Tag: বিদ্যুৎস্পৃষ্টে

  • বাড়বকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    বাড়বকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিদ্যুৎস্পষ্ট হয়ে মো.আলাউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

    শুক্রবার রাত ৮টার সময় উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের জামাল উল্লাহ মেম্বার বাড়ির মো আনিসুল হক (ভোলন) এর পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী।

    জানা যায়, সন্ধ্যায় গ্রামে একটি মুরগী ফার্মে কাজ করার সময় অসাবধানবসত বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি ওই মুরগী ফার্মে মাসিক বেতনে কর্মরত ছিলেন বলে জানা যায়।

  • বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

    বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

    বরগুনার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে ঘর সংস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১ জন।

    আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, হারুন হাজির ছেলে হেলাল দীর্ঘ ১৪ বছর ধরে মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। গত সপ্তাহে তিনি বাড়ি আসেন। এরপর নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। দুপুরের দিকে মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশি রবিউল ও আরিফকে নিয়ে পুরনো ঘরটি অপসারণ করতে যান। এ সময় পাশে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনে লেগে যায় এবং চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

    ঘটনাস্থলেই বেলায়েত, হেলাল ও রবিউল মারা যান। আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

    বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনায় তিনজন মারা গেছে। নিহতদের সুরতহাল রিপোর্ট করা হয়েছে এবং পরিবারের সদস্যদের আবেদনে ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

    বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
    ২৪ঘণ্টা/এনআর

  • মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্ট্রি শ্রমিকের মৃত্যু

    মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্ট্রি শ্রমিকের মৃত্যু

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মিরসরাইয়ের সদর ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া রেললাইন সংলগ্ন পল্ট্রি খামারে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: জসিম উদ্দিন (৪২)। তিনি সীতাকুন্ড থানার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, ফুলগাজী গ্রামের ফুলকাজী ভুঞাবাড়ীর মৃত কবির আহম্মদের পুত্র। সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

    নিহতের জামাতা এমরান জানান, নিহত জসিম উদ্দিন দীর্ঘ ১২ বছর যাবত মিরসরাইয়ের সদর ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া ৬ নং ওয়ার্ড রেললান সংলগ্ন শহীদুল ইসলামের পল্টি খামারে কাজ করে আসছেন। ঘটনার দিন রাতে খামারের মুরগিদের খাবার সরবরাহ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।

    বুধবার (১৪ জুন) ময়না তদন্ত শেষে বড়দারগারহাট এলাকায় তার নিজ বাড়িতে নামাজে জানাযা সম্পন্ন হয়।

    মিরসরাই থানার উপপরিদর্শক আতাউর জানান, নিহতের লাশ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনার মিরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রীর মৃত্যু

    রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রীর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিদ্যুতস্পৃষ্টে মোঃ ইয়াছিন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় সে রং মিস্ত্রী।

    শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার পাহাড়তলী এজাহার মিয়ার মালিকানাধীন শাহ আমানত মার্কেটে রংয়ের কাজ করতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াছিনের বাড়ি নগরীর হালিশহর ছোটপুল এলাকায় বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শাহ আমানত মার্কেটের নিচ তলায় রং করার জন্য মার্কেটে প্রবেশের সময় লোহার গেট খুলতে গিয়ে গেইটের সাথে লাগানো বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হন ইয়াসিন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিন।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

    নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

    নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে সেচ মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম(৩০) নামের এক মাছচাষী যুবকের মৃত্যু হয়েছে।

    সোমবার(২০ এপ্রিল) দুপুরে নীলফামারী জেলা সদরের সোনারায় ইউনিয়নের পুটিহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    এলাকাবাসী সুত্রে জানা যায়,গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওই মাছচাষী মাছ চাষের পুকুরে পানি দেয়ার জন্য পাম্প চালু করতে গেলে বৈদ্যুতিক তারের জড়িয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নেয়ার পথে আহত আব্দুস সালামের মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম।

  • ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমান (২৬) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

    ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে ফটিকছড়ি পৌরসভায় এ ঘটনা ঘটে। নিহত আমান ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের আবু সুফিয়ানের প্রথম পুত্র। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে তার নিজ বাড়ির রমজান আলীর নতুন ঘরে কাজ করছিলো, এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফটিকছড়ি ২০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।