সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া এলাকা থেকে পুলিশ মাইক্রোবাসসহ বিদেশি মদ উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পরস্পর যোগসাজসে ফেনীর সীমান্তবর্তী এলাকা হইতে একটি মাইক্রোবাস (চট্ট মেট্টো- চ -১১-৭৬১৫) যোগে অবৈধ বিদেশী মদসহ চট্টগ্রাম শহরের দিকে আসছে। এসময় মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ খুরশীক আলমের নেতৃত্বে পুলিশ কদমরসুল এলাকায় মাইক্রোবাসটি থামানোর জন্য সংকেত দিলে গাড়ীটি দ্রুত গতিতে চলে যেতে থাকলে পুলিশ পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে চালক মাদামবিবির হাট সংলগ্ন নেভী রোডে ঢুকে পড়ে। চালক গাড়ি রেখে পালিয়ে যায। এসময় মাইক্রোবাসটিতে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৯৩টি বিদেশী মদ উদ্ধার করা হয়। জব্দকৃত বিদেশী মদের আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা বলে জানান পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের সূত্র ধরে ফেনী থেকে চট্টগ্রামে আসা একটি মাইক্রোবাস আটক করা হয়। এতে ৯৩টি বিদেশি মদ পাওয়া যায়, চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।