Tag: বিএনপি নেতা

  • প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: রাজশাহীর বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

    প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: রাজশাহীর বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম বলেন, “আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টায় পুলিশ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে। তখন সব তথ্য বলা হবে।”

    তবে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক সাংবাদিকদের বলেন, মহানগরীর হরগ্রাম এলাকা থেকে বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

    শুক্রবার বিকালে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

    এরপর রাজশাহীতে তিনটিসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

    এ ঘটনার প্রতিবাদে মদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল ও বিভিন্ন পোশাজীবী সংগঠন। এ সময় চাঁদকে দ্রুত গ্রেপ্তার শাস্তি দাবি ও শাস্তির দাবি করেছেন নেতা-কর্মীরা।

  • সিলেটে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

    সিলেটে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

    সিলেটে প্রাইভেটকার আটকিয়ে ছুরিকাঘাত করে এক বিএনপি নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ৮টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে।

    নিহত আ. ফ. ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সিলেট আইন মহাবিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রাইভেটকার চালিয়ে আ ফ ম কামাল বড়বাজারের গলি দিয়ে যাচ্ছিলেন। বড়বাজার গোয়াইনপাড়া সড়কের কাছে যাওয়ার পর কয়েকজন যুবক এসে তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

    ২৪ঘণ্টা/এসএ

  • সীতাকুণ্ডে বিএনপি নেতা বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল আহম্মদের শোকসভা অনুষ্ঠিত

    সীতাকুণ্ডে বিএনপি নেতা বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল আহম্মদের শোকসভা অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং শ্রমিক নেতা বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল আহম্মদের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৯ডিসেম্বর) বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে জোড়আমতলের একটি কমিউনিটি সেন্টারে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়।

    ৮নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

    এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ইছাক কাদের চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি ইউছুপ নিজামী, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, সাবেক সদস্য সচিব কাজী মোঃ সুজা উদ্দিন, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, উত্তর জেলা উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মোরছালিন, কৃষকদল উত্তর জেলা সাঃ সম্পাদক বদি আলম বদরুল, সীতাকুণ্ড পৌর নির্বাচন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহরম আলী, উপজেলা শ্রমিক দলের সাঃ সম্পাদক রবিউল হক, মরহুম তফাজ্জল আহম্মদের পুত্র ইফতেখার আহম্মদ জুয়েল প্রমূখ।

    বক্তারা বলেন, তফাজ্জল আহম্মদের মতো সৎ ও ত্যাগী নেতা বিরল,দলের জন্যে, সমাজের জন্যে তার অবদান সীতাকুণ্ডবাসী চিরদিন স্মরণ রাখবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকালে কেন্দ্রীয় বিএনপির শোক

    সীতাকুণ্ডে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকালে কেন্দ্রীয় বিএনপির শোক

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক এবং শ্রমিক নেতা বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন(৭২) ইন্তেকাল করেছেন।

    বুধবার রাতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুম তফাজ্জল হোসেন দীর্ঘদিন যাবৎ হৃদরোগ আক্রান্ত ছিলেন।

    বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

    তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন, এছাড়া হাফিজ জুট মিলস এ দীর্ঘ ৩০ বছর শ্রমিক নেতার দায়িত্ব পালন করেছিলেন।

    তাঁর মৃত্যুতে বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    সাবেক উত্তর যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিন জানান, দেশের এই ক্রান্তি লগ্নে বিএনপি নেতা ও বীর মুক্তিযুদ্ধের মৃত্যুতে সীতাকুণ্ডে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পুরণ হওয়ার নয়। দেশের যে ভোটার বিহীন সরকার দেশ শাসন করছে এর হাত থেকে দেশের জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিএনপি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তারই মধ্যে এর মুক্তিযুদ্ধের চলে যাওয়া দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

    এদিকে বীর মুক্তিযুদ্ধা মরহুম তফাজ্জল হোসেনকে দেখতে যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া। তিনি শোকশোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বিএনপি নেতা মীর নাসির কারাগারে

    বিএনপি নেতা মীর নাসির কারাগারে

    বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রোববার (০৮ নভেম্বর) ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এএমএম রুহুল ইমরানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মীর নাসির। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

    গত ২৭ অক্টোবর একই আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মীর মোহাম্মদ নাসির। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মামলায় বিচার শেষে একই বছরের ৪ জুলাই ঢাকার ২ নম্বর বিশেষ জজ মীর নাসির উদ্দিনকে ১৩ বছরের দণ্ড দেন। একইসঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। আর তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক মাসের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে পিতা ও পুত্র হাইকোর্টে পৃথক আপিল করেন।

    হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাইকোর্টকে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেন। পুনরায় আপিল শুনানি শেষে ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন।

    একইসঙ্গে রায় দেওয়া বিচারিক আদালতে রায় পৌঁছানোর তিন মাসের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • বিএনপি নেতারা আইসোলেশনে থেকে প্রেস ব্রিফিং করে, আর সরকারের দোষ ধরে- তথ্যমন্ত্রী

    বিএনপি নেতারা আইসোলেশনে থেকে প্রেস ব্রিফিং করে, আর সরকারের দোষ ধরে- তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র অনেক নেতা আছে, যারা ঘরের মধ্যে আইসোলেশনে থেকে শুধু প্রেস ব্রিফিং করে, আর সরকারের দোষ ধরে। জনগণের সহায়তায় তারা এগিয়ে আসেনি। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাই আছে মানুষের পাশে।

    তিনি বলেন, যারা ঘরে বসে বসে শুধু সমালোচনা করছে, তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেনা। পক্ষান্তরে আওয়ামী লীগ ও সরকারের কেউ কিন্তু বসে নেই। আক্রান্ত হলে কি হতে পারে সেটিও আমি জানি, তাই আমি নিজেও বসে নেই। সব প্রস্তুতি নিয়েই কিন্তু মাঠে কাজ করছি। এই সময়ে দেশের মানুষ যখন আক্রান্ত, তখন হাত গুটিয়ে বসে থাকার কোন কারণ নেই।

    শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান ও বন্যহাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারের সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের প্রমূখ।

    অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি ও আধুনিকায়নকল্পে নানা উদ্যোগের কথা জানান।

    দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য। আমরা নির্দেশনা মেনে জনগণের পাশে আছি, এবং ভবিষ্যতেও থাকবো। সেই কারণে আমাদের দলের বহু নেতা করোনায় আক্রান্ত হয়েছে। অনেক নেতা মৃত্যুবরণ করেছে। মৃত্যু যেকোন সময় হতে পারে, তাই বলে জনগণের এই দূর্দশার সময় বসে থাকবো সেটা হতে পারেনা।

    ড. হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাসের মহামারি শুরুর পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে করোনা থেকে রক্ষা করার জন্য প্রাণান্তকর চেষ্ঠা করে যাচ্ছেন। মানুষকে সুরক্ষা দেয়ার জন্য, যাতে খাদ্যের সঙ্কট না হয়, গরীব মানুষের যাতে কোনভাবে অনুবিধা না হয় সেজন্য নানাভাবে তিনি দিবানিশি কাজ করে যাচ্ছেন। ক্রমান্বয়ে দেশে করোনা ভাইরাস মোকাবেলার সামর্থ এবং সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। আজকে তিন মাসের বেশি দূর্যোগে বাংলাদেশে আল্লাহর রহমতে খাদ্যের অভাব হয়নি। খাদ্যের অভাবে কোন মানুষ মৃত্যুবরণ করেনি। খাদ্যের জন্য কোন জায়গায় হাহাকার নাই।

    তিনি বলেন, রাঙ্গুনিয়ার ৬০ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এখনো সেই ত্রাণ কার্যক্রম চলমান আছে। এরবাইরে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমেও হাজার হাজার মানুষকে ত্রাণ দেয়া হয়েছে। যতদিন এই পরিস্থিতি থাকবে, সরকার জনগণের পাশে আছে, এবং থাকবে।

    তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে মৃত্যুর হার পৃথিবীতে সর্বনিম্ম যে কয়টি দেশে আছে তৎমধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে এখন করোনা ভাইরাসে মৃত্যুর হার ১.২৫ শতাংশ। ভারতে সেটি ৩ শতাংশের বেশি, পাকিস্তানে ২ শতাংশের বেশি। ইউরোপ আমেরিকার দেশ গুলোতে ৫ থেকে ১৬ শতাংশ। প্রধানমন্ত্রী সবাইকে সাথে নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে করোনা ভাইরাস মোকাবেলা করছেন বিধায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক দেশের চেয়ে কম।

    ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে করোনা রোগীদের সঠিক ভাবে চিকিৎসা দেয়া সম্ভব হয় সেই লক্ষ্য নিয়ে কিছু কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে সেখানে আইসোলেশন সেন্টার করা হয়েছে। আরো বেডের সংখ্যা বৃদ্ধি করে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করে সেটিকে শীততাপ নিয়ন্ত্রিতসহ আধুনিকায়ন করা হবে।

    তিনি বলেন, এখন আমরা উপজেলা পর্যায়েও চিকিৎসা দেয়ার ব্যবস্থা করছি। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে যেসব অসুবিধাগুলো ছিল তৎমধ্যে অনেক অসুবিধাগুলো ইতিমধ্যে দুর করা হয়েছে। কিছুদিনের মধ্যে ব্যবস্থা আরো ভাল হবে। আগের সঙ্কট ও হা-হুতাশ অনেকটা কেটে গেছে। নতুন ভাবে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ঢেলে সাজানো হচ্ছে, সেগুলো যাতে করোনা পরবর্তি স্বাভাবিক সময়েও ভালো মতে চিকিৎসা দেয়া যায় সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের উপজেলা পর্যায় পর্যন্ত সমস্ত স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজানোর কর্মসুচি সরকার হাতে নিয়েছে।

    সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায়ও অনেক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আমাদের মনে রাখতে হবে আমার সুরক্ষা আমার হাতে। আমি যদি সচেতন না হই সরকার কিংবা ডাক্তারসহ অন্য কেউ আমাকে সুরক্ষিত করতে পারবেনা। সেজন্য আমার সুরক্ষা আমার হাতে এটি মাথায় রেখেই আমাদেরকে করোনা ভাইরাসের সময় জীবন এবং কর্মকান্ড পরিচালনা করতে হবে। অসচেতন থাকলে যে কেউ যেকোন সময় আক্রান্ত হতে পারে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • শ্বাসকষ্টে মারা গেলেন বিএনপি নেতা ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সামশুল আলম, বিএনপির শোক

    শ্বাসকষ্টে মারা গেলেন বিএনপি নেতা ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সামশুল আলম, বিএনপির শোক

    সাতকানিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোঃ সামশুল আলম মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৬ টায় পাঁচলাইশ থানা এলাকার সার্জিস্কোপ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। শামসুল আলমের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন, ব্যবসায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে যান।

    তিনি আগ থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সম্প্রতি দুর্ঘটনাবশত তিনি পায়ে আঘাত পান। রোববার (১৪ জুন) রাত আড়াইটার দিকে শামসুল আলমের উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়। সেই রাতেই তাকে ইউএসটিসি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    মঙ্গলবার (১৬ জুন) বাদে জোহর দুল্লবের পাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    এদিকে শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিঃ যুগ্ম আহবায়ক আলী আব্বাস ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

    এক শোক বার্তায় নেতৃবৃন্দ চট্টগ্রামে বিনাচিকিৎসায় বেশীরভাগ মানুষের মৃত্যু হচ্ছে উল্লেখ করে বলেন, চট্টগ্রামে দিন দিন করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বন্দরনগরী চট্টগ্রাম এখন করোনার হটস্পট হিসেবে চিন্হিত। করোনা শনাক্তের চেয়ে উপসর্গ নিয়ে মারা যাচ্ছে বেশী মানুষ। করোনা পরীক্ষার সার্টিফিকেট না থাকার কারনে করোনা হাসপাতালে তাদের ভর্তি নিচ্ছে না। আবার করোনা উপসর্গ থাকার কারনে অন্য হাসপাতালগুলোতেও তারা ভর্তি হতে পারছেন না। এতে বেশীরভাগ মানুষ বিনাচিকিৎসায় মারা যাচ্ছে।

    নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে প্রতিদিন করোনায় মৃত্যুর চেয়ে উপসর্গ ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর সংখ্যা চার গুনের বেশী। সরকারের ব্যর্থতার কারনেই দিন দিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। চট্টগ্রামে ডাক্তার, পুলিশ ও অন্তঃসত্ত্বা নারী সহ বেশীরভাগ মানুষই করোনা উপসর্গ নিয়ে বিনাচিকিৎসায় মারা গেছে। শামসুল আলমও সময়উপযোগী চিকিৎসার অভাবে মারা গেছেন।

    নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব শামসুল আলম একজন সৎ, বিনয়ী ও ভদ্র মানুষ ছিলেন। তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। সাতকানিয়া বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে তার ভুমিকা ছিল অপরিসীম। তার মৃত্যুতে ব্যবসায়ী সমাজ একজন অবিভাবককে হারাল। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা সহজে পূরণ হবার নয়। তার অবদান বিএনপি আজীবন শ্বরণে রাখবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা শামসুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বোয়ালখালীতে বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    বোয়ালখালীতে বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগর বিএনপির সিঃ সহ সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের গাড়ী বহরে হামলার অভিযোগ উঠেছে বোয়ালখালী ছাত্রলীগের বিরুদ্ধে।

    অভিযোগে বলা হয় শুক্রবার ২৯ নভেম্বর রাতে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি এক নেতার শাশুড়ীর জানাজা শেষে নগরীতে ফেরার পথে হামলার শিকার হয় বিএনপি নেতা আবু সুফিয়ান ও বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবুসহ বিএনপির নেতারা।

    হামলার প্রতিবাদে আজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করার তথ্য জানিয়েছে নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী।

    তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির এক নেতার আত্মীয়ের জানাজা শেষে বিএনপি নেতারা গাড়ি বহর নিয়ে নগরে ফেরার পথে পৌরসভার পাঠানপাড়া স্কুলের সামনে হামলার শিকার হন।

    তিনি বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহানের নেতৃত্বে ১০/১৫ জন নেতাকর্মী জয় বাংলা শ্লোগান দিয়ে গাড়ীতে ইটপাঠকেল মারতে থাকে। এতে মেয়র আবু’র গাড়ীতে থাকা আবু সুফিয়ান অক্ষত থাকলেও গাড়ীটির কাঁচ ভেঙ্গে চালক ইয়াছিন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

    এ ঘটনায় বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হামলার সময় গাড়ি বহরে থাকা নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।

    তবে এখনো লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, জানাজা পড়ে শহরে যাওয়ার সময় পৌর মেয়রে গাড়ীতে পাথর মেরেছে বলে রাত ১টার দিকে তিনি ফোনে জানিয়েছেন।

  • দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

    মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

    ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

    এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।