Tag: বিতরণ

  • রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

    রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার উদ্যোগে রাউজান মোহাম্মদপুর এলাকায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে ৭নং রাউজান ইউনিয়ন পরিষদে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহাম্মদপুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,সাংবাদিক শফিউল আলম, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যু্বলীগ নেতা এনামুল হক এনাম, নুরুল আজিজ মিজান, আজম খাঁন,কামাল উদ্দিন, ইসমাইল,জিয়াউল হক টিপু, রাউজান উপজেলার সমন্বয়কারী মামুন মিয়ান, তরিকুল ইমলাম,আক্কাছ উদ্দিন মানিক, কাজী আসলাম,সাজ্জাদ হোসেন প্রমুখ।

    পরে মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার প্রসারে অবদান রাখায় মাওলানা একে এম বেলালা হোসাইন মাইজভাণ্ডারীকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/

  • হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

    হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের নাথ পাড়ায় করোনা পজেটিভ আসা অন্তৃু নাথের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

    এ সময় একই সাথে লকডাউন হওয়া আরও ৬ পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ শনিবার (৩০মে) দুপুরে মেখল এলাকার নাথ পাড়ায় ৭ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

    বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু দাশ বলেন, ‘করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানো কর্তব্য। আমরা সংগঠনের পক্ষ থেকে কর্মহীন পড়া মানুষের পাশে দাঁড়াইয়েছি।

    সবাই মিলে ছোট ছোট ভালো কাজ করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে। অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস আমাদের অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ, আইন বিষয়ক সম্পাদক এড. কৃষ্ণ প্রসাদ নাথ, যুগ্ন-সম্পাদক চন্দন নাথ ও নির্বাহী সদস্য শুভ দাশ প্রমূখ।

    ২৪ ঘণ্টা/পারভেজ/আর এস পি

  • রাউজানে আরও ৬৮ পরিবার পেল শ্যামল পালিতের উপহার

    রাউজানে আরও ৬৮ পরিবার পেল শ্যামল পালিতের উপহার

    ২৪ ঘণ্টা ডট সংগঠন সংবাদ : চট্টগ্রামের রাউজানে আরও ৬৮ টি গরীব, দুস্থ ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত।

    রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের গুজরা গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের গৃহবন্দি ও কর্মহীন ৬৮ পরিবারের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন।

    আজ রবিবার সকাল ১০টায় রাউজান শ্রী শ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ মন্দিরের ফজলে করিম সরোবর সংলগ্ন মাঠে এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আদ্যাপীঠ মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী, বিশ্বজিত চৌধুরী, লিটন বিশ্বাস ও সাধন দাশ প্রমূখ।রাউজানে শ্যামল পালিতের উপহার

    খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, ১টি সাবান, চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী।

    উল্লেখ্য, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল পালিত ব্যক্তিগত উদ্দ্যোগে উপজেলার চিকদাইর, সুলতানপুর, রাউজান ইউনিয়ন ও পূর্ব গুজরা ইউনিয়নের এপর্যন্ত ৪শতাািধক পরিবারের মাঝে এক মাসের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এছাড়াও পরবর্তীতে নোয়াপাড়া ও বিনাজুরী ইউনিয়নসহ আরো বেশ কিছু ইউনিয়নে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার পালিত।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • রাউজানে ব্যাক্তিগত উদ্দ্যেগে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আ:লীগ নেতা শ্যামল পালিত

    রাউজানে ব্যাক্তিগত উদ্দ্যেগে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আ:লীগ নেতা শ্যামল পালিত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানে উপজেলার পূর্ব চিকদাইর গ্রামের ৫১ টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আজ ৮ মে শুক্রবার সকালে পূর্ব চিকদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত।

    সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দ্যোগে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিলো ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, সাবান ও ২০০ গ্রাম চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

    এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ইউপি সদস্য প্রদীপ দাশ, শিক্ষক নরেন্দ্র লাল সরকার, দিপংকর চৌধুরী, বিধু রানী ধরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    সীতাকুণ্ডে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চলতি মৌসুমে ১৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রনোদনার আওতায় আজ (২৩এপ্রিল) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

    উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেলের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্রনাথ এর পরিচালনায় প্রনোদনা বিতরণকালে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম প্রমুখ।

    প্রনোদনা বিতরণকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, সরকার বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণসহ নানারকম পদক্ষেপ গ্রহন করে চলেছেন। ফলে কৃষক পরিবারের ছেলে মেয়েরা পড়া লেখা করে উচ্চ শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে শিক্ষক হিসেবে চাকুরী করতে সক্ষম হচ্ছেন। এসব উন্নয়নে সর্ব ক্ষেত্রেই সরকারের বিরাট ভুমিকা রয়েছে।

    তিনি আরো বলেন,আগে সারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো। এখন আর সেই দিন নেই। সার ঘুরছে এখন কৃষকের পিছে।

    এদিকে প্রনোদনা গ্রহন করা পৌরসভাস্থ সিবপুর ৯নং ওয়ার্ডের কৃষক নুরুল আলম মানিক, বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এর কৃষক মোঃ জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার কৃষক মোঃ ইব্রাহীম বলেন, প্রতিবছরের মত চলতি বছরও আউশ মৌসুমে কৃষকদের মাঝে সরকার কৃষি উপকরণ বিতরণ করেছেন।

    এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলো অনেক উপকৃত হয়েছেন। তাছাড়া ধান উৎপাদনে সরকার বিভিন্ন সহায়তা প্রদান করছেন। সে জন্য আমরা অনেক খুশি।

    অপরদিকে কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, চলতি আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৫শ’কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় এক বিঘা জমি চাষ করার জন্য বিনামূল্যে মৌসুমে উপশী আউশ ধানের বীজ ৫ কেজি,ডিএপি সার ২০ কেজি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে শুধু পৌরসভা এলাকায় কৃষকদের উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রনোদনা প্রদান করা হয়।

    ১নং সৈয়দপুর ইউনিয়ন থেকে ১০নং সলিমপুর ইউনিয়ন পর্যন্ত ইউপি চেয়ারম্যানদের নেতৃতে এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে এ প্রনোদনা বিতরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/ কামরুল ইসলাম দুলু/ আর এস পি

  • সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দি দেড় হাজার শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দি দেড় হাজার শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। লোহাগাড়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরে আটকে থাকা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দেড় হাজার শ্রমজীবি, খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ১ এপ্রিল বুধবার দুপুর ১২টায় সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রাম থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী হতদরিদ্র ও শ্রমজীবি মানুষদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: নেজাম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফারুক আহমদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মো: সেলিম উদ্দিন ও যুবলীগ নেতা জাবেদুর রশীদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    এদিকে, লোহাগাড়া উপজেলায় আমিনুল ইসলামের পক্ষে ঘরে আটকে থাকা হতদরিদ্র ও শ্রমজীবিদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ২৪ঘণ্টা/

  • মাইজভাণ্ডারী ওরশের হাদিয়া, নজরানার টাকা কর্মহীন মানুষের মাঝে বিতরণ

    মাইজভাণ্ডারী ওরশের হাদিয়া, নজরানার টাকা কর্মহীন মানুষের মাঝে বিতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা ২- এর আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতাধিক ছিন্নমূল-কর্মহীন শ্রমজীবী মানুষকে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ৩০মার্চ সোমবার দুপুরে চিকদাইর ৫নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২-এর সাবেক সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক, প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্জাহান, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য মোদ্দাচ্ছের হায়দর, ইলিয়াছ মেম্বার।

    এছাড়া সংগঠনের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম, নুরুল ইসলাম,মহিউদ্দিন, আমিন, মান্নান, জয়নাল আবেদীন, বাবপু, মানিক, সাঈদ, আরিফ, রাসেল, সাহিন ,হেলাল প্রমুখ।

    সংগঠনের কর্মকর্তারা জানান, হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) নির্দেশক্রমে মহান ২২ চৈত্র বাবা ভাণ্ডারী ওরশ শরীফের হাদিয়া, নজরানার টাকা ইতিমধ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/নুর মোহাম্মদ রানা

  • ‘করোনা’ ঠেকাতে মুজিব বর্ষে কুবির ফার্মেসি বিভাগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

    ‘করোনা’ ঠেকাতে মুজিব বর্ষে কুবির ফার্মেসি বিভাগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ মুজিব বর্ষের প্রথমদিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ।

    মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে মাত্র ২৫ টাকা শুভেচ্ছা মূল্যে প্রতিটি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

    মঙ্গলবার সকাল ১১.০০ টায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী স্যানিটাইজার বিতরণপর্ব উদ্বোধন করেন । এসময় তিনি বলেন, ফার্মেসি বিভাগের জনকল্যাণকর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতে প্রশাসনের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। এটা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সৌভাগ্যের বিষয়।

    ফার্মেসি বিভাগের ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও ল্যাব সহকারীর সহযোগিতায় গভীর রাত পর্যন্ত প্রায় ১০০০ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া বিধি মেনে প্রতিটি হ্যান্ড স্যানিটাইজার বোতলে ৫০ মি. লি. স্যানিটাইজার মিশ্রণ সরবরাহ করে এর নামমাত্র শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২৫ টাকা, যা বাজারের যেকোনো কোম্পানির স্যানিটাইজার পণ্যের তুলনায় অনেক কম। এসব প্রস্তুতে নেতৃত্ব দিয়েছেন বিভাগটির শিক্ষকবৃন্দ। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে।

    এর আগে ১৫ মার্চ রাতেও বিভাগটি নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০টি হ্যান্ড সেনিটাইজার প্রস্তুত করেছিল। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ড সেনিটাইজারগুলো সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে তারা।

    প্রস্তুতকৃত এই স্যানিটাইজার ব্যাবহারে করোনাভাইরাসসহ যেকোনো ধরনের ভাইরাস থেকে বেঁচে থাকা সম্ভব বলে জানিয়ে ফার্মেসি বিভাগের প্রধান সৈয়দ কৌশিক আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড স্যানিটাইজারের দাম বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। ফার্মেসি হেলথ রিলেটেড সাবজেক্ট হওয়ায় দায়বদ্ধতার জায়গা থেকে জনস্বার্থে আমরা স্বল্পমূল্যের স্যানিটাইজার প্রস্তুত করেছি। প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে স্যানিটাইজার তৈরি সম্ভব হবে।

  • কথা রেখেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, ত্রিপুরা পল্লীর দুর্গম গ্রাম হচ্ছে শহর!

    কথা রেখেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, ত্রিপুরা পল্লীর দুর্গম গ্রাম হচ্ছে শহর!

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারী উপজেলার দুর্গম এলাকা মনাই ত্রিপুরা পল্লীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সার্বিক জীবন মান উন্নয়নের জন্য অঙ্গীকার করেছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

    চলতি বছরের আগস্ট মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সহযোগীতায় প্রথমবারের মতো দুর্গম এ পাহাড়ি এলাকায় গিয়েছিলেন তিনি। তখন এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রদান করেছিলেন। কথা দিয়েছিলেন পাহাড়ি দুর্গম এলাকার সকল সমস্যা নিরসনে তিনি সার্বিক সহযোগীতা করে যাবেন।

    তিনি কথা রেখেছেন। আজ মঙ্গলবার মনাই ত্রিপুরা পাড়ায় বিদ্যালয়ের প্রায় ১৩০ জন শিশুদের হাতে তিনি তুলে দিয়েছেন স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, খাতা, কলম, পানির বোতল, রেইনকোট, হ্যান্ডওয়াশ এবং বিভিন্ন ক্রীড়া উপকরণ (ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন)।

    দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া মনাই ত্রিপুরা পাড়ায় এসব ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

    এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘আমার গ্রাম-আমার শহর’ উদ্যোগ বাস্তবায়নে দৃঢ প্রতিজ্ঞ জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। এ লক্ষ্যে ত্রিপুরা পল্লীর দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মান উন্নয়নে এ এলাকায় দ্রুতই প্রশস্ত সড়ক নির্মাণ, গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ নানান উদ্দ্যেগ গ্রহণ করেছেন তিনি।

    ত্রিপুরা পাড়ার জনসাধারণ প্রত্যন্ত এলাকায় থেকেও যাতে শহরের সকল সুবিধা ভোগ করতে পারে এজন্য মঙ্গলবার দুপুরে দ্বিতীয় বারের মতো দুর্গম এলাকায় উপস্থিত হয়ে এলাকায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক।

    আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইসতেহারে বলেছিলেন গ্রাম হবে শহর। তাই প্রত্যেক গ্রামকে শহরের আদলে সাজাতে সরকার আন্তরিক ভাবে কাজ করছেন। সরকারের উন্নত দেশ গড়ার ভিশন বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

    সরকারের এ চ্যালেন্সকে সামনে রেখে ফরহাবাদ ইউনিয়নের উদালিয়ার অবহেলিত ত্রিপুরা পল্লীর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করে যাচ্ছে। যে ত্রিপুরা পল্লীতে কোন স্বাস্থ্য, শিক্ষা,স্যানিটেশন,যোগাযোগ, বিনোদন, বিদ্যুৎ,ধর্মীয় উপাসনালয় ছিল না। বর্তমানে এ পল্লীবাসী এসব বিষয়ে অগ্রগতি হয়েছে। এসব সমস্যার বেশীর ভাগই সমাধান হয়েছে। বাকী সমস্যা গুলো সমাধানের জন্য প্রশাসন কাজ করছে।

    শুস্ক মৌসুমে ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এইচবিবি সড়ক নির্মাণ কাজ শুরু হবে। অবহেলিত এ পল্লীর অধিবাসীদের দূর্যোগ সহনীয় বাসস্থান নির্মাণের উদ্যেগ গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উন্নয়ন কাজ পরিচালনা করে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির এ পল্লীকে মডেল হিসাব গড়ে তুলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে গ্রামকে শহরের পরিণত করার অঙ্গিকার বাস্তবায়ন করা হবে।

    ত্রিপুরা পল্লী চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১নং ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মো, ইদ্রিস মিয়া তালুকদার।

    উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম এমরান ও ত্রিপুরা পল্লীর অধিবাসীদের পক্ষে সচিন ত্রিপুরা। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, ক্রীড়া সামগ্রীসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন।

    সভাপতির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, শুধু স্বপ্ন দেখলে হবে না। স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আন্তরিক ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসকের স্টাফ অফিসার তানভীর ফরহাদ শামীম, ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবরসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ‘রেনিটিডিন’ ওষুধ বিক্রি স্থগিত

    ‘রেনিটিডিন’ ওষুধ বিক্রি স্থগিত

    দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত ঘোষণা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।

    আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

    ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট-এর নমুনা অত্র অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়।

    পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে NDMA impurity গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত করা হলো।