নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফল আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চলাকালে বিক্রমপুর ফল ভান্ডারে পঁচা কেনু (চায়না কমলা) মজুদ ও বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ফল আড়তদারের দোকান থেকে ওই পঁচা কমলা পাওয়া যায়। ফলে খাবার অযোগ্য ফল রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় দোকান মালিককে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর অহিদুল হক, পৌর সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রমুখ।