময় বাসটি (চট্ট মেট্রো-ব-১১-০৭২৭) জব্দ করা হয়। আটক মো. ইফনুস কক্সবাজার জেলার চশরিয়া হারবাং কালা সিকদার পাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।

    র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী একটি বাসে করে কক্সবাজার হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে চট্টগ্রামে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে শাহ আমানত সেতুর সংযোগ সড়কে চেকপোস্ট স্থাপন করে।

    তথ্যমতে গাড়িটি চেকপোস্টের কাছালকাছি এলে গাড়িটি থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবের সদস্যরা তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গাড়িতে ইয়াবা বহণের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে গাড়িটিতে তল্লাশী চালিয়ে ১৯ হাজার ১শ ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাসটি জব্দ করা হয়।

    তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বাস ও উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।