Tag: বিক্রির দায়ে জরিমানা

  • হাটহাজারীতে অতিরিক্ত দামে ডেটল বিক্রির দায়ে জরিমানা

    হাটহাজারীতে অতিরিক্ত দামে ডেটল বিক্রির দায়ে জরিমানা

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে অতিরিক্ত দামে ডেটল বিক্রির দায়ে এক দোকানিকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২২ জুলাই) হাটহাজারীর পৌরসভার বাস স্টেশন এলাকার বিনিময় কসমেটিক্সে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।

    সূত্র জানায়, ফেসবুকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দোকানের বাইরে অপেক্ষা করে অন্য একজনকে ক্রেতা সাজিয়ে ডেটল কিনতে পাঠালে সে ৩৮ টাকার ডেটল ৭০ টাকায় ক্রয় করে। এরপর সাজানো ক্রেতা কে নিয়েই অভিযান পরিচালনা করা হয় বিনিময় কসমেটিক্সে।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, ডেটলের পরিমাণ কম এবং দোকানি দোষ স্বীকার করায় একবার সুযোগ দেওয়া স্বরূপ মুচলেকা নিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • হাটহাজারীতে নকল হ্যান্ডস্যানিটাইজার বিক্রির দায়ে জরিমানা

    হাটহাজারীতে নকল হ্যান্ডস্যানিটাইজার বিক্রির দায়ে জরিমানা

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিকে কাজে লাগিয়ে হাটহাজারীর বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে মুদি দোকান, লাইব্রেরী, ফার্মেসী, কসমেটিক্স শপ সহ প্রায় সব ধরনের দোকানে অবাধে বিক্রি হচ্ছে নকল হ্যান্ডস্যানিটাইজার। সেই সাথে সুযোগ বুঝে বোতলের গায়ের মূল্য পরিবর্তন করে অধিক দামে বিক্রি করা হচ্ছে এসব হ্যান্ডস্যানিটাইজার।

    হ্যান্ডস্যানিটাইজার নিয়ে এমন নৈরাজ্যের বিরুদ্ধে বরাবরের ন্যায় আজও অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।

    আজ (বৃহস্পতিবার) ৯ জুলাই উপজেলার কাটিরহাট বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২৩ বোতল নকল হ্যান্ডস্যানিটাইজার জব্দ করা হয় এবং এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় অভিযানের খবর পেয়ে উক্ত বাজারের দোকানিরা তাদের নকল হ্যান্ডস্যানিটাইজার সরিয়ে ফেলেন।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন দোকানে দোকানে নকল হ্যান্ডস্যানিটাইজার সরবরাহ করছে। এই অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে এবং খুব শ্রীঘ্রই এই অসাধু চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে বলে জানা তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ