চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মহানগরীর খুলশী ও রাত পৌণে ৯টার দিকে জেলার বাঁশখালীতে পৃথক ঘটনা দুটি ঘটে।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, খুলশী পলিটেকনিক এমএম আগা মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মো. মোর্শেদ (৩২) নামে এক নির্মাণ শ্রমিক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে একই দিন রাত পৌণে ৯টার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের মন্নান সেন্টারে নির্মাণাধীন ইউনিয়ন ব্যাংকে দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহতের নাম মো. তৈয়ব। দুর্ঘটনার সময় তিনি ওই ব্যাংকের কর্মরত ছিলেন। তৈয়ব চাম্বল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মওলার পাড়ার মো. মফিজের ছেলে বলে জানা গেছে।
২৪ ঘণ্টা/রাজীব