ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন (৩৫)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে চোষপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে নিহত হন ওই যুবক।
জয়নাল আবেদীন রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে।
রাণীশংকৈল নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুড়বাড়িতে যাতায়াত করতো। বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিএসএফ সদস্যরা টের পেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লেগে জয়নাল মারা গেলে তার লাশ তুলে নিয়ে যায় বিএসএফ।
বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওর্য়াড মেম্বার আবদুর রহিমজানান, জয়নাল আবেদীন সীমান্তের ওপার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে, এতে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিস্তারিত জানার পর কথা বলতে পারব।