Tag: বায়তুল হিকমাহ মাদ্রাসার

  • ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদ্রাসার প্রদর্শনী ও মেরিট অ্যাওয়ার্ড সম্পন্ন

    ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদ্রাসার প্রদর্শনী ও মেরিট অ্যাওয়ার্ড সম্পন্ন

    ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি : ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদ্রাসার বৃত্তি প্রদান ও মেরিট অ্যাওয়ার্ড ’১৯ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপি নান্দনিক আয়োজন ও উৎসব মুখর পরিবেশে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক ও সহকারী শিক্ষক মাস্টার ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন।

    বিশেষ আলোচক ছিলেন উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর মো: আবু তাহের, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম, প্রভাষক এন.এম. রহমত উল্লাহ, মাওলানা হুমায়ুন কবির, প্রভাষক মুহাম্মদ হামিদুল্লাহ্ সোহেল।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন। প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়তুল হিকমাহ্ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, সেক্রেটারী মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, সহ:সেক্রেটারী প্রভাষক এস.এম. মুস্তফা আমিন মানিক।

    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন ছিদ্দিকী, মুহাম্মদ তৈয়ব, মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ বেলাল উদ্দীন, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম।

    এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম দুলাল, বায়তুল হিকমাহ্ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান, মুহাম্মদ শফিউল আজম, মাওলানা সলিম উল্লাহ, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্ কোরাইশী, বায়তুল হিকমাহ্ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ:অর্থ সম্পাদক মুহাম্মদ মহিম উদ্দীন, দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মদ হাসান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ শওকত আজমী, মুহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা কাজী লোকমান নূরী, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আলী, মুহাম্মদ শামসুল আলম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, মাস্টার মুসলিম উদ্দীন প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় বিচরণ করাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত।

    এসময় তিনি শিক্ষার্থীদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করে বলেন, বায়তুল হিকমাহ মাদরাসার শিক্ষার মান অত্যন্ত চমৎকার। যা তারা ইতোমধ্যে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ও জেডিসি পরীক্ষায় প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমি আশা করি এই  ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।