Tag: বিএসএফের গুলি

  • শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন (৩৫)।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে চোষপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে নিহত হন ওই যুবক।

    জয়নাল আবেদীন রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে।

    রাণীশংকৈল নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুড়বাড়িতে যাতায়াত করতো। বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিএসএফ সদস্যরা টের পেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লেগে জয়নাল মারা গেলে তার লাশ তুলে নিয়ে যায় বিএসএফ।

    বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওর্য়াড মেম্বার আবদুর রহিমজানান, জয়নাল আবেদীন সীমান্তের ওপার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে, এতে তার মৃত্যু হয়।

    ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিস্তারিত জানার পর কথা বলতে পারব।

  • নওগাঁয় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

    নওগাঁয় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

    নওগাঁর পোরশা সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এরমধ্যে গুলিবিদ্ধ একজনের লাশ বাংলাদেশ সীমান্তে ও অন্য দুজনের লাশ ভারতীয় সীমান্তে পড়ে রয়েছে।

    এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

    এছাড়া, চলতি মাসের শুরু থেকে প্রথম ২২ দিনে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে ৮ জন বাংলাদেশি।

  • শ্রীবরদীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    শ্রীবরদীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

    শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া ও খোকন মিয়া নামে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছে।

    রোববার রাতে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া সেতুতে এই ঘটনা ঘটে। নিহত উকিল মিয়া সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে ও খোকন মিয়া মাটিফাটা এলাকার আজিজুল মেম্বারের ছেলে।

    পুলিশ জানায়, উকিল মিয়া সংঘবদ্ধ ভারতীয় গরু চোরা কারবারিদের সাথে রাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত ফোর্স (বিএসএফ) গুলি ছুড়লে উকিল মিয়া ও খোকন মিয়া গুলিবিদ্ধ হয়।

    পরে চোরাকারবারি দলের অন্যান্য সদস্যরা তাদের রাবার বাগান পানবাড়ি এলাকায় ফেলে পালিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়।

    পরে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি এই ঘটনার প্রতিবাদ জানান।

    বিজিবির ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক শহিদুর রহমান ও ২৬ বিএসএফের অধিনায়ক বিশাল রানে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।