Tag: বাড়ি পুড়ে

  • আনোয়ারায় আগুনে পুড়েছে ১৯ বাড়ি : ২৫ লক্ষ টাকার ক্ষতি

    আনোয়ারায় আগুনে পুড়েছে ১৯ বাড়ি : ২৫ লক্ষ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ১৯ টি বাড়ি। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    গতকাল মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিলালিয়া গ্রামের ইউপি সদস্য রক্ষিতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় আগুন লাগার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ‘৯৯৯ ‘ কল দিলে আগুন লাগার খবর জানায়। খবর পেয়ে আনোয়ারা উপজেলা ফায়ার সিভিল সার্ভিসের স্টেশনে একটি ইউনিট ঘটনাস্থানে এসে দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্স দুলাল মিত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ১৯টি বাড়ি পুড়ে গিয়ে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি।