Tag: বিদেশ ফেরত

  • ফটিকছড়িতে বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

    ফটিকছড়িতে বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসদরে সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে বাড়িতে টাঙানো হচ্ছে লাল পতাকা।

    করোনা মোকাবেলায় আজ ২৫ মার্চ বুধবার দুপুর থেকে পতাকা লাগানোর কাজে নিয়োজিত রয়েছে পৌরসভার স্ব স্ব কাউন্সিলরের নেতৃত্বে গঠিত সেচ্চাসেবক দল ও গ্রাম পুলিশের সদস্যরা।

    দুপুরে পৌরসভা ৪নং ওয়ার্ড কমিশনার মুহাম্মদ নাজিম উদ্দীনের নেতৃত্বে গঠিত সেচ্চাসেবকদের নিয়ে লাল পতাকা টাঙ্গানো হয়। মানুষকে সচেতন ও সতর্ক করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড কমিশনার নাজিম উদ্দীন ছিদ্দীকি।

    এসময় তিনি আরো বলেন, স্থানীয় লোকজন যেন জানতে পারেন যে এ বাড়িতে বিদেশ ফেরত প্রবাসী রয়েছেন সেই জন্যই এই ব্যবস্থা। এতে সাধারণ মানুষের সতর্কতা অবলম্বন করে চলতে সুবিধা হবে।

    ২৪ ঘন্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • বোয়ালখালীতে বিদেশ ফেরত এক প্রবাসীকে জরিমানা

    বোয়ালখালীতে বিদেশ ফেরত এক প্রবাসীকে জরিমানা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালীতে
    হোম কোয়ারেন্টাইন যথাযথ অনুসরণ না করায় এক বিদেশফেরত প্রবাসীকে ১০হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

    গত এক সপ্তাহ পূর্বে দুবাই থেকে আসা ওই প্রবাসী হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন করছিলেন না এমন খবরে শুক্রবার (২০ মার্চ) বিকেলে তাঁর বাড়িতে পৌঁছে যান উপজেলা নির্বাহী অফিসার।

    এর সত্যতা পাওয়ায় দুবাইফেরত প্রবাসীকে ১০হাজার জরিমানা ও স্বাস্থ্য বিভাগের নির্দেশিত হোম কোয়ারেন্টাইন যথাযথ অনুসরণ করার নির্দেশ প্রদান করেন তিনি।

    এছাড়া রোগ সংক্রমণ ঠেকাতে সকলকে যার যার অবস্থান থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

  • বিদেশ ফেরতদের বন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে : আইইডিসিআর

    বিদেশ ফেরতদের বন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে : আইইডিসিআর

    ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) জানিয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করায় মারাত্মক করোনভাইরাস ছড়িয়ে পড়া থেকে রক্ষা করার লক্ষ্যে এখন থেকে দেশের বিভিন্ন বন্দর দিয়ে আগত সকল যাত্রীকে সম্পূর্ণ স্ক্যান করা হবে।

    এখন থেকে, আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সকল যাত্রীদের স্ক্যান করব কারণ ভাইরাসটি এখন পর্যন্ত ২৫ টি দেশে ছড়িয়ে পড়েছে।

    আইইডিসিআর পরিচালক মীরজাদি সাব্রিনা ফ্লোরা আজ তার কার্যালয়ে এক ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন, সুতরাং আরও সতর্কতা হিসাবে, এখন থেকে আমরা বিদেশ ফেরত সকল যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করব।

    ডা. ফ্লোরা পরিস্থিতি নিয়ে লোকজনকে আতঙ্কিত না হওয়ার জন্য, সতর্ক থাকার আহ্বান জানান।

    আইইডিসিআর, দেশের রাষ্ট্র পরিচালিত রোগ পর্যবেক্ষণ শাখা, ২১ শে জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত চীন থেকে আগত ৮ হাজার ৩ শ’ ৯৬ জনকে স্ক্যান করেছে এবং তারা সকলেই নিরাপদ।

    ভাইরাস সম্পর্কে যে কোনও ধরণের বিভ্রান্তি সমাধান করতে এবং এই রোগের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে রোগ নিরীক্ষণ শাখাটি ইতোমধ্যে চারটি হটলাইন নম্বর চালাচ্ছে -০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯২৭৭১১৭৮৫।

  • বিদেশ ফেরত বিমান যাত্রীর লাগেজে মিলল ৭০ স্বর্ণবার

    বিদেশ ফেরত বিমান যাত্রীর লাগেজে মিলল ৭০ স্বর্ণবার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক বিমান যাত্রীর ল্যাগেজে মিলল ৭০ পিস স্বর্ণের বার।

    আজ ১১ নভেম্বর সোমবার সকাল দুপুরে আবুধাবী থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা যাত্রী মো. আখতারুজ্জামানের লাগেজ তল্লাশী করে স্বর্ণ বার গুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দার টিম। এসব স্বর্ণ বারের ওজন ৮ কেজি ২০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৪ কোটি টাকা।

    এসময় বিমান যাত্রীকে আটক করার কথা জানিয়েছেন শুল্ক গোয়েন্দা টিম। আটক যাত্রী মো. আখতারুজ্জামান খান চট্টগ্রামের পটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

    বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণ আনছে যাত্রী। এর মধ্যে সকাল ১১টার সময় আবুধাবী থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে পৌছে।

    ওই বিমানে আসা যাত্রী আখতারুজ্জামানের ল্যাগেজ তল্লাশী করা হলে লাগেজে থাকা ৪টি চার্জার লাইটের ব্যাটারি রাখার খোপের ভেতরে সুকৌশলে রাখা ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

    এ ঘটনায় বিমান যাত্রী আখতারুজ্জামনকে আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মো. রিয়াদুল ইসলাম।

    এর আগেও ১৮ অক্টোবর চার্জার লাইটের ভেতরে কৌশলে আনা ১৩০ পিস স্বর্ণবারের বড় চালান উদ্ধার করেছিলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল সাড়ে ৭ কোটি টাকা।