চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে। ফটিকছড়ির চারালিয়ার হাট এলাকার মোহাম্মদ আমান ঊল্লা শুক্রবার সকালে ফ্লাই দুবাইর একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম পৌঁছান।
এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর বিমানবন্দর টিম তার লাগেজ তল্লাশি করে ১১০ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করে। প্রায় সাড়ে তিন লাখ টাকা দামের সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৪ঘণ্টা/এসএ