Tag: বিক্ষোভ মিছিল

  • সলিমপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    সলিমপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি: কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বিকালে ফৌজদারহাট বাইপাস রোডস্থ গোলচত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ ম ম দিলসাদ।

    সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, আ.লীগ নেতা আযম খান, যুবলীগ নেতা এস এম আল নোমান, ইমামুদ্দীন ইমু, সামস মোহাম্মদ লেলিন, মো জাভেদ , মো করিম, মো আজম মেম্বার প্রমুখ।

    সমাবেশ শেষে একটা বিশাল শান্তি মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে |

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাপ্পীর নেতৃত্বে কুমিরা ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাপ্পীর নেতৃত্বে কুমিরা ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল

    সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।

    বুধবার (৯ ডিসেম্বর) বিকালে কুমিরাস্থ পিএইচপি গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়।

    মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা জিয়াউল আবেদীন বাপ্পি।

    বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জসিম সওদাগর, মাহবুব, বিল্লাল, ইউছুপ আজমী, যুবলীগ নেতা ইমন, সাহাবুদ্দিন, মো: ওয়াসিম,
    ছাত্রলীগ নেতা আইনুল, নয়ন, ফয়সাল, আরিফ প্রমুখ।

    বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের হাত ভেঙ্গে দিতে হবে। মৌলবাদী গোষ্ঠীর এদেশে থাকার কোন অধিকার নেই।

    ২৪ ঘণ্টা/দুলু

  • কর্ণফুলীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    কর্ণফুলীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্ণফুলী শাখা।

    রবিবার (০৬ ডিসেম্বর) সকালে আখতারুজ্জামান চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সমাপ্তি হয়।

    কর্ণফুলী ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এম সাইফুদ্দিন এর সঞ্চানলায়

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ মহসিন,সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, এ এ আজাদ সোহেল, ইফতেকার রনি,গিয়াস উদ্দিন,কামাল উদ্দিন,আবদুল আল নোমান, কফিল উদ্দিন আহবায়ক কমিটির সদস্য হাসান,রুবেল, মঈনুদ্দিন মাহমুদ, মেজবাহ শুভ,নয়ন, লিটন,নাঈম,ছোটন, আলাউদ্দিন মাঝি, তানবীর আমিন শুভ,সন্জয় চৌধুরী,আহমেদ,ফয়সাল,তৌহিদ,বাপ্পি,আবু সুফিয়ান সাকিব ,এমদাদ রুবেল,ছাত্রলীগ নেতা এস এম মহিউদ্দিন, আকরাম, সাইফ,রাসেল, জাবেদ,ইকবাল,মুন্না,আসাফ,ইমন,আমজাত,মামুন,সজীব ,বাবু,কাজল,সাইফ,আলী,সাদ্দাম,আরমান ,আকবর,সাকিব,মাহিন জয় দাস সহ প্রমূখ

    এইসময় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ বলেন পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে।যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।

    এইসময় কুষ্টিয়ায় যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তরা।

    ২৪ ঘণ্টা/মহিউদ্দিন

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    চবি প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

    শনিবার (৫ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে হামলা দেশের মানচিত্রে হামলার শামিল। এ দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

    তিনি আরও বলেন, প্রতিষ্ঠার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো চবি ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হয়নি। আমরা অতি দ্রুত ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদিন পাঠান, রাজু মুন্সি, অনুপম রুদ্র, দ্বীন ইসলাম, মারুফসহ শতাধিক ছাত্রলীগ কর্মী।

    ২৪ ঘণ্টা/মেহদি

  • যুবদল নেতাদের মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশে বিক্ষোভ মিছিল

    যুবদল নেতাদের মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশে বিক্ষোভ মিছিল

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নামে ঢাকায় গাড়ী পোড়ানো ও নাশকতার মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকালে নগরীর বিবিরহাট এলাকায়।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান লেবু, রাজন খান,ওমর ফারুক,পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আইয়ুব খান,রিদুয়ান হোসেন জনি,সাহিদুল ইসলাম মাসুম,জাবেদ আলী,সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নাছির, ইলিয়াস ইলু,জুনায়েত হোসেন রানা,মোহাম্মদ হোসেন রাশেদ,মোহাম্মদ ইউনুছ,আবুল কাশেম চাঁন মিয়া, ৭ নং ও ৪৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সোলাইমান হোসেন মনা,রাশেদ আলম,মোহাম্মদ সুমন,মোহাম্মদ সাইফুল,হানিফ রানা,বেলাল হামজা,সদস্য শাহাদাত হোসেন,মোহাম্মদ সেলিম মোহাম্মদ জসিম,সাদেক হোসেন ইদু,মোহাম্মদ জহির,আবদুর রহিম,মোহাম্মদ সুজন,মোহাম্মদ পাবেল,মোহাম্মদ রাকিব,মোহাম্মদ নাছির প্রমূখ।

  • ভারতে মুসলিম হত্যা ও মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

    ভারতে মুসলিম হত্যা ও মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম হত্যা এবং সেদেশের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশে সফরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার জুমআর নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা ও ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

    মুসল্লিরা শহরের পৌর মিলনাতায় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন ।

    এসময় সংগঠনটির জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ সারাফাত হোসেন, ইমাম ও উলামা পরিষদ জেলার সহ-সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমানসহ বক্তারা বলেন, মুজিববর্ষে সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে কোনভাবে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখতে চাই। ভারতে যেভাবে মুসলিমদের উপড় নির্যাতন ও হত্যা করা হচ্ছে তা কোন ভাবেই কাম্য নয়। এভাবে মুসলিমদের উপড় নির্যাতন চলমান থাকলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন তারা। তাই বাংলাদেশ সরকারের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান নেতারা।

  • চবিতে ভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

    চবিতে ভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

    চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের সাম্প্রতিক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।

    রোববার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার হয়ে বিভিন্ন অনুষদ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুর পরিচালনায় একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবীর এইচ. তিতাস এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।

    বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর বলেন, বর্তমান সরকার আসন্ন মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করতে চলেছে। কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে নিয়ে এই বাংলায় নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেবে।

  • ভোলার সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    ভোলার সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ করছে কওমী মাদ্রসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এ বিক্ষোভের আয়োজন করে।

    মঙ্গলবার দুপুর ২টায় ফটিকছড়ি পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে কটূক্তিকারী ও ভোলার সংঘর্ষের বিষয়ে বিভিন্ন স্লোগান দেন।

    বক্তারা আল্লাহ তা’আলা ও মহানবী (সা.)-এর কটূক্তিকারীকে গ্রেফতার, ভোলার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, আহতদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানান।

    জামিয়া বাবুনগর মাদ্রাসার পরিচালক ও প্রবীণ আলেম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাওলানা সলিম উদ্দিন দৌলতপুরী ও আবু মকনুন মুহাম্মদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- মুহাদ্দিস আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা সলিমুল্লাহ, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল,মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুফিজুল ইসলাম,শওকত বিন হানিফ,মাহফুজুর রহমান, হাবিবুল্লাহ ধর্মপুরী,আব্দুল মতিন,শামুল আলম,মুজিবুর রহমান, মাওলানা ইলিয়াস, মাওলানা আমির উদ্দিন ও আফাজ উদ্দিন প্রমুখ।

    সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল ফটিকছড়ি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেন।