Tag: বিট পুলিশিং

  • বোয়ালখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    বোয়ালখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান (বিপিএম) বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া খুন, ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদকসেবিদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।

    শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    বক্তব্যে তিনি আরো বলেন, পারিবারিক ও সামাজিক বন্ধন দিনদিন কমে যাচ্ছে বলেই মানুষের নৈতিকতা হারিয়ে যাচ্ছে। তাই আমাদের ছেলেমেয়েদের নৈতিক চরিত্রের অধিকারি হিসেবে গড়ে তুলতে হবে,তাহলেই সহিংসতা রোধ করা সম্ভব হবে। দেশে আইন আছে আদালত আছে, পুলিশকে সহযোগীতার পাশাপাশি সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এ সহিংসতা রুখে দিতে হবে।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)’ র ইমরান ভুঁইয়া ও শাকপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মোনাফ।

    ২৪ ঘণ্টা/রিহাম/পূজন

  • রাউজানের পশ্চিম গুজরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রাউজানের পশ্চিম গুজরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১০ অক্টোবর) পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ কার্যালয় সন্মুখস্থ মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনীয় সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন মামুন, উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল, বিট অফিসার ইসমাইল হোসেন, সহকারী বিট অফিসার মোহাম্মদ হাসান। যুবলীগ নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অংশুমান বড়ুয়া, আবদুল মালেক মেম্বার, সাংবাদিক শফিউল আলম, তৈয়ব চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ,শাহাদাত হোসেন।

    উপস্থিত ছিলেন সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, প্রদীপ শীল, নেজাম উদ্দিন রানা, এম এম ইউসুফ উদ্দিন, আ.লীগ নেতা আক্তার হোসেন, বদিউল আলম, লিটন দে, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, অজিত বিশ্বাস, সাইফুল ইসলাম লিটন, ইসমাইল হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ রাশেদ, সোহেল, বোরহান উদ্দিন রুবেল, সমাজকর্মী জয়নাল আবেদীন, লিয়াকত আলী চৌধুরী, সালাউদ্দিন, যুবলীগ নেতা টনি বড়ুয়া, আব্দুল মান্নান, মোঃ ইব্রাহীম, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • রাউজানের পাহাড়তলীতে বিট পুলিশিং’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাউজানের পাহাড়তলীতে বিট পুলিশিং’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানের পাহাড়তলী ইউনিয়নে বিট পুলিশিং’র উদ্যোগে এক মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১২ টায় ইউনিয়নের পাহাড়তলী চৌহমুনিস্থ ব্রাদার্স কনভেনশন হলে অনুষ্টিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।

    চুয়েট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুলাল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, সহ উপপরিদর্শক মোহাম্মদ হানিফ প্রমুখ।

    এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তপন কৃঞ্চ ঘোষ, হাজী আমির হোসেন, আবুল কাশেম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম রুবেল, সহ সভাপতি ইলিয়াস মাহমুদ, অর্থ সম্পাদক প্রবাল কর, ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী,ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম