Tag: বিএনপির মনোনয়ন

  • খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন ইব্রাহীম খলিল

    খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন ইব্রাহীম খলিল

    খাগড়াছড়ি সদর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল।

    কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি। বিজ্ঞপ্তিতে আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়ি সদর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিলকে।

    উল্লেখ্য যে,আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

    ২৪ ঘণ্টা/আকতার