Tag: বাড়বকুণ্ড

  • বাড়বকুণ্ডের ভৈরব মন্দির থেকে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাত লাশ উদ্ধার

    বাড়বকুণ্ডের ভৈরব মন্দির থেকে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাত লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাড়বকুন্ড তীর্থধামের কাল ভৈরব মন্দিরের একটি ঘর থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করা হয়।

    জানা গেছে, ভৈরব মন্দিরের পাশে একটি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া একটি লাশ দেখতে পেয়ে মন্দিরে আসা দর্শানার্থীরা পুলিশকে খবর দেয়।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ ও এস আই সাজিব ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বাড়বকুণ্ড বাজারের পূর্বে পাহাড়ে বাড়বকুন্ড তীর্থধামের কাল ভৈরব মন্দিরের পাশে একটি ঘর থেকে এক ব্যক্তির ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে দুইটি গ্রাম্য সড়কের উদ্বোধন

    সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে দুইটি গ্রাম্য সড়কের উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি :  উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে এল,জি,এস,পি ৩ প্রকল্পের আওয়ায় দুইটি গ্রাম্য সড়কের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জেলে পাড়ায় ৪ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে মফিজ-কবির সড়ক এবং ৫লক্ষ টাকা ব্যয়ে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নড়ালিয়া খালপাড় সড়কের আর সি সি ঢালাই দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী।

    তিনি বলেন, বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাচা সড়কগুলো আর সিসি ঢালাই করা হয়েছে। কোন কাচা রাস্তা নেই। গ্রামের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছি। গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার প্রেক্ষিতে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।

    ইউপি সদস্য ইব্রাহিম খলিল ইকরামের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীরীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন সুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য ইয়াসিন আরাফাত মুন্না, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এম,এ হানিফ, আকবর হোসেন, বেলায়েত হোসেন, শহীদ উল্ল্যাহ টিটুসহ বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামিলী, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বাড়বকুণ্ডে ৫’শ শীতার্থদের মাঝে চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ’র শীত বস্ত্র বিতরণ

    বাড়বকুণ্ডে ৫’শ শীতার্থদের মাঝে চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ’র শীত বস্ত্র বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নে জেলেপাড়াবাসীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার (২৫ জানুুয়ার) বিকালে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জেলে পাড়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ৫শত জন গরীব-অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

    শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী। ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুলের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীরীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন সুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য ইয়াসিন আরাফাত মুন্নাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামিলী, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গনপিটুনিতে ডাকাত নিহত

    সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গনপিটুনিতে ডাকাত নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় গনপিটুনিতে এক অজ্ঞাতনামা ডাকাত (৫২)নিহত হয়েছে। রবিবার রাত তিনটার দিকে মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    জানা যায়, দুই বাড়িতে ডাকাতি করে ফেরার সময় স্থানীয়দের হাতে আটক হয় ৩ ডাকাত।  এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিলে এক ডাকাত নিহত হন এবং অপর দুইজনকে পুলিশ থানায় নিয়ে যায়। সোমবার ভোর ৪টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ইউপি মেম্বার জামাল উল্লাহ জানান, পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি করে ফিরে যাচ্ছিল ১১ জনের একটি ডাকাত দল, এ সময় ডাকাতি প্রতিরোধে গঠিত এলাকা ভিত্তিক ‘প্রতিরোধ কমিটি’ দুই যুবককে একা পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর ওই দুই যুবক স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করলে জনগণ ও ডাকাতি প্রতিরোধে গঠিত কমিটির লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এ সময় ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়। অপর দুজনকে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ নিয়ে যায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম এবং ওসি(তদন্ত) সুমন বনিক।

    প্রসঙ্গত, সীতাকুণ্ডে গত মাসে প্রায় ১৫টি ডাকাতির ঘটনা ঘটে। তার মধ্যে ৩০ জনকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়েছে। এরপর গত রবিবার রাত দুইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত,মুখ বেঁধে নগদ ৫ লক্ষ টাকা, ৪০ ভরি স্বর্ণ, দুটি ল্যাপটপ, দুটি ট্যাব ও ৫ টি মোবাইল সেট নিয়ে যায়। ২০/২২ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢুুুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিন্মি করে একটি রুমে আটকিয়ে রাখে। এসময় তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালন্কার, ল্যাপটপ, ট্যাব ও মোবাইল নিয়ে যায়। প্রতি রাতে উপজেলার কোনো না কোনো স্থানে হানা দিচ্ছে ডাকাত। ডাকাতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায় । বাধ্য হয়ে জানমাল রক্ষার্থে লোকজন চুরি, ডাকাতি রোধে প্রতি রাতে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেন। ডাকাতের ভয়ে এক প্রকার আতঙ্ক কাজ করছে মানুষের মধ্যে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বিজয় দিবসে সাদাকাত উল্লা চেয়ারম্যানের নেতৃত্বে বাড়বকুণ্ডে বিশাল আনন্দ র‍্যালী

    বিজয় দিবসে সাদাকাত উল্লা চেয়ারম্যানের নেতৃত্বে বাড়বকুণ্ডে বিশাল আনন্দ র‍্যালী

    সীতাকুণ্ড প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজীর নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালী করেছে আওয়ামীলীগ।

    বুধবার বেলা ১১ টায় বিজয় র‍্যালীটি বাড়বকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনারে এসে শেষ হয়।

    বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ এবং ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী র্যালীতে অংশ নেয়।

    র‍্যালী শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন সুজা, আওয়ামীলীগ নেতা আরঙ্গজেব সাবু, আকবর হোসেন, এম এ হানিফ, শহিউল্লা টিটু, জাবেন আল মোহাম্মদ, ছাত্রলীগ নেতা তন্ময় বড়ুয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    সভাশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চাটগাঁইয়া মেজবান অনুষ্ঠিত হয়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বাড়বকুণ্ডে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

    বাড়বকুণ্ডে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে তিন লক্ষ টাকা ব্যায়ে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পাশে দৃষ্টিনন্দন শহীদ মিনার এর উদ্বোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে নবনির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ পি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াঁজী, বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রবিউল হোসেন, সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার দেব, ম্যানেজিং কমিটির সদস্য মুমিন উদ্দীন চৌধুরী, ইন্জিনিয়ার কামরুদ্দোজা, নুরুল কবির, শহীদুল্লাহ টিটু, নুরুল আমিন, সিরাজুদ্দৌলা সুমুন প্রমুখ।

    আ ম ম দিলসাদ বলেন, রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও চট্টগ্রাম জেলা পরিষদ দেশের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক মান উন্নয়নের লক্ষেও কাজ করছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বার আউলিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ বাড়বকুণ্ডের যুবক গ্রেফতার

    বার আউলিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ বাড়বকুণ্ডের যুবক গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ সালাউদ্দিন(৪৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৩নভেম্বর) রাত সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়িস্থ বার আউলিয়া এলাকার রাইজিং ফিলিং স্টেশনের পাশে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সালাউদ্দিন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের ফছি মেম্বারের বাড়ির মৃত খোরশেদ আলমের পুত্র। গ্রেফতারকৃতের কাছ থেকে পুলিশ একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বনিক বলেন, গোপন সূত্রে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • শোক দিবসে বাড়বকুণ্ড আ’লীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শোক দিবসে বাড়বকুণ্ড আ’লীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী।

    এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সহ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন সুজা, উপজেলা আওয়ামিলীগ নেতা নিজাম উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, শ্রমিক নেতা নাসির উদ্দিন, আওয়ামিলীগ নেতা আলাউদ্দীন ইউনিয়ন আওয়ামিলীগের মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার, যুবনেতা ওসমান চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক এম এ হানিফ, ২নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল্লা টিটু, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত মুন্না (মেম্বার), সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক সহ সম্পাদক জাবের আল মাহমুদ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটির সদস্য নাহিদুল ইসলাম রুমি, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্র সংসদ সভাপতি ছাত্রনেতা তন্ময় বড়ুয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বেলাল শরীফ, ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ নাথসহ ইউনিয়ন ও ওয়ার্ড এর বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বাড়বকুণ্ডে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে ৬ বসত ঘর পুড়ে ছাই

    বাড়বকুণ্ডে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে ৬ বসত ঘর পুড়ে ছাই

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অগ্নিকাণ্ডে ৬ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    বুধবার রাত সাড়ে ৭ টার দিকে পশ্চিম মান্দারীটোলা গ্রামের জে, এ, এম আই সিলিন্ডার ফ্যাক্টরী পশ্চিম পাশে জামাল উদ্দিনের নতুন বাড়ির শাহজাহান ও আবদুল মোতালেব নামের দুই ভাইয়ের কাচাঁ ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।

    রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে জানা যায়। এতে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

    খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এদিকে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও গ্রামের রাস্তা সরু থাকায় তারা ঐবাড়িতে পৌঁছাতে পারেনি বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার তাশারফ হোসেন।

    তিনি বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে রওয়ানা দিলেও পথ ঠিক না থাকায় আমার কাজ করতে পারিনি। ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে তাদের ৬টি কাচাঁ ঘর সম্পুর্ণ পুড়ে যায়, এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

    সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

    সীতাকুণ্ডে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার বাড়বকুণ্ড থেকে তাদেরকে আটক করা হয়।

    তিনজনকেই আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

    সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ আবুল বাশার বলেন, বাড়বকুণ্ড এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত ১২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০লিটার বাংলা মদসহ তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হচ্ছে, বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদা গ্রামের দিঘীনামা কাপ্তান বাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে সাইফুল(৩৭) একই ইউনিয়নের দাড়ালীয়া ফকির মিস্ত্রির বাড়ির হারেছ আহম্মদের ছেলে আমজাদ হোসেন (২০) এবং
    মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালি এলাকার আমির হোসেনের ছেলে তৌহিদ প্রকাশ আলতাফ(৩০)।

    তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাদিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।