Tag: বিএসবিএ হাসপাতাল

  • করোনার চিকিৎসার জন্য বিএসবিএ হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

    করোনার চিকিৎসার জন্য বিএসবিএ হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

    আজ বৃহস্পতিবার (২৮মে) বেলা ১২টার সময় ভাটিয়ারীর ৬ তলার ১০০ শয্যার এ হাসপাতালটি করোনা হাসপাতাল হিসাবে অধিগ্রহণ পরিদর্শন করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    তারা হাসপাতালটি ঘুরে দেখেন। পাশাপাশি অবকাঠামোগত কোনও ত্রুটি আছে কিনা সেটিও দেখেন। করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর চিকিৎসার জন্য চট্টগ্রামের এই হাসপাতালটিতে ১০০টি বেড প্রস্তুত আছে। কিন্তু হাসপাতালটিতে নেই কোনও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ফলে করোনা আক্রান্ত কোনও মুমূর্ষু রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও সেটি দেওয়া সম্ভব হবে না।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, বিএসবিএ বোর্ড মেম্বার নাঈম আহম্মদ শাহ, সীতাকুণ্ড থানার সার্কেল এএসপি শম্পা রানী সাহা, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু