২৪ ঘন্টা ডট নিউজ।ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে চট্টগ্রাম সিটির ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।
সকাল ৮ টায় জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে যৌথ উদ্যেগে আয়োজিত বিজয় দিবসের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শুরু হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য এক বিজয় র্যালী ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণের পর র্যালির সমাপ্তি ঘটে। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্ব বিকাল ৫টায় শুরু হয়। মুক্তিযুদ্ধ, জাতির জনক শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ব্যাপি উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম মহানগর যুবলীগ এর সদস্য ও ওমরগণি এম,ই,এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদ এর ভি,পি মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে এবং নগর যুবলীগের সদস্য মো. আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় উক্ত কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক মো. আবুল হাশেম শাহ, ওয়ার্ড আওয়ামী লীগ এর সদস্য মো. নাছির, নাসরিন রসুল, মো. জমির উদ্দীন, সবেক ছাত্রনেতা মো. হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগ নেতা খালেদ মোশারফ রকেট, হাজী মো. নাসির উদ্দিন, মো. শামচ্ছু দোহা শাহিন, যুবলীগ নেতা এস,এম,মাহাতাব, মোজাম্মেল হক সুমন, দুলাল হোসেন, আল-আমিন, কাজী মোঃ কায়সার, মিজানুর রহমান মিজান, ইলিয়াস, আলী আজগর, মোঃ ফয়সাল, সাইদুর রহমান বাবু, মোঃ পারভেজ, মোঃ তুহিন, ছাত্রলীগ নেতা মোঃসাঈদ আব্দুল্লাহ রকি,মোঃ আরিফ, যুবনেতা আবু হানিফ খোকা, আরিফুল ইসলাম, ছাত্রনেতা মোঃ রশীদুল ইসলাম রানা, হাসান ইমাম মান্না প্রমুখ।