Tag: বায়েজিদে

  • বায়েজিদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    বায়েজিদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বায়েজিদে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বায়েজিদের টেক্সটাইল আনন্দবাজার এলাকার নির্মাণাধীন ৬ তলা একটি ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

    তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ১১টার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় আক্কেস আলী নামের এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শ্রমিকের নাম আক্কেস আলী (২৫)। তিনি সুনামগঞ্জের আশুগঞ্জের ফয়জুন নুরের ছেলে।

  • বায়েজিদে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১ গ্রেফতার ২

    বায়েজিদে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১ গ্রেফতার ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিপন নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল আমিন নামে আরো এক যুবক আহত হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শের শাহ বাজার সংলগ্ন ফরিদ কমিশনারের বাড়ির পেছনে হামলার ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার থার্টি ফাস্ট নাইট রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর বাসায় মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন রিপন ও আমিনের উপর হামলা চালায়। এসময় আতংক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা ফায়ারও করে হামলাকারীরা।

    রিপন ও আল আমিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর অনুসারি।

    স্থানীয়রা জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড কাউন্সিলরের সাথে স্থানীয় যুবলীগ নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিন ও দিদার গ্রুপের দীর্ঘদিনের দ্বন্ধ চলে আসছিলো। প্রতিপক্ষের কয়েকজনের নাম উল্লেখ করে সম্প্রতি বায়েজিদ থানা ও চট্টগ্রাম আদালতে মামলাও দায়ের করে রিপন।

    এর রোষানলে পড়ে রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

    ছুরিকাঘাতে যুবক নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, মঙ্গলবার রাতে মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের হাতে হামলার শিকার হন রিপন ও আল আমিন। একপর্যায়ে দু’জনকেই ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।

    পরে মুমূর্ষু অবস্থায় দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত অপর যুবক আল আমিন (৩২)কে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে হত্যাকারীদের শাস্তির দাবিতে রিপনের অনুসারীরা হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল পালিত। এসময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • চট্টগ্রামের বায়েজিদ থানায় ইয়াবাসহ গ্রেফতার ২

    চট্টগ্রামের বায়েজিদ থানায় ইয়াবাসহ গ্রেফতার ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গতকাল মঙ্গলবার রাতে বায়েজিদ এলাকার বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটির সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার উপ পরিদর্শক মো. শরীফুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নির্মাণ শ্রমিক

    বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নির্মাণ শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে এক নির্মাণ শ্রমিক। আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল ৯টার সময় দুর্ঘটনাটি ঘটে।

    দগ্ধ নির্মাণ শ্রমিকের নাম মো. লিমন (২২)। তিনি ময়মনসিংহ জেলার এলাট নগর এলাকার আজিজুল হকের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, রবিবার সকালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ আহত লিমনকে চমেক হাসপাতালে আনা হয়।

    হাসপাতালের চিকিৎসকের বরাতে আলাউদ্দিন জানায়, দগ্ধ শ্রমিক লিমনের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে আশংকাজনক অবস্থায় হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

  • বায়েজিদে খেলতে গিয়ে দগ্ধ দুই শিশু : পুড়ে গেছে শরীরের ৭০ শতাংশ

    বায়েজিদে খেলতে গিয়ে দগ্ধ দুই শিশু : পুড়ে গেছে শরীরের ৭০ শতাংশ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাযেজিদের আরেফিন নগর এলাকায় খেলতে গিয়ে গরম তেলে দগ্ধ হয়েছে দুই শিশু। এদের প্রত্যেকের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চমেক হাসপাতালের চিকিৎসক।

    আজ ৭ ডিসেম্বর শনিবার বিকাল পৌনে চারটার দিকে ওই এলাকার মুক্তিযোদ্ধা কলোনিস্থ খাজা স্টোর নামের একটি দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

    দগ্ধ শিশুরা হলেন, মুক্তিযোদ্ধা কলোনির মোস্তফার ছেলে মোবারক (৫) ও একই এলাকার ইয়াছিনের ছেলে রিফাত (৮)।

    তথ্যটি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, মুক্তিযোদ্ধা কলোনী এলাকার খাজা স্টোরের কর্মচারিরা পাম তেলের একটি ড্রামের নিচে আগুন দিয়ে তেল গরম করছিলেন। এর পাশেই খেলছিলেন মোবারক ও রিফাত নামের দুই শিশু। হঠাৎ গরম তেল ড্রাম থেকে উৎলে উঠে দুই শিশুর গায়ে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় দুই শিশু।

    স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চমে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করিয়ে দেন। বর্তমানে দুজনই চিকিৎসাধিন রয়েছে জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক নারায়ণ ধর বলেন, দুই শিশুর শরীর ৬৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

  • বায়েজিদ বোস্তামি থানায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

    বায়েজিদ বোস্তামি থানায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ২শ ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার সকালে থানার আমিন কলোনীস্থ আমিন শাহী জামে মসজিদের সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ইয়াবা বিক্রির উদ্দ্যেশে সোমবার সকালে একদল মাদক কারবারি বর্ণিত স্থানে অপেক্ষা করছে সংবাদ পেয়ে অভিযানে যায় থানা পুলিশের একটি টিম।

    এসময় ২শ ৪০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।

  • বায়েজিদে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

    বায়েজিদে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

    চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এশটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বায়েজিদের টেক্সটাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ মধ্যম নলুয়া সোলাইমান সওদাগর বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে শামছুল আলম প্রকাশ সাত্তার (৩২) ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব ধলই মইন্যা পুকুর পাড় আলী সেরাংয়ের বাড়ির মো. সিরাজের ছেলে মো. নবী আলম প্রকাম নবী (৩৩)।

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গোপন তথ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    ২৪ ঘন্টা/রাজীব..