Tag: বায়েজিদ থানায়

  • বায়েজিদে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

    বায়েজিদে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর বাযেজিদ বোস্তামি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. কামাল (৩৬) নামে এক মাদক বিক্রেতা।

    গতকাল বুধবার রাত ১টার সময় বায়েজিদের চালিতাতলীস্থ জাগরনি সংঘ ক্লাবের সামনে থেকে ২শ ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খোন্দকার। তিনি বলেন, গ্রেফতার কামাল একজন মাদক বিক্রেতা। বুধবার রাতে গোপন তথ্য মতে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা ট্যাবলেটসহ কামালকে গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।