Tag: বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

    দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার দীঘিনালায় প্রত্যন্ত এলাকার সহস্রাধিক দরিদ্র অসহায় রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছে দীঘিনালা সেনাজোন। মঙ্গলবার দিনব্যাপি উপজেলার বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে এ সেবা পদান করা হয়।

    সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে, দুরুত্ব বজায় রেখে টোকেন দেওয়া, চিকিৎসাসেবা, রোগী দেখা, এবং ঔষধ বিতরন করা হচ্ছে। তার আগে উপজেলার ৫ ইউনিয়নের দূর্গম এলাকা থেকে আগত রোগীদের শৃংখলার মধ্যে রেখে জীবানুনাশক ঔষধ স্প্রে এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়।

    চিকিৎসা নিতে আসা বাঘাইছড়িমুখ এলাকার মনিকা চাকমা (৫০) জানান, তিনি ২মাস যাবত হাত-পায়ের জয়েন্ট ব্যাথায় ভুগছিলেন। এখানে এসে অতি সহজে চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন।

    একই অনুভূতি জানান, নৌকাছড়া এলাকার সমিতা চাকমা (৩৮)। এছাড়া সাধনাটিলা এলাকার রিসা চাকমা (২৮) জানান, তিনি এসেছেন দুই বছর বয়সি সন্তান তিস্তা চাকমাকে ডাক্তার দেখাতে, তিনি নিজেও রোগী।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় দীঘিনালা জোনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ১হাজার ২০জন রোগীকে চিকিৎসা প্রদানে ৫টি বুথে ৫জন চিকিৎসক দায়িত্ব পালন করেন। তার মধ্যে ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের ২জন চিকিৎসক ডাঃ মেজর রাশা রহমান ও ডাঃ ওয়াজেদুল মাহমুদ আসিফ, দীঘিনালা জোনের ডাঃ ক্যাপ্টেন আহসান হাবিব নোমান এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আনিসুর রহমান। সাথে ছিলেন উপসহকারি চিকিৎসা কর্মকর্তাগন।

    মেডিকেল ক্যাম্পিং এর সমন্বয়ক জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ সাকিব হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের কর্মসূচির আওতায় দীঘিনালায় এ কর্মসূচি পালন করা হয়। দূর্গম এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা এবং ঔষধ নিশ্চিত করার উদ্দেশ্যে এ মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ চৌধুরী

  • মুজিববর্ষ উপলক্ষে রাউজানে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    মুজিববর্ষ উপলক্ষে রাউজানে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতায় গহিরা সাজেদা কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

    চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম সি.এম.এইচ এর মেডিসিন বিশেষজ্ঞ মেজর এন.এম ফরহাদুজ্জামান। সমন্বয়ক ছিলেন ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্স এর ক্যাপ্টেন মোহাম্মদ এনায়েত উল্লাহ।

    চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাউন্সিলর কাজী মো. ইকবাল, সহ-সভাপতি ও স্কুলের সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান উপজেলা যুবলীগের সহ- সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, পৌর যুবলীগ নেতা ফরহাদ ইসলাম, শিপুল চৌধুরী প্রমূখ।

    বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে আসা রোগীদের জীবানু নাশক স্প্রে করা হয়। পরে চিকিৎসা সেবা প্রদান করে ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানের সমন্বয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিশেষ স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মহামারীর সময় অনেকে স্বাভাবিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, আবার ঝুঁকির বিবেচনায় হাসপাতালে যেতে চান না! তাই বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ।

    তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষ স্বাস্থ্য সেবা আগামী ২০২১ সালের মার্চ পর্যন্ত চলমান থাকবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • সীতাকুণ্ডে সেনাবাহিনীর উদ্যোগে ৪৯ প্রসূতি নারীকে চিকিৎসা সেবা

    সীতাকুণ্ডে সেনাবাহিনীর উদ্যোগে ৪৯ প্রসূতি নারীকে চিকিৎসা সেবা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা উচ্চ বিদ্যালয় প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

    আজ রোববার (২১ জুন) সকাল ৯ টা থেকে দিনব্যাপী প্রসূতি মায়েদের চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর উদ্যোগে দুইদিন ব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের প্রথম আজ অনুষ্ঠিত হয়।

    ক্যাম্পেইনের সমন্বয় করছেন ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন।

    মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের চারটি কক্ষকে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে। প্রথমে প্রসূতি মায়েদেরকে জীবাণুনাশক স্প্রে করা হয়। এরপর তাপমাত্রা ও ওজন পরিমাপ করা হয়। পরে চিকিৎসা সেবা দিয়ে তাদের বিনামূল্যে ওষুধ পত্র দেওয়া হয়।

    চিকিৎসা সেবা দেন চট্টগ্রাম সিএমএইচ এর গাইনি বিভাগের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ডা. মাহমুদা আশরাফী ফেরদৌসি।

    ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, করোনাভাইরাস মহামারীর চলাকালীন সময়ে প্রসূতি মায়েরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঝুঁকির জন্য অনেকে বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান না। তাই সেনাবাহিনী এই উদ্যেগ নিয়েছে। প্রথম দিনে ৪৯ জন প্রসূতিকে চিকিৎসা দেওয়া হয়। এখানে কোন প্রসূতি মায়ের যদি শরীরের তাপমাত্রা বেশি হয় এবং তারা যদি করোনা সাসপেক্ট হন তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে সিএমএইচ পাঠিয়ে করোনা টেস্ট করা হয়।

    আগামী বুধবার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রসূতি মায়েদের চিকিৎসা দেবেন বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ডাঃ ফণি ভূষণ দাশ গুপ্তের স্মরণে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

    ডাঃ ফণি ভূষণ দাশ গুপ্তের স্মরণে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান রাসবিহারী ধামের সাবেক সভাপতি প্রবীণ চিকিৎসক ও সমাজ হিতৈষী ডাঃ ফণি ভূষণ দাশ গুপ্তের স্মরণে তার পরিবারের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস নির্ণয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

    বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৪টা র্পযন্ত রাস বিহারী ধাম মন্দির মাঠে অনুষ্ঠিত দশটি চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রায় সাত শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

    অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাউজান কেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, রাউজান হেলথ কেয়ার সেন্টার, দুর্জয় ক্লাব ও ইচ্ছা পূরণ ক্লাব। সন্ধ্যায় এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও র্ধমসভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • বাঁশখালীতে আমরা চট্টলার কিংবদন্তী’র চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    বাঁশখালীতে আমরা চট্টলার কিংবদন্তী’র চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    চিকিৎসাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ফেসবুক ভিত্তিক গ্রুপ আমরা চট্টলার কিংবদন্তী।

    বাঁশখালী উপজেলার কাথারিয়া পূর্ব বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবার জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে গ্রুপটি।

    শুক্রবার (১০ জানুয়ারী) দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ প্রদান করা হয়।

    গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির জন্য তাদের এ আয়োজনকে এক অনন্য দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা। একদিনেই পাঁচ শতাধিকের বেশি বিভিন্ন ধরনের রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

    বর্তমান সময়ে হাজার টাকা ফি দিয়ে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করা অনেকের পক্ষে কষ্টসাধ্য ও দুরূহ হয়ে পড়ে। বিনামূল্যে চিকিৎসা সেবার কথা শুনে সকাল থেকেই রোগীতে ভরপুর হয়ে যায় স্কুল প্রাঙ্গণ। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের। শৈত্য প্রবাহের মধ্যেও দীর্ঘ লাইনে অপেক্ষার পরেও একটু সান্তনা একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পত্র এবং বিনামূল্যে ওষুধ পেয়ে।

    উল্লেখ্য, ইতিপূর্বেও গ্রুপটি বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও করবে বলে গ্রুপের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। আগামী ১৫ জানুয়ারী গ্রুপটির পক্ষ থেকে চট্টগ্রাম শহরের ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

     

  • সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    মানবিক ডাঃ মুকিত ওসমান চৌধুরীর নিজস্ব উদ্যোগে আলোর আশা যুব ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুল অব হিউম্যানিটি এন্ড অ্যানিমেশন সোহা স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

    ডা: মুকিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ই এন্ড টি বিশেষজ্ঞ। প্রায় প্রতি মাসেই তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নিজ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে থাকেন, তারই ধারাবাহিকতায় আজ সোহা স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের আয়োজন করেন।

    ডাঃ মুকিত ওসমান চৌধুরী বলেন, গতবারের চেয়ে এইবার সোহা শিক্ষার্থীদের নাক কান গলার সমস্যা কমে এসেছে। মানবিক সেবা অব্যাহত থাকলে এই বাচ্চাদের রোগের হার আরো কমে আসবে এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে৷

    এসময় ডাঃ মুকিত ওসমান চৌধুরী এর সাথে সহযোগিতায় ছিল চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল কলেজের বিএসসি ইন নার্সিং নবম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

    শিরিন শিলা ও শামসুন নাহার বলেন, বাচ্চাদের মাঝে এলার্জি, ও চোখের সমস্যা বেশী দেখা যাচ্ছে। তাদের জন্য নাক, কান, গলার পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবার ব্যবস্থা করা গেলে তারা পরিপূর্ণ সুস্থ থাকবে বলে আশা করা যায় ।

    এছাড়া উপস্থিত ছিলেন আলোর আশা যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা আক্তার ও মৌসুমি আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নওরীন নেওয়াজ, স্কুল অব হিউম্যানিটি এন্ড এ্যানিমেশন সোহা স্কুলের শিক্ষকবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তা শিকদার, মেহরুন ইসলাম তাসনুভা, ফাহমিদা আক্তার, মেহজাবিন শবনম , রাশেদ উল্যাহ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ইমতিয়াজ মোরশেদ খাঁন, রোটারিয়ান মোহাম্মদ শাহাদাত হোসেন।

    সোহা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ শেষে তাদেরকে পড়াশুনার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়। এবং আলোর আশা যুব ফাউন্ডেশন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা আক্তার ও মৌসুমি আক্তার বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক ধারণা দেন৷ বাচ্চাদের শীতকালীন পিঠা বিতরণের মাধ্যমে মানবতার এই মহৎ কার্যটি সমাপ্ত ঘোষণা করা হয়।

  • টাঙ্গাইলের গোপালপুরে ‘আমরাই কিংবদন্তী’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    টাঙ্গাইলের গোপালপুরে ‘আমরাই কিংবদন্তী’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।

    মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই গ্রুপ এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে শ্রুক্রবার (২২ নভেম্বর)  টাঙ্গাইলের গোপালপুরের লক্ষ্মীপুর গ্রামস্থ “এস এল উচ্চ বিদ্যালয়” প্রাঙ্গনে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা পরামর্শ ও বিনামূল্যে ঔষধ বিতরণ কাজের আয়োজন করে।

    উল্লেখিত এই ক্যাম্পে ১০ জন অভিজ্ঞ ডাক্তারসহ সেচ্ছাসেবক হিসেবে ঢাকা ও টাঙ্গাইলের এর প্রায় ৩০ জন সদস্যের একটি দল প্রায় ৯ শতাধিক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা পরামর্শ ও ঔষধ প্রদান করে সকাল ৯:৩০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত।

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ২৬ হাজার সদস্যের পরিবারটি গত ১৫ নভেম্বর ২০১৯ তারিখে ৩য় বর্ষে পদার্পণ করে। এই উপলক্ষে ইতিমধ্যে সারা দেশব্যাপী একসাথে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করেছিল গ্রুপ এর সদস্যরা।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।