Tag: বিআরটিএ কার্যালয়

  • চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে তিন দালাল আটক

    চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে তিন দালাল আটক

    চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় চত্বরে অভিযান চালিয়ে তিন দালালকে আটকপূর্বক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী।

    তিনি বলেন, বিআরটিএ কার্যালয় চত্বরে অভিযানে হাতেনাতে ৩ জন দালালকে আটক করা হয়। এসময় আটক রুপন পালিতকে (৪২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ,পেয়ার মোহাম্মদকে (৪৫) বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আক্তার হোসেনকে (৪৫) দুই মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়।

    এ সময় অপরাধের মাত্রা বিবেচনায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

    এর পূর্বে জেলার আনোয়ারা উপজেলাধীন চাতরী চৌমুহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা আটক করা হয়।

    জনস্বার্থে বিআরটিএ চট্টগ্রামের এসকল অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী।

    ২৪ ঘণ্টা/এম আর