Tag: বিদায় সংবর্ধনা

  • রাউজানে এসিল্যান্ড আবদুল্লাহ আল মাহমুদকে বিদায় সংবর্ধনা

    রাউজানে এসিল্যান্ড আবদুল্লাহ আল মাহমুদকে বিদায় সংবর্ধনা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বদলিজনিত বিদায় উপলক্ষে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান অফিসার্স ক্লাব ও রাউজান উপজেলা রাজস্ব প্রশাসনের যৌথ আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। একই সাথে সদ্য বিদায়ী নোয়াপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু বক্কর এবং গহিরা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সোলায়মানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান অফিসার্স ক্লাবের সভাপতি ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া।

    অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, উপজেলা কৃষি কর্মকর্র্তা শাব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহানসহ রাউজান উপজেলা বিভিন্ন বিভাগের অফিসারবৃন্দ।

    সংবর্ধিত অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া, নোয়াপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু বক্কর এবং গহিরা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সোলায়মানকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগসহ অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার বিদায় সংবর্ধনা

    ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার বিদায় সংবর্ধনা

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা ও পৌরসভাস্থ রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা আকতারের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান (১২ ফেব্রুয়ারী) বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন।

    এতে মুহাম্মদ ইউসুফ চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, মোহম্মদ সেলিম উদ্দীন, জামাল উদ্দীন, মুহাম্মদ আবু জাফর, সাংবাদিক এম.জুনায়েদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।

    এতে ছাত্র-ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, সানজিয়া তাবাস্সুম, ফারহানা জান্নাত ও প্রমি সুলতানা লিজা।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বিদায়ী শিক্ষিকা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়েরর যাবতীয় কাজ অত্যান্ত দায়িত্বশীলতার সাথে পালন করেছেন। ম্যাডামের অবদান স্কুল কতৃপক্ষ সব সময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি রুনা ম্যাডামের সুখী ও সুস্থ জীবন কামনা করছি।

    বিদায়ী শিক্ষিকা রুনা আকতার বলেন, শিক্ষকতা মহান ও পবিত্র পেশা। এ বিদ্যালয়ের প্রতিটি অবকাঠামো আমার অঙ্গ। প্রতিজন ছাত্র-ছাত্রী আমার সন্তান। যেখানে থাকি সবসময় তাদের প্রতি ভালোবাসা থাকবে।

  • চট্টগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার মিনাকে সংবর্ধনা ও নবাগত সুপার রশিদুলকে বরণ

    চট্টগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার মিনাকে সংবর্ধনা ও নবাগত সুপার রশিদুলকে বরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নবাগত পুলিশ সুপার এস.এম রশিদুল হককে বরণ করে নিলেন চট্টগ্রাম জেলা পুলিশ। একই অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

    গতকাল ২০ জানুয়ারি সোমবার রাতে নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম জেলা পুলিশ। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। চট্টগ্রাম জেলা পুলিশ

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দর আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর শিরীণ আখতার খানম, চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ।

    অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান ভূঞা। নিজেদের স্ব স্ব কর্মদক্ষতা ও অনুভুতি প্রকাশ করেন বিদায়ী এসপি নুরে আলম মিনা ও নবাগত এসপি এস.এম রশিদুল হক।

    এছাড়াও জিপিইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরাজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী ও বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবদুল মান্নান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।চট্টগ্রাম জেলা পুলিশ বিদায় ও বরণ অনুষ্ঠান

    অনুষ্ঠান শেষে চট্টগ্রাম পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে নুরে আলম মিনাকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপার এসপি এস.এম রশিদুল হককে বরণ করে নেন। এবং অতিথিবৃন্দদের পক্ষ থেকে ক্রেস্ট, রেপ্লিকা ও ফুল দিয়ে দুজনকে সংবর্ধনা জানানো হয়।

    পরে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী হৈমন্তী রক্ষিত মান ও নাবিলার কণ্ঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন। এসময় রেঞ্জ, মেট্টোপলিটন ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি, পুলিশ পরিদর্শক ও ট্রাফিক পরিদর্শকগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ ইমরানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ ইমরানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান বলেছেন, আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হযেছে, শীঘ্রই ভিসা সমস্যার সমাধান হবে। দীর্ঘ আট বছর ধরে বন্ধ থাকা দেশীয় শ্রমিকদের ভিসা ও ভিসা পরিবর্তন চালু হবে। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আগামী মার্চ মাস নাগাদ বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ সফর করবেন।

    তিনি গত শনিবার আমিরাতের সর্ববৃহৎ সংগঠন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিদায় সম্বর্ধনায় সম্বর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জায়েদ ভার্সিটির অধ্যাপক ডঃ হাবীবুল হক খন্দকার, দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিজানুর রহমান।

    এসময় সংগঠনের সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমুর সূচনা বক্তব্যের পর মোহাম্মদ জামশেদ আলম, মউন উদ্দিন, গোলাম কাদের ইফতি, জাহাঙ্গীর কবির বাপ্পী, আলাউদীন, মোহাম্মদ জমির হোসেন, মোহাম্মদ আইয়ুব খান, জাকির হোসেন জসিম, আজিমউদ্দিন সিকদার,আবদুল কাদের সিদ্দিকী, জনাতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম, ইনজিনিয়ার আশীষ কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রদূত আরো বলেন, তিনি দূতাবাসের সেবার মান উন্নয়নের পাশাপাশি এমআরপি বিতরন আর আমিরাত ঘোষিত সাধারন ক্ষমায় অবৈধ দেশীয় অভিবাসীদের বৈধ করণের মত চ্যালেন্জিং কাজ সবার সহযোগিতা নিয়ে সুচারুভাবে সম্পন্ন করেছেন।

    অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল বিদায়ী রাস্ট্রদূতের বিভিন্ন কাজকর্মের কথা উল্লেখ করে বলেন, বিদায়ী রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান সকলের একজন সত্যিকারের প্রবাসবান্ধব কাছের মানুষ ছিলেন।