Tag: বিনিয়োগ

  • বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

    বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

    নেপালের সফররত পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাইওয়াল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ এবং নেপালের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেন।

    রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে আবদুল হামিদ বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

    রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও নেপালের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে পারলে উভয় দেশ লাভবান হবে।

    আবদুল হামিদ দ্বিপক্ষীয় বন্ধন জোরদারে দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিনিধিদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

    রাষ্ট্রপতি বলেন, বেশ কিছু নেপালী ছাত্র-ছাত্রী বাংলাদেশে লেখাপড়া করছে এবং তারা পরীক্ষায়ও ভাল করছে। তিনি শিক্ষা এবং সাংস্কৃতিক খাতেও দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

    আবদুল হামিদ বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে সংযোগ বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ নেয়া প্রয়োজন।’

    রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশের জন্য বিরাট সমস্যা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতকরণে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য নেপাল সরকারের প্রতি আহ্বান জানান।

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে প্রদীপ কুমার বলেন, বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন নিয়ে আলোচনা হয়েছে। এতে দু’দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ সহায়ক হবে।

    বাংলাদেশের রাষ্ট্রপতির সম্প্রতি কাঠমান্ডু সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

  • পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক

    পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত বলেছেন, মানুষের বাসস্থান এবং শিল্প-কারখানা তৈরীতে পরিবেশ সম্মত ইট, সিমেন্ট-লোহা ব্যবহার সকলের কাম্য। কিন্তু এসব উপাদান আমাদের চাহিদার তুলনায় অপ্রতুল। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে ১০০ ভাগ পরিবেশ সম্মত ইট তৈরী করা সরকারের ভিশন ২০২১ এর একটি বৃহৎ উদ্যেগ।

    সেই উদ্যেগকে সফল করতে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠনেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছরেই এ লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলে ১৬টি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।

    শুধু বিনিয়োগ করেই দায়িত্ব শেষ নয়, বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহার, শিল্প প্রতিষ্টানের পন্য উন্নয়ন ও সরবরাহ পর্যন্ত তদারকি করছে। নয়তো এক সময় এসব প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হলে রাষ্ট্রেরই ক্ষতি হবে।

    তিনি সোমবার (২৮ অক্টোবর) ফটিকছড়ির শোভনছড়িতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত ‘ফনিক্স সিরামিক্স এন্ড অটো ব্রিকস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।

    এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান অপারেশন অফিসার সগীর হোসাইন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক এর ইভিপি, হেড অফ সিএমডি মো. জিয়াউল করিম, ফনিক্স সিরামিক্স এন্ড অটো ব্রিকস এর চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, এম.ডি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ফ্যাক্টরী প্রকৌশলী মং জিন, সমাজ কর্মী এস এম মাসুদুল আলম মাসুদ, মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. আজিজ প্রমুখ।

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব অটো ব্রিকস এই প্রথম উত্তর চট্টগ্রামে এটি। নভেম্বরের শেষ সপ্তাহে এটি পুরোদমে উৎপাদনে যাবে। তখন কোন ধরনের হাতের স্পর্শ ছাড়াই এ কারখানায় দৈনিক ১ লক্ষ ৫০ হাজার পিস ব্রিকস উৎপাদন হবে। যা বিএসটিআই কর্তৃক স্ট্যান্ডার্ড নির্ধারিত এবং বুয়েট কর্তৃক পরীক্ষিত, উন্নত মানের
    নিখুঁত, দৃষ্টি নন্দন, সাইজ অনুযায়ী প্রতিটি ইট একই মানের হবে।

  • হাইকোর্টে ৯ বিচারপতি নিয়োগ

    হাইকোর্টে ৯ বিচারপতি নিয়োগ

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন‌্য ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    রবিবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

    পরে বিষয়টি নিশ্চিত করের সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান।

    নিয়োগ পাওয়া নতুন বিচারপতিরা হলেন, কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

    প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে ২ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। এরপর কর্ম দক্ষতার ওপর নির্ভর করে তাদের স্থায়ী নিয়োগ দেবে সরকার।

  • বাংলাদেশে বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী

    দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবচেয়ে উত্তম পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিশ্ব বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের প্রতি শিক্ষা, অটোমোটিভ শিল্প ও হাল্কা প্রকৌশল শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

    বৃহস্পতিবার নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে বাংলাদেশের ওপর কৌশলগত আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

    শেখ হাসিনা বলেন, এটা বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের শিক্ষা, হাল্কা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক্স শিল্প, অটোমোটিভ শিল্প, কৃত্তিম বৃদ্ধিমত্তা শিল্পের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করার সময়।

    তিনি বলেন, আজ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি স্বাধীন ও উদার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগবান্ধব বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারীরদের জন্য আইনি সুরক্ষা, উদার রাজস্ব ব্যবস্থা, মেশিনপত্র আমদানির ক্ষেত্রে বিশেষ ছাড়, আনরেস্ট্রিকটেড এক্সিট পলিসি, সম্পূর্ণ বিনিয়োগ ও পুঁজি নিয়ে চলে যাবার সুবিধাসহ নানাবিধ সুবিধা রয়েছে।

    বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্ন সুবিধা ও সেবা নিশ্চিত করে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে ১২টি অঞ্চল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। দুটি অঞ্চলকে ভারতের বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবণী প্রতিষ্ঠানের জন্য বেশ কয়েকটি হাই-টেক পার্ক প্রস্তুত করা হয়েছে।

    প্রধানমন্ত্রী বাংলাদেশর এই ব্যাপক উন্নয়নের জন্য সামাজিক মূল্যবোধ ও বাংলাদেশের মানুষের আস্থার প্রশংসা করে বলেন, ‘অনেকেই বাংলাদেশকে ৩ কোটি মধ্য ও উচ্চবিত্ত মানুষের একটি বাজার’ ও ‘অলৌকিক উন্নয়নের’ হিসেব দেখে থাকেন।

    তিনি বলেন, আমি মনে করি, আমাদের প্রধান শক্তি হচ্ছে সামাজিক মূল্যবোধ ও বাংলাদেশের প্রতি মানুষের আস্থা। সাম্যতা, সমৃদ্ধির পথে এগিয়ে চলার আকাঙ্ক্ষার পাশাপাশি আমাদের নেতৃত্বের প্রতি তাদের আস্থা।

    ৪০টি দেশের ৮০০ প্রতিনিধি দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামীকাল সম্মেলন শেষ হবে। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।