Tag: বিদ্যুৎস্পৃষ্ট

  • সীতাকুণ্ডে বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে, বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃত্যু

    সীতাকুণ্ডে বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে, বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃত্যু

    সীতাকুণ্ডে বিয়ের আনন্দ অবশেষে পরিণত হলো বিষাদে। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে আসা আত্মীয় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

    সোমবার বিকালে উপজেলার জোড়আমতল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়রা(২) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

    জানা যায়, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোর্টপাড়া গ্রামের কাসেম আলী খলিফার বাড়ির মোঃ বেলাল তার পরিবারসহ জোড়ামতল চৌধুরী স্কয়ার নামে একটি ক্লাবে বিবাহের অনুষ্ঠানে যান। ক্লাবে বর-কনের স্টেজের পাশে সবার অলক্ষ্যে একটি বিদ্যুতের তারে জড়িয়ে যায় শিশু কন্যা হুমাইরা। কিছুক্ষণ পর তার পরিবার বিষয়টি অবগত হলে দ্রুত তাকে স্থানীয় ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এঘটনায় হঠাৎ করে বিয়ের আনন্দ মুহুর্তে নিরানন্দে পরিণত হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং কুমিরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফাতেমা আক্তার।

  • বোয়ালখালীতে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু

    বোয়ালখালীতে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভীর মৃত্যু হয়েছে।

    সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর আফিয়া বাপের বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

    গাভীটির মালিক মো.ইয়াছিন জানান, সকালে বিলে গাভীটি কাঁচা ঘাস খেতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির পাশে থাকা টানা তারে জড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গাভীটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

    গাভীটির আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা হবে। এক সপ্তাহ আগে গাভীটি একটি বাছুর জন্ম দিয়েছিল বলে জানান ইয়াছিন।

    ইয়াছিন অভিযোগ করে বলেন, টানা তারটি আগে থেকে ছিঁড়ে বিদ্যুৎ সঞ্চালন তারের সাথে লেগে ছিলো। ফলে এ দূর্ঘটনা ঘটেছে। এজন্য তিনি পল্লী বিদ্যুতের অবহেলাকে দায়ী করেন।

    চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালীর ডেপুটি জোনাল ম্যানেজার মো. এমরান গণি বলেন, ‘গাভীটি খুঁটির টানা তার ছিঁড়ে ফেলায় তা বৈদ্যুতিক তারের সাথে লেগে গাভীটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৈদ্যুতিক সঞ্চালন তার ছিঁড়েনি।’

  • মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

    মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

    মিরসরাই প্রতিনিধি :::চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় এই ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়।

    জাহিদুল ইসলাম করেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কয়লা এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ীর জাহাঙ্গীর আলমের পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে জাহিদ সবার বড়।

    খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাহিদ করেরহাটের কয়লা এলাকায় স্থানীয় একটি এবাদত খানায় বৈদ্যুতিক কাজ করছিলো। এসময় অসাবধানতাবসত হঠাৎ করে তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

    বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে জাহিদুল মারা যায়।

    করেরহাট ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।

    ২৪ঘণ্টা/এসএ

  • আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

    আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

    খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দীপেন ত্রিপুরা (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দীপেন ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের সাবেক মেম্বার সুকমল ত্রিপুরা ছেলে। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    স্বজন জ্যোতিষ ত্রিপুরা জানান, দীপেন ফুটবল আর্জেন্টিনাকে সমর্থন করতেন। সকালে আর্জেন্টিনা ফুটবল দলের একটি পতাকা কিনে আনে দীপেন। পতাকাটি টাঙাতে বাঁশ নিয়ে বাড়ির পাশের তেঁতুল গাছে উঠার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

    উল্লেখ্য, সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মুসা (১৬)। তিনি কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

    ২৪ঘণ্টা/এনআর

  • রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৭) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে ।

    বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুজার বাড়ির আবদুস ছবুরের পুত্র। চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উরকিরচর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

    স্থানীয়রা জানান, এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের আয়োজনে উরকিরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সাজসজ্জার কাজ করার সময় রামিম বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উরকিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সকাল ৯ টার দিকে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ঘটনাটি সম্পর্কে আমাদেরকে কেউ অবহিত করেনি।
    ২৪ঘণ্টা/বিআর

  • বোয়ালখালীতে বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাছ বিক্রেতার মৃত্যু

    বোয়ালখালীতে বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাছ বিক্রেতার মৃত্যু

    বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা চৌমুহনী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রনি দাস(২৫) নামের এক মাছ বিক্রেতা।

    রবিবার (৫ জুন) বিকেলে মাছ বাজারে বৈদ্যুতিক তারে রনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

    রনি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের রণজিত দাসের ছেলে। রনি গত ৩ মাস আগে বিয়ে করেছিলেন।

    রনির ভাই রানা দাস জানান, দুপুর ২টার দিকে রনি শাকপুরা চৌমুহনী বাজারে মাছ বিক্রি করতে এসেছিল। মাছ বিক্রির স্থানের ওপর ঝুলে থাকা ভাসমান বৈদ্যুতিক তারে হাত লেগে রনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

    বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের চালায় উঠে ছাউনি ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোস্ত মোহাম্মদ(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    তিনি উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে এবং সাবেক ইউপি সদস্য।

    বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

    স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী জানান, বিকেলে ঘরের চালার ওপর উঠে ছাউনি ঠিক করতে গিয়ে দোস্ত মোহাম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

  • বোয়ালখালীতে লুকোচুরি খেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বোয়ালখালীতে লুকোচুরি খেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : লুকোচুরি খেলাই কাল হলো মো. রবিউল হাসান ইমনের (৯)। খেলার সময় বন্ধুদের চোখ ফাঁকি দিতে চাচার ঘরের ফ্রিজের পিছনে লুকোতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে মৃত্যু হয় তার।

    রবিবার (১ মে) সকাল ১১টার দিকে বাড়িতে লুকোচুরি খেলায় মেতে উঠে ইমনসহ সমবয়সীরা। খেলার এক পর্যায়ে ইমন লুকোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফ্রিজে। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহত শিশু ইমন ওই এলাকার মো.লোকমানের ছেলে। ইমন পূর্ব গোমদণ্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুশান্ত দাশ বলেন, দুপুর ১টার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত ইমন নামের এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।

    স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন ও ইমনের স্বজনরা জানান, ইমন বাড়ির ছেলেদের সাথে লুকোচুরি খেলছিল। এর একপর্যায়ে ইমন তার চাচার ঘরের ফ্রিজের পেছনে লুকোতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার নবী দেওয়ান নামের এক ব্যক্তির বাড়ির ছাদে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

    নিহত শাহ আলম পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার শাহ আলম বাগানবাড়ি এলাকার আব্দুল হালিম নামের এক ব্যক্তির বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিলেন। এর মধ্যে সন্ধ্যার দিকে কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি পাশের ভবনের নবী দেওয়ানের ছাদ থেকে নামানোর চেষ্টা করলে ছাদের ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিএমকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

    শাহ আলম যাঁর মালিকানাধীন যাঁর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন তাঁর ছেলে জুবায়ের জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। আমরা মৃত শাহ আলমের পরিবারের সঙ্গে সমঝোতা করেছি।

    এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিয়াউল হক জানান, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এন-কে

  • সীতাকুণ্ডে শশুড়বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল জামাইয়ের

    সীতাকুণ্ডে শশুড়বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল জামাইয়ের

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শশুড়বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম হোসেন দুলাল (৩৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

    আজ শনিবার (২২ মে) সকাল ১০ টার সময় উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

    জানা যায়, একই ইউনিয়নের হাতিলোটা গ্রামের মোল্লাবাড়ীর আহমেদুর রহমানের পুত্র দুলাল মিয়া তার শশুড়বাড়িতে শাশুড়ি শেফালী বেগমের ঘরে কাজ করার সময় অসতর্কভাবে একটি বিদ্যুৎতের তার হাত লেগে বিদ্যুতায়িত হয়।

    এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের সলিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু

    সীতাকুণ্ডের সলিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিমা বেগম (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নস্থ ফকিরহাট কালুশাহ মাজার সংলগ্ন জৈনক রায়হানের বাসায় রাজমিস্ত্রির কাজ করার সময় এ ঘটনা ঘটে।

    জানা যায়, সকালে হালিমা বেগম রাজমিস্ত্রীর হেলপার হিসেবে একটি বাসায় ফ্লোরে কাজ করার সময় একটি ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আক্রান্ত হয়। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    এব্যাপারে জানতে চাইলে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী বলেন, আমরা দুর্ঘটনার খবর পেযে ঘটনাস্থলে যায়। আহতবস্থায় ঔই মহিলাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তার মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটিতে উঠিয়ে অবৈধ সংযোগ নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

    জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটিতে উঠিয়ে অবৈধ সংযোগ নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

    লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ জোরপূর্বক বিদ্যুতের খুঁটিতে উঠিয়ে দিলে এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরকলাকোপা গ্রামের।

    জানা গেছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর কলাকোপা গ্রামের দুলাল মিয়ার ছেলে স্থানীয় মাদ্রাসার কোরআনে হাফেজ মোঃ তানজু (১৭)কে গত বছরের নভেম্বরে ১৪ তারিখে ভাত খাওয়ার সময় ডেকে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে তুলে দেয় একই এলাকার আবুল কালাম ওরফে আবু সরদারের ছেলে মোঃ কবির হোসেন(৩৫)। তানজু বৈদ্যুতিক হিটারে উঠতে নারাজ হওয়াতে চড় থাপ্পড় মেরে জোরপূর্বক তাকে ফেলে উঠতে বাধ্য করে কবির। এমন সময় জনৈক পথচারী ও বৈদ্যুতিক পিলারে উঠতে বারণ করে তদুপরি ও কোভিদ হোসেন তাকে হুমকি ধমকি দিয়ে ফেলে উঠে তাকে অবৈধভাবে সংযোগ স্থাপন করে দেয়ার জন্য। এসব মত তারে হাত দেওয়ার আগে তানজু বলে আপনি পল্লীবিদুৎ অফিসে ফোন দেন লাইন বন্ধ করতে প্রতারক কোভিদ হোসেন কানে মোবাইল দিয়ে কথা বলার বাহানা করে তানজু কে বিদ্যুৎ নেই বলে কাজ করার ধমক দেয় তানজু সংযোগ স্থাপনে লাইনে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনা বেগতিক দেখে তানজু কে নিচে আহত অবস্থায় রেখে পালিয়ে যায় কবির হোসেন পরে ঘটনাস্থল থেকে রায়হান, দুলাল ও জাফর নামের লোকজন উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

    এই নিয়ে রামগতি থানা ডোমজুড় পিতা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেন যার নং ০৩/২০।

    এদিকে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কবির হোসেন, আবুল কালাম ও রেহানা বেগমকে আসামি করে মামলা (সিআর নং ৩২১/১৯) দায়ের করলে কবির হোসেন গ্রেফতার হয়।

    আসামি কবির হোসেন এতই ধূর্ত যে তানজু হত্যার ঘটনাটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে স্থানীয় সংবাদ কর্মীদের দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করায়। যা মূলত কবির হোসেন জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগ স্থাপনে বাধ্য করায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় তানজু।