Tag: বিদ্যুৎস্পৃষ্ট

  • চট্টগ্রামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মারা গেছে ২ জন

    চট্টগ্রামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মারা গেছে ২ জন

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মহানগরীর খুলশী ও রাত পৌণে ৯টার দিকে জেলার বাঁশখালীতে পৃথক ঘটনা দুটি ঘটে।

    খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, খুলশী পলিটেকনিক এমএম আগা মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মো. মোর্শেদ (৩২) নামে এক নির্মাণ শ্রমিক।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

    অন্যদিকে একই দিন রাত পৌণে ৯টার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের মন্নান সেন্টারে নির্মাণাধীন ইউনিয়ন ব্যাংকে দুর্ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় নিহতের নাম মো. তৈয়ব। দুর্ঘটনার সময় তিনি ওই ব্যাংকের কর্মরত ছিলেন। তৈয়ব চাম্বল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মওলার পাড়ার মো. মফিজের ছেলে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • লক্ষ্মীপুরে ছাদে পানির সুইচ দিতে গিয়ে স্কুলছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট

    লক্ষ্মীপুরে ছাদে পানির সুইচ দিতে গিয়ে স্কুলছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে-দ্বিতলা ভবন থেকে পড়ে যাওয়া ভাবনা আক্তার (১২) নামের শিশুটি মারাত্মক জখম হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুশয্যায় রয়েছে শিশুটি। ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার উত্তর চরআবাবিল ইউপির হায়দরগন্জ বাংলাবাজার এলাকায়। বিকালে উত্তেজিত এলাকাবাসী ওই ভবনটির সামনের অংশ ভাংচুর করে পুলিশ ও জনপ্রতিনিধির কাছে উপযুক্ত বিচার দাবি করে।

    আহত বামনা আক্তার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জের বাংলাবাজার এলাকার হুমায়ুন কবির বাচ্চুর মেয়ে ও বন্ধন একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্রী।।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বন্ধন একাডেমির পাশের ভবনে মক্তব পড়তে যায় ভাবনা। ছুটি শেষে শিক্ষকের নির্দেশে সহপাঠি মোহনার সাথে ওই ভবনে ছাদে পানির লাইন চালু করতে উঠে। এসময় মোহনার অগোচরে ভাবনা প্রবাসী বাবুল মাঝির দ্বিতলা ভবনের ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পাকা রাস্তায় পড়ে যায়। এতে তার শরীরের অর্ধেক অংশ পুড়ে যায় ও মাথায় মারাত্নক জখম হয়। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিশোরি মেয়েটির অবস্থা আশংকাজনক।

    উল্লেখ্য-গত এক বছরের মধ্যে এক রাজমিস্ত্রি মাহবুব ওই দ্বিতলা ভবনের কাজ করতে গিয়ে ও ৭ম শ্রেণীর এক ছাত্রী সায়েমও খেলা করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নীচে পড়ে মারাত্নক আহত হয়েছিলো। পরে চিকিৎসা খরচ ও জরিমানা দিয়ে মামলা থেকে রক্ষা পায় ভবন মালিক বাবুল মাঝি। কিন্তু শালিসদার ও বিদ্যুত কর্তৃপক্ষের নির্দেশের পরেও ওই ভবনের অতিরিক্ত অংশ ভাঙ্গে নি। যার কারনে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

    এঘটনায় ভবন মালিকের ছেলে ফারুক মাঝি মোবাইলে জানান, ভবন নির্মানের সময় সামনের অংশ বাড়তি করায় ভুল হয়েছে। আহত স্কুল ছাত্রীর চিকিৎসার সকল খরচ বহন করছি। স্থানীয়ভাবে বৈঠক বসে সিদ্ধান্ত নেয়া হবে।

    রায়পুর পল্লী বিদ্যুতের হায়দরগঞ্জ শহর কার্যালয়ের ইনচার্জ লুৎফুর রহমান বলেন, ওই ভবনটি করার আগেই বিদ্যুত লাইন সংযোগ দেয়া হয়েছে। দুই ভবনের মালিককে তাদের ভবনের সামনের অংশ ভেঙ্গে ফেলতে বললেও তারা শুনেনি। আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।

    রায়পুরের হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর বলেন, খবর পেয়েছি শিশুটি ঢাকায় চিকিৎসাধীন অবস্থা আছেন। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আকাশ

  • লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর পাইপ ফিটিংস মিস্ত্রীর মৃত্যু

    লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর পাইপ ফিটিংস মিস্ত্রীর মৃত্যু

    লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মোবাইলে কথা বলতে বলতে মাদ্রাসার ভবনে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে মো : মিজানুর রহমান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    ২৯ আগস্ট (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারস্থ খতিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

    নিহত মিজান হাটহাজারী উপজেলার ছারিয়া গ্রামের ফজলুল করিমের ছেলে। সে ওই মাদ্রাসা ভবনে পাইপ ফিটিংসের কাজ করতো বলে জানা গেছে।

    স্থানীয় যুবক জাহেদ হোসেন জানান, দুপুর ১২ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ভবনের তিন তলায় উঠেন মিজান। এ সময় অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টেজের তারের সাথে জড়িয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

    স্থানীয়রা জানান, ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারটি ভবন থেকে সরিয়ে নিতে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে একাধিক বার অভিযোগ করেছি। কিন্তু তা আমলে নেয়নি। পল্লী বিদ্যুতের গাফিলতির কারনে এই দূর্ঘটাটি ঘটেছে।

    এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সারওয়ার জাহান বলেন, ঘটনাটি আমি শুনেছি৷ বিদ্যুতের তারগুলো সরাতে তারা আমাদের কাছে লিখিত কোন আবেদন করেছে কিনা আমার জানা নেই। তবে, তারগুলোতে কভার দিতে আমরা উদ্যোগ নিচ্ছি।

    লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই অজয় দেব শীলকে পাঠিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মিজানের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। রাত সাড়ে ১০ টার দিকে তার বাবার আবেদনের প্রেক্ষিতে মিজানের লাশ হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

    লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৭) ও মেয়ে ময়না আক্তার (১৩)। তাঁরা উপজেলা সদরের বায়তুন নুর পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।

    ১৮ আগস্ট (মঙ্গলবাব) সকাল ১০ টার দিকে আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের একটি পরিত্যক্ত ডুবা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেন পুলিশ।

    স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় নিহত ময়না আক্তার বাসা থেকে বের হয়ে ডুবায় শাক তুলতে যায়। সন্ধ্যায় কোন এক সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের আধুনগর শাখা ভবনের পেছনের ডোবাতে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে মারা যায় ময়না। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মেয়েকে খোঁজতে বের হন মা রাশেদা। এক পর্যায়ে পরিত্যক্ত ডোবাতে মেয়ের মৃত দেহ দেখে চিৎকার দিয়ে মেয়েকে ধরে টানার সময় তিনিও বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।

    লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই আব্দুল হক ও এসআই দুলাল বাড়ৈ’র নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে।

    বুধবার (৫ আগষ্ট) বেলা তিনটার দিকে কুমিরার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মমতাজ উদ্দিন (২৮), পিতা নুরুচ্ছাপা প্রকাশ নুরু এবং আব্দুর রশিদ মাঝি (২৭) পিতা মৃত সিরাজ মিয়া। তাদের বাড়ি
    কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নে।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়। উক্ত জমানো পানি কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো। জমিয়ে রাখা ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।

    নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, জিপিএস কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৫ নৌকা আরোহী নিহত

    বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৫ নৌকা আরোহী নিহত

    টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার ৫ জন আরোহী নিহত হয়েছেন।

    আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

    স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্যটি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের স্ত্রী (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)।

    ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়।

    এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

    বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

    বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো.এনামুল হক (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে সাদারপাড়া এলাকার একটি মসজিদের পুকুরে অজু করতে নামলে এ ঘটনা ঘটে।

    নিহত এনামুল হক ওই এলাকার সাদারপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অলি সিকদার পাড়ার মৃত সোলাইমান সওদাগরের ছেলে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, মসজিদের পুকুরের পানি নিষ্কাশনের জন্য বসানো বৈদ্যুতিক মোটরের কারণে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে গিয়েছিলো। ওই পুকুরে বুধবার রাতে অজু করতে নামলে এনামুল বিদ্যুৎ স্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • ঠিকাদারের ভূলে রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু 

    ঠিকাদারের ভূলে রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু 

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের ভুলের কারণে গোপনে বিদ্যুৎ লাইন নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনুল হক (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে স্টিলের পিলারের নিচে পানিতে ওই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

    স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার তৈয়ব আলীর প্রেরিত কয়েকজন শ্রমিক ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনয়নের পশ্চিম কুজিশহর গ্রামের মেম্বার সালোয়ার হোসেনের ঘুরণগাছ এলাকায় হাসকিং মিলের লোড বৃদ্ধির জন্য ট্রান্সফরমার উত্তোলন করতে আসে। নিয়ম অনুযায়ী বিদ্যুৎলাইন সাটডাউন করে নির্মাণ কাজ করার কথা।

    কিন্তু ওই শ্রমিক রুহিয়া পবিস অভিযোগ কেন্দ্রকে অবগত না করে নির্মাণ কাজ করার জন্য দুপুর ১ টায় ঘনিমহেশপুর এলাকায় স্থানীয় ১১ হাজার ভোল্টের স্টিলের পিলারে উঠে মূল সংযোগ বন্ধ করার চেষ্টা চালায়। পিলারের উপরে একজন শ্রমিক কাজ করার সময় পিলারের সাথে মূল লাইনের তার বৈদ্যুতিক তারের বিদ্যুতায়িত হয়। ওই সময় পিলারের নিচে পানিতে দাঁড়িয়ে থাকা শ্রামিক আইনুল হক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। নির্মাণ কাজে নিয়েজিত অপর শ্রমিকরা মৃত আইনুল হকের লাশ তড়িঘড়ি করে নিয়ে যায়।

    ওই সময় রুহিয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শামীম হোসেন সহ স্থানীয় লোকজন ছুটে আসেন। ইনচার্জ শামীম হোসেন ওই শ্রমিকদের কাছে বিদ্যুৎ লাইন সাটডাউনের কাগজ দেখতে চাইলে তারা দেখাতে অপরাগতা প্রকাশ করেন।

    এ সময় রুহিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শামীম হোসেন জানান, কাজটি মূলত ডিপোজিট ওয়ার্ক। সেক্ষেত্রে লাইন নির্মাণ শ্রমিকরা অজ্ঞাত কারণে তাকে সাটডাউনের পত্র না দিয়ে নিজেরা লাইনে উঠে লাইন ডিসকানেক্ট করে কাজ করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এজন্য ঠিকাদার ও তার লোকেরা এ মৃত্যুর জন্য দায়ী।

    অবশ্য এ বিষয়ে ঠিকাদার তৈয়ব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মোবাইল ধরেও তার পরিচয় অস্বীকার করেন।

    ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেরারেল ম্যানেজার (এজিএম -এমএস) প্রকৌশলী মাহাবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোন কিছু জানেন না বলে জানান। তবে কাজটা যেহেতু ইঞ্জিনিয়ার সেকশনের সেক্ষেত্রে তারা ভাল বলতে পারবেন বলে জানান।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যে নিহত, ২ ডিস ব্যাবসায়ী গ্রেফতার

    সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যে নিহত, ২ ডিস ব্যাবসায়ী গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাবাহিনীর এক সৈনিক মারা যাওয়াার ঘটনায় ভাটিয়ারী থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।

    ক্যাবল লাইনে বিদ্যুৎ সংযোগের অভিযোগে আজ শনিবার (৪ জুলাই) সকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আশরাফুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

    এতে ক্যাবল অপারেটর ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সামনীপাড়ার বাসিন্দা মৃত সালাউদ্দিনের ছেলে মো. মাহবুব আলম (৪৫) ও একই ক্যাবল অপারেটরের কর্মচারী মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।

    মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএতে চাকরিরত সেনা সদস্য মমিন মিয়া (২৬) ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ গ্রামের কামাল মঞ্জিলে ভাড়া থাকতেন। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তিনি নিজ বাসায় পরিচ্ছন্নতার কাজ শেষে টিভিতে ক্যাবল লাইন সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনার পর পর ধারনা করা হয় দূর্ঘটনাবশত বিদ্যুৎ সংস্পর্শে আসলে সেখানেই মৃত্যুবরণ করেন।

    পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় ক্যাবল অপারেটর ও তার কর্মচারী ক্যাবল তারের চুরিরোধে লাইনে অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছে। এ কারণেই সৈনিক মমিন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

    মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ডিস লাইনের তার চুরি প্রতিরোধ করতে গিয়ে ক্যাবল নেটওয়ার্কের মালিক ও তার কর্মচারী তারের সাথে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। এ কারণে সেনা সদস্য ওই ক্যাবল তার টিভিতে সংযোগের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ কারণে ক্যাবল অপারেটরের অবহেলায় এ মৃত্যু হয়েছে বলে দাবী করে বিএমএর ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম বাদী হয়ে মামলা দায়েরের প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    নিহত সেনা সদস্য মমিন মিয়া শেরপুর শ্রীবরদী থানার বৈষ্ণবের চর গ্রামের আমীর আলীর ছেলে। তিনি ভাটিয়ারীস্থ বাংলাদেশ মেলিটারী একাডেমীতে কর্মরত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

    সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিমন হাওলাদার (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলার ভাটিয়ারীর মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, নিহত রিমন মাদামবিবিরহাট এলাকায় একটি বিল্ডিং এ কাজ করার সময় ১১ হাজার ভোল্টের লাইনের সাথে সংস্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়।

    এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

    রিমন বরগুনা জেলার একই থানার ফুলডলুয়া গ্রামের শাহাজান হাওলাদারের পুত্র। ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরনবী।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

    লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত সাহেব মিয়া বাড়ির মৃত সাহেব মিয়ার ছোট ছেলে শাহাদাত নামের আট বছরের একটি শিশু ছেলে স্থানীয় হাঁসের খামারে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

    নিহত শাহাদাতের বড় ভাই কামরুল হোসেন জানান- আমার ভাই হাঁসের খামারে খেলতে গেলে পার্শ্ব সংযোগ বা সাইট লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তাকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেও আহত হই। পরে আমার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ততোক্ষণে শাহাদাতের মৃত্যু ঘটে। কামরুল আরো জানান পার্শ্ব সংযোগটি হাঁসের খামারের টিনের বেড়ার সাথে সংযুক্ত থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহজে শাহাদাতের মৃত্যু হয়।

    জানা গেছে অবৈধ পার্শ্ব সংযোগটি স্থানীয় এলাচ মিয়ার বাড়ি থেকে খোলা বিলের মধ্যখান দিয়ে হাঁসের খামারে আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য এলাচ মিয়াকেও পাওয়া যায়নি।

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কয়েকজন স্থানীয় বখাটে শরীফের বাধার মুখে পড়েন।

    অবৈধ বিদ্যুৎ সংযোগের স্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর বিষয়ে স্থানীয় অ্যাডভোকেট ইমাম উদ্দিন এনাম বলেন ‘শিশুটির মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। ‘এবং এইভাবে যেন উন্মুক্তভাবে পার্শ্ব সংযোগ বা সাইট লাইন দেওয়া না হয় সেদিকেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

    শাহাদাত নামের আট বছরের শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারীকে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    হাঁসের খামারের মালিক কবির, জিকু, ফারুকসহ চারজন। এদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং ফোন করেও এদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজিজুর রহমান বলেন – এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে ঘাস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

    সীতাকুণ্ডে ঘাস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে রমজান আলী (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

    আজ মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঐ এলাকার অলীনগর গ্রামের বদু বাড়ির মৃত আমিরুজ্জামান এর পূত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজি।

    স্থানীয় জাহাঙ্গীর আলম নামের এক প্রত্যক্ষ্যদর্শী জানান, সকাল রমজান আলী বাড়ির পাশের রাস্তার ধারে গরুর জন্য ঘাস কাটার সময় বিদ্যুতের খুটির টানা তারের সাথে ঘাস টাকার কাস্তে সংস্পর্শে বিদ্যুতায়িত হয় রমজান। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মামুন এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

    জানা যায়, বিদ্যুতের খুটির টানা তারের সাথে ইনসোলেটার না থাকায় টানা তারটি বৈদুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। স্থানীয় এলাকাবাসী এর জন্য বিদ্যুৎ বিভাগের দায়িত্বের অবহেলাকে দায়ী করছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু