Tag: বিদেশি মদ

  • সীতাকুণ্ডে ৪লক্ষ টাকার বিদেশি মদসহ মাইক্রোবাস জব্দ

    সীতাকুণ্ডে ৪লক্ষ টাকার বিদেশি মদসহ মাইক্রোবাস জব্দ

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

    শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া এলাকা থেকে পুলিশ মাইক্রোবাসসহ বিদেশি মদ উদ্ধার করে।

    পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পরস্পর যোগসাজসে ফেনীর সীমান্তবর্তী এলাকা হইতে একটি মাইক্রোবাস (চট্ট মেট্টো- চ -১১-৭৬১৫) যোগে অবৈধ বিদেশী মদসহ চট্টগ্রাম শহরের দিকে আসছে। এসময় মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ খুরশীক আলমের নেতৃত্বে পুলিশ কদমরসুল এলাকায় মাইক্রোবাসটি থামানোর জন্য সংকেত দিলে গাড়ীটি দ্রুত গতিতে চলে যেতে থাকলে পুলিশ পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে চালক মাদামবিবির হাট সংলগ্ন নেভী রোডে ঢুকে পড়ে। চালক গাড়ি রেখে পালিয়ে যায। এসময় মাইক্রোবাসটিতে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৯৩টি বিদেশী মদ উদ্ধার করা হয়। জব্দকৃত বিদেশী মদের আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা বলে জানান পুলিশ।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের সূত্র ধরে ফেনী থেকে চট্টগ্রামে আসা একটি মাইক্রোবাস আটক করা হয়। এতে ৯৩টি বিদেশি মদ পাওয়া যায়, চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সীতাকুণ্ডে কার ভর্তি বিদেশি মদ রেখে পালাল পাচারকারী

    সীতাকুণ্ডে কার ভর্তি বিদেশি মদ রেখে পালাল পাচারকারী

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দুইশ বোতল বিদেশি মদসহ একটি কার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ।

    বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দিরস্থ জিপিএইচ ইস্পাত কারখানা সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

    জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বার আউলিয়া হাইওয়ে থানার একটি টিম রাত্রিকালীন ডিউটি করার সময় ভোরে একটি প্রাইভেটকার (রেজি: নম্বর ঢাকা মেট্রো গ ১১-৩৭৫৫) দেখে সন্দেহজনক মনে হলে থামতে সংকেত দেয়। কিন্তু কার চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ ধাওয়া করলে এক পর্যায়ে কুমিরা জিপিএইচ ইস্পাত কারখানার সামনে কার থামিয়ে পালিয়ে যায় চালক। এসময় পুলিশ সদস্যরা কার খুলে তল্লাশী করলে পেছনে লুকানো ২০০ বোতল বিদেশী মদ দেখতে পান। তবে কাউকে আটক করা যায়নি।

    বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের সূত্রে আমাদের টিম কারটিকে সংকেত দিলে পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে কার রেখে চালক পালিয়ে যায়। তাই মাদক পাচারের সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। জব্দকৃত মদ ও গাড়ি থানায় নিয়ে আসা হয়।

  • আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় ডলারে ক্যাসিনো খেলা হত

    আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় ডলারে ক্যাসিনো খেলা হত

    দেশের আন্ডারওয়ার্ল্ডের ডন খ্যাত আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসা ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    আজ রবিবার বিকালেেআজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশান-২ নম্বরের ৫৭ নম্বার রোডের ১১/এ বাসায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান বলেন,আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বিল্ডিংয়ের ছাদে যে ক্যাসিনোটি পাওয়া যায়, এতে ডলারের মাধ্যমে খেলা হত। গুলশানের ওই বাসাটি আজিজ মোহাম্মদের নামে।

    তিনি বলেন, ‘সম্প্রতি রাজধানীতে যতগুলো ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়, সেসব জায়গায় দেখা গেছে খেলা হতো টাকা দিয়ে। আর এখানে এক সেন্ট থেকে শুরু করে ১০০ ডলার পর্যন্ত কয়েন দিয়ে খেলা হত। এতেই বুঝা যায় এখানে খুব হাইপ্রোফাইল মানুষজন খেলতে আসতেন।’

    এছাড়া ক্যাসিনোটি সকল প্রকার আধুনিক সুবিধা রয়েছে উল্লেখ এ কর্মকর্তা বলেন, এখানে মদ থেকে শুরু করে সিসা, গাঁজা সব ধরনের সুযোগ-সুবিধা ছিল।

    মোহাম্মদ ফজলুর রহমান জানান, ওই বাসায় বিপুল পরিমাণে বিদেশি মদ ও সিসার সামগ্রী জব্দ করা হয়েছে। এখন সেগুলো গণনা করা হচ্ছে। দুজনকে আটক করেছেন তারা।

    আজিজ মোহাম্মদ ভাই সার্ক চেম্বার অব কমার্সের আজীবন সদস্য। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিটিউক্যাল, এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক।

    একসময় দেশের চলচ্চিত্রজগৎ নিয়ন্ত্রণ করতেন আজিজ মোহাম্মদ ভাই। ১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা ও ১৯৯৯ সালে ঢাকা ক্লাবে আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত রয়েছে বলে অভিযোগ প্রচলিত আছে। এ ছাড়া ২০০৭ সালে তাকে ইয়াবা ট্যাবলেট তৈরির জন্য অভিযুক্ত করা হয়।

    গত ১৮ সেপ্টেম্বর দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিমাণ বিদেশি মদ, নগদ টাকা, ক্যাসিনোর বোর্ড জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন সরকারদলীয় নেতাকে।

    ক্যাসিনোবিরোধী অভিযানে র‌্যাব-পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও বিভিন্ন মদের বারে অভিযান চালায়।

  • আনোয়ারায় প্রাইভেট কারে বিদেশি মদ, গ্রেফতার ৫

    আনোয়ারায় প্রাইভেট কারে বিদেশি মদ, গ্রেফতার ৫

    চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের ৭৫ বোতল বিদেশি মদ। এসময় মদ বহনে প্রাইভেট কারটি জব্দ করার পাশাপাশি অবৈধভাবে বিদেশি মদ পাচারের অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকার হাজী দলিলুর রহমানের ছেলে মো. জামাল হোসেন (৩২), নুরুজ্জামানের ছেলে নুর কবির (২৭), মৃত আবদুর রহিমের ছেলে নুর নবী (২৫), বাঁশখালী পশ্চিম চাম্বলের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ আশিক (২৪) ও বোয়ালখালী পশ্চিম গুমদন্ডী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মো. জিল্লুর রহমান (৩২)।

    আজ ২৭ অক্টোবর রবিবার ভোর সোয়া ৫টার সময় উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনে থেকে এসব মদভর্তি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ ১১-৪৪৯৪) জব্দ করে পুলিশ।

    গাড়ি থেকে ইতালির তৈরি ২০ বোতল ভূট্টকা ও ইউকে তৈরি ৫৫ বোতল রাইট লেভেল উদ্ধার করা হয়। এছাড়াও নগদ ৫৫ হাজার ৫শত টাকা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

    বিদেশি মদসহ ৫ যুবককে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জামাল হোসেনের নামে এর আগেও অভিযোগ ছিলো। পর্যটন সৈকত পারকি বিচে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে এসব বিদেশি মদের মজুদ করে বিক্রি করে আসছেন জামাল হোসেন। তিনি পারকি বিচ দোকান ব্যবসায়ি সমিতির সভাপতি হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস করেনি।

    এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের পাশাপাশি মাদক সেবন ও পাচার কাজে জড়িত থাকার অভিযোগ ছিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে এ অপরাধী চক্রটিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

    অবশেষে বিদেশি মদসহ তাদেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি দুলাল।