Tag: বাড়তি দামে

  • বাড়তি দামে পেয়াঁজ বিক্রি ঠেকাতে পটিয়ায় অভিযান, জরিমানা

    বাড়তি দামে পেয়াঁজ বিক্রি ঠেকাতে পটিয়ায় অভিযান, জরিমানা

    কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে মজুদ রেখে বাড়তি দামে পেয়াঁজ বিক্রির অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলার পটিয়াতেও। বাড়তি দামে বিক্রি রোধ করতে মাঠে নেমেছে প্রশাসন। অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত।

    আজ বুধবার পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়েছে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির বিষয়টি। এছাড়া বাজারে ভেজাল ঘি বিক্রির বিষয়টিও পরিলক্ষিত হয়। এসব অপরাধে জরিমানা করা হয় চার দোকানকে। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।

    অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী করার কারণে এক দোকানদারকে ২ হাজার টাকা ও অপর এক ব্যাসায়িকে ৫শ টাকা জরিমানা করা হয়। তাছাড়া ভেজাল ঘি বিক্রির অভিযোগে মদিনা ট্রের্ডাসকে ১০ হাজার টাকা ও আল মারুয়া স্ট্রোরকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

    হাবিবুল হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার কারণে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাছাড়া ভেজাল ঘি বিক্রয় করার দায়ে দুই দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রাখবেন বলে জানিয়েছে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।