খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার দীঘিনালায় প্রত্যন্ত এলাকার সহস্রাধিক দরিদ্র অসহায় রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছে দীঘিনালা সেনাজোন। মঙ্গলবার দিনব্যাপি উপজেলার বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে এ সেবা পদান করা হয়।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে, দুরুত্ব বজায় রেখে টোকেন দেওয়া, চিকিৎসাসেবা, রোগী দেখা, এবং ঔষধ বিতরন করা হচ্ছে। তার আগে উপজেলার ৫ ইউনিয়নের দূর্গম এলাকা থেকে আগত রোগীদের শৃংখলার মধ্যে রেখে জীবানুনাশক ঔষধ স্প্রে এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়।
চিকিৎসা নিতে আসা বাঘাইছড়িমুখ এলাকার মনিকা চাকমা (৫০) জানান, তিনি ২মাস যাবত হাত-পায়ের জয়েন্ট ব্যাথায় ভুগছিলেন। এখানে এসে অতি সহজে চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন।
একই অনুভূতি জানান, নৌকাছড়া এলাকার সমিতা চাকমা (৩৮)। এছাড়া সাধনাটিলা এলাকার রিসা চাকমা (২৮) জানান, তিনি এসেছেন দুই বছর বয়সি সন্তান তিস্তা চাকমাকে ডাক্তার দেখাতে, তিনি নিজেও রোগী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় দীঘিনালা জোনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ১হাজার ২০জন রোগীকে চিকিৎসা প্রদানে ৫টি বুথে ৫জন চিকিৎসক দায়িত্ব পালন করেন। তার মধ্যে ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের ২জন চিকিৎসক ডাঃ মেজর রাশা রহমান ও ডাঃ ওয়াজেদুল মাহমুদ আসিফ, দীঘিনালা জোনের ডাঃ ক্যাপ্টেন আহসান হাবিব নোমান এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আনিসুর রহমান। সাথে ছিলেন উপসহকারি চিকিৎসা কর্মকর্তাগন।
মেডিকেল ক্যাম্পিং এর সমন্বয়ক জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ সাকিব হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের কর্মসূচির আওতায় দীঘিনালায় এ কর্মসূচি পালন করা হয়। দূর্গম এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা এবং ঔষধ নিশ্চিত করার উদ্দেশ্যে এ মেডিকেল ক্যাম্পেইন করা হয়।
২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ চৌধুরী