Tag: বিক্ষোভ সমাবেশ

  • শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে আন্দোলনকারীরা

    শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে আন্দোলনকারীরা

    কোটা সংস্কার আন্দোলনে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়ন, আজকের আন্দোলনে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

    কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও হামলার স্থানে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের আজকের মত সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এবার আমরা কোনো ফাঁদে পা দেবো না। চূড়ান্ত সমাধান নিয়েই এবার ঘরে ফিরবো। আমরা বলতে চাই, হাইকোর্টের সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমাদের দাবি সরকার ও আইন বিভাগের প্রতি, কিন্তু তারা আদালতকে সামনে রেখে কথা ঘুরাচ্ছে। নিজেদের কাজ আদালতের ওপর চাপানোর চেষ্টা করছে। আমরা চাই, ৫ শতাংশ কোটা অনগ্রসর গোষ্ঠীর জন্য রেখে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করা হোক।

    এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে তিনি বলেন, এটা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি। সব দল-মতের শিক্ষার্থীরা এখানে রয়েছে এবং আমরা ঐক্যবদ্ধ। এই জনদুর্ভোগের দায় প্রশাসনকেই নিতে হবে। কারণ তারা আমাদের দাবি মেনে নেয়নি। আমরা জনদুর্ভোগ চাই না। আমরা চাকরি না পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চাকরি করতে পারবেন না। কিছু মিডিয়া ভুয়া তথ্য প্রকাশ করে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা এর নিন্দা জানাই।

    তিনি আরও বলেন, আজকে ঢাবিতে অছাত্রদের এনে ক্যাম্পাসের পরিবেশকে নষ্ট করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অছাত্রদের জড়ো করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তার আবেদন জানাই।

    কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, আজকে সারাদেশে আমাদের আন্দোলনে হামলার প্রতিবাদে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে এবং সংসদে জরুরি অধিবেশনের মাধ্যমে কোটা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয় এবং হামলার স্থানে একযোগে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

    আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আংশিক রায়ে আদালত বলেছে সরকার কোটার পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে। তাহলে সরকার কেন এতদিন ধরে আমাদের হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে? আমাদের এক দফা দাবি যৌক্তিক হলে আজকে আমাদের আন্দোলনে হামলা হলো কেন? সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারীদের ওপর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টিয়ারশেল নিক্ষেপ, মওলানা ভাসানিতে লাঠিচার্জ এবং রাবিতে আন্দোকারীদের ভয়ভীতি দেখানো হয়েছে। যারা এই হামলায় জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। সমাধানের বিকল্প হামলা, মামলা ভয়, পাওয়ার পলিটিক্স হতে পারে না। আমাদের মামলা-হামলা করে থামাতে পারবেন না।

    আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আমরা দীর্ঘদিন ধরেই রাজপথে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছি। এই দাবিটি সম্পূর্ণ যুক্তিযুক্ত। আজকে আন্দোলন থামাতে আমাদের ওপর হামলা করা হয়েছে। এর ফলে আমাদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে।

    এর আগে বেলা বিকেল ৫টায় শাহবাগসহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে রাজধানীর প্রায় সব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ৯টায় কর্মসূচি ঘোষণা করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে আজকের কর্মসূচির সমাপ্তি ঘটে।

    এর আগে ৭ জুলাই ঘোষিত শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- সকল গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

  • নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিইউজের

    নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিইউজের

    জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

    সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্তের দাবি জানান তারা।

    শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপক্ষো করে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা।

    সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুবেল খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, সিইউজের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, প্রতিনিধি ইউনিট প্রধান (ভারপ্রাপ্ত) সোহেল সরওয়ার, দৈনিক পূর্বকোণ ইউনিট প্রধান মিহরাজ রায়হান, সিইউজের সদস্য হামিদ উল্লাহ এবং সুবল বড়ুয়া।

    সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তপূর্বক গ্রেফতারের দাবি জানিয়ে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, জামালপুরের পুলিশ সুপার একটি টকশোতে বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ চাইলে হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে জড়িত সকলকে গ্রেফতার করতে পারতো। সাংবাদিক নাদিম এর আগে লাইভে এসে তার জীবনের নিরাপত্তা চেয়েছিল পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিন্তু প্রশাসন নীরব ছিল।

    সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, আমাদের সহকর্মী বাংলানিউজটোয়েন্টি২৪.কমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গত বুধবার রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিকদের উপর যখন এ ধরনের নির্মম আচরণ হয় তখন সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার কথাটা সবার সামনে চলে আসে। সাংবাদিকদের স্বার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার।

    সিইউজের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সিইউজের সাবেক অর্থ সম্পাদক উজ্জল ধর, টিভি ইউনিটের ডেপুটি প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, সিইউজের সদস্য মোহাম্মদ ফারুক, তুষার দেব, রাহুল দাশ নয়ন, আহসানুল কবির রিটন, হেলাল সিকদার, আজিজুল কদির, নুর উদ্দীন আহমেদ, গোলাম সরওয়ার, প্রীতম দাশ, প্রনবেশ চক্রবর্তী, ওমর ফারুক, হুমায়ুন মাসুদ, যিশু রায় চৌধুরী, সনজীব দে বাবু, আরিফুর রহমান সবুজ, বিশ্বজিৎ পাল, অনুজ দেব, চম্পক চক্রবর্তী, চৌধুরী আহসান খুররম, ইকবাল হোসেন, আহমেদ মুসা, শীতল মল্লিক, নয়ন চক্রবর্তী, কাজী মনজুরুল ইসলাম, এফ.এম মিজানুর রহমান, ফারুক আব্দুল্লাহ, বাবুন পাল, সাইমুন আল মুরাদ, ইফতেখার মারুফ, সেলিম উল্লাহ, গোলাম ছরওয়ার, জমির উদ্দীন, ইমরান এমি, মিনহাজুল ইসলাম, আকমাল হোসেন, মোরশেদ হোসেন চৌধুরী প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি।

    গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

    সোমবার বিকেল ৪ টায় পৌরসভার উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমজাদ, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক বাপ্পি, বাড়বকুন্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নিশাত, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন, সম্পাদক নাঈম উদ্দীন, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ রহমানসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আ’লীগ: চট্টগ্রাম মহানগর যুবদল

    তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আ’লীগ: চট্টগ্রাম মহানগর যুবদল

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নড়াইল জেলা আদালতে মিথ্যা মামলায় সরকার কর্তৃক ফরমায়েশী সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক
    ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড, থানা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন মাফিয়া সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই হুট করে দেশনায়ক তারেক রহমানের নামে নড়াইল জেলা আদালতে মিথ্যা মামলায় দুই বছরের সাজা দিয়েছে। আল জাজিরা কর্তৃক সরকারের আসল চরিত্র বিশ্ব দরবারে তুলে ধরেছে যার ফলে মাফিয়াদের ঘুম হারাম হয়ে গেছে। জাতীয়তাবাদী শক্তির জনপ্রিয় নেতা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পুরোধা দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামীলীগ। সোনার বাংলা আজ মাফিয়াদের হাতে জিম্মি। মুক্তির একমাত্র উপায় নিরপেক্ষ জনগণের সরকারের অধীন অবাধ সুষ্ঠু নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শাসকদল জামানত হারাবে।

    বক্তারা এই সময় সদ্য সমাপ্ত চসিক নির্বচনের ভোটের পরের দিনও বিএনপিসহ যুবদলের নেতাকর্মীদের নামে চান্দগাঁও থানায় মিথ্যা ও বানাােয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দিনের আলোতে ভোট চুরির মহোৎসব করে নির্বাচিত হয়েও ক্ষান্ত হননি শাসকদল। বিরোধী দল মত দমনে পুলিশ আর মিথ্যা মামলাই ভরসা আওয়ামীলীগের।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মিয়া মো: হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি, সি: যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ওমর ফারুক, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গিও আলম বাচা, ওসমান গণি সিকদার, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শারিয়ার আজম, মো. ইকবাল, মো. নওশাদ, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক আতিকুর রহমান, মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, কোরবান আলী, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গির আলম বাবু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গিও আলম মানিক, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ইলিয়াছ হাসান মঞ্জু, আশ্রাফ উদ্দিন, মো.ইদ্রিছ, হোসেন জামান, সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল টিপু, আবু বক্কর সিদ্দিকী বাবু, শেখ কামাল আলম, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য লতিফুল বারী সুমন, আবদুস সাত্তার, আজিজ চৌধুরী, থানা যুবদলের মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, মোরশেদ কামাল, ইউনুস মুন্না, শাহআলম, কাইয়ুম হোসেন রিপন, মো. মামুন, আবু বক্কর বাবু, মোহাম্মদ হাসান, জাবেদ হোসেন, মো. ইউনুস, জহিরুল ইসলাম, মেহেদী হাসান, মো. মুসা, জয়নাল আবেদীন, জাবেদ হোসেন প্রমূখ।

    বিক্ষোভ সমাবেশ শেষে চসিক নির্বাচনের পূর্বে গ্রেফতারকৃত সদ্য কারামুক্ত চট্টগ্রাম মহানগর যুবদল থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদেও ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    কারামুক্ত নেতৃবৃন্দ যথাক্রমে মোশাররফ হোসাইন, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুর হাসান বাবু, এস এম বকতেয়ার উদ্দিন, মো. ইকবাল, মো. নওশাদ, মো. ইদ্রিছ, কাইয়ুম হোসেন রিপন, মো. মাসুম, আবদুল হামিদ ডেবিট, শফিউল্লাহ মামুন, মিজানুর রহমান, সোবহান, শাহআলম মনির, মাঈন উদ্দিন খান রাজিব, মহিন উদ্দিন, সামশুদ্দিন ও মো. শরীফ।

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিরা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিরা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।

    আজ সোমবার(৭ ডিসেম্বর) বিকালে ছোট কুমিরাস্থ মছজিদ্দা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন (সওঃ) এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

    এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ হারুন, মোঃ আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা গাজী সেকান্দর, যুবলীগ সভপতি জিয়াউদ্দিন রাজু, ছাত্রনেতা সামী,নজরুল ইসলাম ঝিনুকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

    এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে একটি দেশ, একটি মানচিত্র, যার কারণে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি তার অবমাননা বাংলার জনগন কখনো সহ্য করবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদেরকে কোন ছাড় নেই। অভিলম্বে মামুনুলহকগণকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানায়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ডে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ডে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

    সোমবার বেলা ১১টায় সীতাকুণ্ড উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসদর প্রদক্ষিণ করে সীতাকুণ্ড বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পিসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তরা।

    ২৪ ঘণ্টা/দুলু

  • পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে সমাবেশ

    পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে সমাবেশ

    খাগড়াছড়ি প্রতিনিধি : পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি’র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে সংঘাত বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পানছড়ি ভ্রাতিঘাতি সংঘাত প্র তিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তিজীবন চাকমা।

    কমিটির সদস্য সঞ্চয় চাকমা’ও সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, চেঙ্গী ইউপি’র সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও নারী মেম্বার সুশীলা চাকমা।

    বক্তারা বলেন, পানছড়ি উপজেলার জনগণ শান্তিপ্রিয়, তবে আমরা নিজের জাতীয় অস্তিত্ব ও অধিকারের জন্য সংগ্রাম করতে সব সময় প্রস্তুত। আমরা পাহাড়িদের মধ্যে ঐক্য চাই, ভ্রাতৃঘাতি সংঘাত চাইনা। গত ২২/২৩ বছর ধরে চলা সংঘাতে আমরা জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। সে কারণে ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে ২০১৮ সালে সমঝোতা হয়েছে শুনে আমরা অত্যন্ত খুশী হয়েছি। আমরা মনে করি এই সমঝোতা দুই পার্টির উচ্চ নেতৃত্বের রাজনৈতিক দূরদর্শীতা ও প্রজ্ঞার পরিচায়ক। আমরা এই সমঝোতাকে সর্বান্তকরণে সমর্থন করি ও স্বাগত জানাই।
    ২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

  • ধর্ষণের বিরুদ্ধে চবিতে বিক্ষোভ সমাবেশ

    ধর্ষণের বিরুদ্ধে চবিতে বিক্ষোভ সমাবেশ

    চবি প্রতিনিধিঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গণধর্ষণ ও ধর্ষণের ঘটনা ঘটায় ধর্ষণের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রফিকউজ্জামান ধ্রুবর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- লোকপ্রশাসন বিভাগের বীর বাহাদুর, নাট্যকলা বিভাগের শিঞ্জিনি স্নিগ্ধা, ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুসহ আরো অনেকে। এছাড়া সমাবেশে সংহতি জানিয়ে সমাপনি বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম।

    সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের এই মহামারির কারণ হলো ক্ষমতা, ক্ষমতার এই কালো হাত ভেঙে দিতে হবে। ক্রসফায়ার নয়, আদালতের মাধ্যমে ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

    সাধারণ শিক্ষার্থীদের এ সমাবেশে সংহতি জানান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ, পিসিপি (জেএসএস) এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম।

    ২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

  • খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত আ’লীগ:বক্কর

    খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত আ’লীগ:বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মামলা হামলা বর্বরতায় ক্ষমতায় টিকে আছে আওয়ামীলীগ সরকার। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জনপ্রিয়তায় ভীত আওয়ামীলীগ।

    মিথ্যা প্রহসনের মামলার জালে কারাগারে দেশনেত্রীকে বন্দি করে রেখেছে। একদলীয় শাসন কায়েম করে বাকশালের শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি মাত্র।

    তিনি এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর উপর পুলিশী হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর উপর পুলিশী হামলার প্রতিবাদে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ইউসুফ বিন জলিল বলেন, দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। সামান্য যুবলীগ নেত্রীর পাঁচ তারকা হোটেলে প্রেসিডেন্ট স্যুট ভাড়া নিয়ে প্রশাসনের প্রত্যক্ষ মদদে অবৈধ ব্যবসা করেছে। আইন শুধু বিএনপি দমনে। পুলিশ আজ শুধু খুঁজে বিএনপি দলীয় নেতা কর্মী সমর্থকদের।

    তিনি কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার, তার প্রকৃত চিকিৎসা ও ন্যায্য জামিনের জন্য আদালতের উপর নগ্ন হস্তক্ষেপ না করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, লুটপাটে ব্যস্ত আওয়ামীলীগ সরকার। ভোট রোগে আক্রান্ত শাসক গোষ্ঠী। দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতেই সর্বদা কূটকৌশলে ব্যস্ত আওয়ামীলীগ সরকার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম তিতাস।

    বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলমান। শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা কখনোই বাস্তবায়ন করতে দেবে না।

    নির্বাচন আসলেই শাসক দলের আসল চরিত্র ফুটে উঠে দেশবাসীর কাছে। সারা বছর লুটপাটে ব্যস্ত থাকা জনগণের উপর মোটেই আস্থা নেই। জনগণ ভোট দিতে পারলেই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে চিরতরে।

    তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও রুহুল কবীর রিজভীর উপর হামলাকারীদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান ও চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন।

    চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের পরিচালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. ইলিয়াছ, আবদুল করিম, মোহাম্মদ মুছা, মনিরুল হাসান সিদ্দিকী, হাসান মুরাদ, এড. ফিরোজ, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, মো. আলী সাকি, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, মো. সেলিম, এরশাদ হোসেন, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটওয়ারী, রাজন খান, মোর্শেদ আহমেদ, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, কামাল পাশা, আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, রাসেল নিজাম, মো. ইয়াসিন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, নূরুল আমিন, মো. ইকবাল, সহ-সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যেতি, মাহবুবুর রহমান, মো. জহিরুল ইসলাম জহির, মনজুর আলম, মিজানুর রহমান বাবুল, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, আশরাফ উদ্দিন, সিরাজ সিকদার, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, জাফর সাদেক সোহেল, মাস্টার ফজলুল হক, ইয়াসিন আজাদ, মো. ইউসুফ, আবুল কালাম আবু, আবু বক্কর সিদ্দিকী আবু, সাইদুল ইসলাম, মিজানুর রহমান দুলাল জাহাঙ্গীর আলম মানিক, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য আইয়ুব আলী, শাবাব ইয়াজদানী, সোহাগ খান, আবদুস সাত্তার, রাশেদ পারভেজ, আবদুল করিম, সাখাওয়াত কবীর সুমন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, সাহেদ খান পারভেজ, ইউনুস মুন্না, আইয়ুব আলী, রাসেল আকাশ, সাইফুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবু বক্কর বাবু, এস এম আলী, বাদশা আলমগীর, এস এম শাহবাজ, মো. হাসান, মো. ইউনুস, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

  • সৈয়দপুরে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মোটর শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

    সৈয়দপুরে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মোটর শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান এমপির বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মোটর শ্রমিকরা।

    ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় সৈয়দপুর বাস টার্মিনালে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ শ্রমিক ইউনিয়ন উপ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিক, ট্রাক মালিক সমিতির সড়ক সম্পাদক নাসিম প্রমুখ।

    বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শাহজাহান খান এমপির বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দেওয়া মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয়। তা হলে সারাদেশের পরিবহণ বন্ধ করে শ্রমিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আর ওই কর্মসূচীতে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তা হলে এর দায়ভার ইলিয়াস কাঞ্চন কেই নিতে হবে।

    ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, তিনি নিরাপদ সড়কের নামে সরকার ও বিদেশি দাতাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ করছে। তার বিরুদ্ধে মামলা দিতে সরকারের প্রতি সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

  • ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে নীলফামারীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

    ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে নীলফামারীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

    ভারতের সঙ্গে জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিল ও ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের কর্মকা- নিষিদ্ধ করনের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

    শনিবার(অক্টোবর) দুপুরে জেলা শহরের কালিবাড়ী মোড়স্থ দলীয় কার্যালয় থেকে লালপতাকাসহ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।

    কমিউনিস্ট পার্টি নীলফামারী জেলা শাখার আয়োজনে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, জেলা কমিটির সদস্য ম.আ. শামিম, মাহবুব ইসলাম, প্রিন্স চাকলাদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমূখ।

    বক্তারা এ সময়ে দাবি করে বলেন, ‘জনগণের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৈশ্যকালীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ লুটপাটের মহোৎসব করছে। ক্ষমতায় পাকাপোক্ত করে বসতে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে লুটেরা সরকার।

    তিস্তাসহ অভিন্ন নদী সমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েও ফেনী নদীর পানি ভারতকে প্রদানসহ বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকী স্বরুপ হওয়ার পরেও দেশের সমুদ্র উপকূলে ভারতের ২০ রাডার বসাতে ভারতের সঙ্গে চুক্তি করেছে তারা।’

    ক্ষমতাসীন আওয়ামী লীগকে দানব উল্লেখ করে বক্তরা বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীদেও হাতে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকা-ের ভেতর দিয়ে সরকারি দলের ফ্যাসিবাদী আক্রমনের দানবী রূপ ফুটে উঠেছে।’

    সরকারকে হুমকি দিয়ে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বলেন, ‘দ্রুত জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিল, ক্যাসিনো ক্রাইম সি-িকেট ও লুটেরা চক্রের উচ্ছেদ এবং মেধাবী ছাত্র আবরার হত্যার বিচার করে ছাত্রলীগকে ছাত্র রাজনীতি থেকে নিষিদ্ধ করুন। নইলে দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুললে কোথাও পালানোর রাস্তা পাবেন না।’