Tag: বিদেশী সিগারেট

  • শাহ আমানতে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে সিগারেট উদ্ধার

    শাহ আমানতে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে সিগারেট উদ্ধার

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে। ফটিকছড়ির চারালিয়ার হাট এলাকার মোহাম্মদ আমান ঊল্লা শুক্রবার সকালে ফ্লাই দুবাইর একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম পৌঁছান।

    এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর বিমানবন্দর টিম তার লাগেজ তল্লাশি করে ১১০ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করে। প্রায় সাড়ে তিন লাখ টাকা দামের সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ২৪ঘণ্টা/এসএ

  • শাহ আমানত বিমানবন্দরে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার

    শাহ আমানত বিমানবন্দরে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

    আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় জি৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন। এসময় তল্লাশীকালে কাছে একজনের কাছে একটি স্বর্ণের বার অপরজনের কাছে সিগারেটের কার্টূন পাওয়া যায়।

    চট্টগ্রাম কাস্টম হাউজের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট শাখার সহকারী কমিশনার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেটসহ একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। একজনের লাগেজের মধ্যে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। অপর যাত্রীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়।

    তিনি আরও জানান, উদ্ধার হওয়া সিগারেট ও স্বর্ণের বারের মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    তবে কাষ্টমস কর্মকর্তা তাৎক্ষনিক দুজনের নাম পরিচয় জানাতে পারেন নি।