Tag: বিএম কন্টেইনার ডিপো

  • সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ড

    সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ড

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। কুমিরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়েছে।

    জানা গেছে একটি জুটের কন্টেইনারে আগুন লেগেছে। এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোতাহের হোসেন বলেন, একটি জুটের গুদামে বিদুৎসর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকবাবে ধারণা করা হচ্ছে।

    উল্লেখ্য, চলতি বছরের ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে বিস্ফোরণে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন মারা যান। এছাড়া দগ্ধ ও আহত হন অন্তত দুই শতাধিক মানুষ।

  • পুকুর ভরাট করায় সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা

    পুকুর ভরাট করায় সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পুকুর ভরাট করায় বিএম কন্টেইনার ডিপোকে এক লক্ষ দশ হাজার পঁচশত টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ সোমবার (২রা নভেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের ক্ষতি সাধন করা ও পকুর ভরাট করার অপরাধে সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোকে জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত প্রতিষ্টনটি একটি পুকুর ভারাট করে পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে একলক্ষ দশহাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য যে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, জাতীয় অপরিহার্য স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি, এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা ব্যক্তিমালিকানাধীন পুকুর বা জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু