Tag: বাস-ট্রেন সংঘর্ষ

  • চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

    চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

    চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন এয়ারপোর্ট সড়কে মেঘনা অয়েলের সামনে তেলবাহী রেল ইঞ্জিনের সাথে একটি দ্রুতগামী বাসের সংঘর্ষে বাসের ২ যাত্রী ও রেলের এক কর্মীসহ ৩জন নিহত হয়েছে।

    আজ রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেল গেইটম্যানের সিগন্যাল অমান্য করে বাসটি রেলের ইঞ্জিনকে ধাক্কাদিলে উল্টেগিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

    নিহতরা হলেন বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান মোঃ আজিজুল হক(৩০), বাস যাত্রী আসাদুজ্জামান(৩০) ও লিটন কান্তি দে (২৫)।

    ইপিজেড থানার ওসি আবদুল করিম জানান, তেলবাহী ট্রেন যাওয়ার সময় যাত্রীবাহী হিউম্যান হলারটি সজোরে আঘাত করে উল্টে যায়।

    এসআই আতিক প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ওই স্থানে রেলের এক কর্মী সিগনাল দিলেও তা অমান্য করে হিউম্যান হলারটি এগিয়ে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়।

    ওই ক্রসিংয়ে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করে না। শুধু তেলের ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনই ধীর গতিতে চলে। সেখানে কোনো গেইট নেই, ট্রেন যাওয়ার সময় রেলকর্মীর ইশারায় গাড়ি থামানো হয়।

  • কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

    কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

    গাজীপুরের কালিয়াকৈরে একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার ভোরে কালিয়াকৈর কলেজ গেট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মাসুদ রানা (৩৫) ও রহিমা আক্তার (৪০)। আহতরা হলেন- মানিক, হারুন ও কামরুল। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    স্থানীয়রা জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোরে গাজীপুরের কালিয়াকৈর অতিক্রম করছিল। পথে কালিয়াকৈর উপজেলার কলেজগেট রেলক্রসিং অতিক্রম করার সময় জালালাবাদ পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব-১৪-৯২০৩) ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

    জানা গেছে, বাসটি নেত্রকোনা থেকে ইটভাটার শ্রমিকদের নিয়ে গাজীপুর এসেছিল। তাদের নামিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

    নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ক্রসিংবার না নামানোয় বাসটি হঠাৎ করেই রেললাইনের ওপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। দূর থেকে এ দৃশ্য দেখে ট্রেনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন চালক। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরিয়ে ফেললে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

    ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

    ডেস্ক নিউজ : ফেনীতে মেইল ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনসহ মোট তিনেজনের মৃত্যু হয়। তাছাড়া একই ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হওয়ার খবর জানা গেছে।

    আজ রবিবার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানা যায়নি। আহত ১৫ জনের মধ্যে ১১ জনকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এছাড়াও কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

    আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫), আশিক (১৭), চাপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২), ও পাবনার রন্দু খান (২৪)।

    বাসের কয়েকজন যাত্রী জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এনআর পরিবহনের বাসটি কুমিল্লার র জাহান হোটেলে যাত্রা বিরতি করে। এরপর পর ফের ছেড়ে যায়। ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে।

    ঘটনাস্থল থাকা ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন জানান, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ পর্যন্ত ১৩/১৫ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি।

    ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধার অভিযান শেষে বাসটিকে সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম