Tag: বাস-ট্রেনের সংঘর্ষ

  • জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১১

    জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১১

    জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

    শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো একজন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থা গুরুতর।

    ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজশাহী যাচ্ছিলো উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। পথে পুরানাপৈল রেলক্রসিংয়ের ওপর একটি যাত্রীবাহী বাস উঠে পড়ে। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সেখানে আরো একজন মারা যায়।

    স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

    দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

  • পাকিস্তানে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

    পাকিস্তানে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

    পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০০ জন।

    শুক্রবার রাতে সুক্কুর জেলার রোহরি রেলস্টেশনের কাছে একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

    সুক্কুরের অতিরিক্ত পুলিশ পরিদর্শক জামিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের উদ্ধার তৎপরতা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটা ভয়াবহ দুর্ঘটনা ছিল… বাসটি তিন টুকরো হয়ে গিয়েছিল। সংঘর্ষের পর বাসটিকে অন্তত ১৫০-২০০ ফুট টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি।’

    জানা যায়, পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল আর বাসটির গন্তব্য ছিল পাঞ্জাবের সারগোধা শহরে।

    সুককুর কমিশনার শফিক আহমেদ মাহেসার জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় তাদের রোহরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সুক্কুর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনির মাঙ্গিরো জানান, আহত ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সিন্ধের মুখ্যমন্ত্রী মুরদা আলী শাহ খাইরপুরে সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ ও রক্ত সরবরাহের নির্দেশ দিয়েছেন।

    দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এর এক সহকারী চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত আছেন।