Tag: বিনোদন স্পট

  • কর্ণফুলীর তীরে তৈরি হবে খেলার মাঠ ও বিনোদন স্পট

    কর্ণফুলী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নগরবাসীর জন্য নতুন করে তৈরি করা হবে বিনোদন স্পট-পার্ক। কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে গড়ে তোলা হবে খেলার মাঠ।

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী উন্মুক্ত সরকারি খাস জমিতে অপদখল ও নদী দূষণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের এর যৌথ উদ্যোগে পার্ক ও খেলার মাঠ নির্মাণ হবে।

    বুধবার (১২ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, ফিরিঙ্গিবাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।কর্ণফুলী,খেলার মাঠ,বিনোদন স্পট

    জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় চসিক মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ বিস্তীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

    এসময় মেয়রের কাছে স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ এ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি হিসেবে খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার কার্যক্রমকে সাধুবাদ জানান।

    দ্রুত সময়ে এ কার্যক্রমের বাস্তবায়ন যেনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে, এজন্য মেয়র মহোদয়কে উপস্থিত এলাকাবাসী দাবি জানান।

    চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। এখানে পার্ক, বিনোদনের যাবতীয় উপকরণ ও ওয়াকওয়ে করতে যত অর্থায়ন লাগুক, তা সিটি করপোরেশন করবে।

    জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আর.এস জরীপ থেকে শুরু করে হাল বিএস জরীপে কর্ণফুলী নদী তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে নদী তীরবর্তী উন্মুক্ত জমিতে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রীণ জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।

    জেলা প্রশাসনের রেকর্ডীয় সরকারি খাস জমিতে নগরবাসীর চিত্ত বিনোদনের চাহিদা পূরণ করতে; কর্ণফুলী নদীর অপার সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতে এ উদ্যোগ নিয়েছি।এতে করে নদী তীরবর্তী উন্মুক্ত এই জায়গাটি অপদখলের হাত থেকে রক্ষা পাবে।

  • বিসিক শিল্পনগরী এখন বিনোদন স্পটে রুপান্তর

    বিসিক শিল্পনগরী এখন বিনোদন স্পটে রুপান্তর

    আতাউর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির বিসিক শিল্পনগরী এখন বিনোদন স্পটে রুপান্তর হয়েছে। প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্যের সাজ সাজ লক্ষ‍্য করা গেছে শরতের নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। এ নিয়ে অনেক কবিতা ও গান রচিত হয়েছে। বাস্তবেও যেন তাই। শরতের সৌন্দর্য এখন দেশের অনেক জায়গায় দেখা যায়। তেমনই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঢাপড় গ্রামে বিসিক শিল্পনগরীতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মিলন-মেলা, তাই তো অনেকেই ছুটছেন সেখানে বিনোদন পেতে।

    নতুন এ বিনোদন স্পটে দর্শনার্থীরা কাঁশফুলের সাথে মিলেমিশে একাকার হচ্ছেন। ক্যামেরা বা মুঠোফোনে ছবি তোলায় মেতে ওঠেন। আবার অনেক শর্ট ফিল্ম প্রযোজকরা আসেন শর্ট ফিল্ম নির্মাণ করতে।

    বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রকৃতি যখন তার চিরায়ত রূপ হারাচ্ছে; তখন ঝালকাঠি বিসিক শিল্পনগরী এলাকার মধ্যে তাকালেই দেখা যাবে নীল আকাশের নিচে বাতাসে দোল খায় সাদা কাশফুল। সেই কাশবন যেন হয়ে উঠেছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি!

    শরতের বিকেলে রোদ-বৃষ্টির লুকোচুরি উপেক্ষা করে যান্ত্রিক পরিবেশকে পেছনে ফেলে প্রকৃতির কাছ থেকে একটু প্রশান্তি পেতে প্রায়ই কাশবনে ছুটে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এখানকার কাশবন যে কারো মনকে উদ্বেলিত করে। সুগন্ধা নদীর তীর সংলগ্ন এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে ঢুকলেই চারদিকে কাশফুল, নদীর ধারে শরীর-মন জুড়িয়ে দেওয়া বাতাস।

    তাই দুপুরের তীব্র রোদ উপেক্ষা করে কাশবনে বসে কেউ গল্প করছেন। আবার কেউ নিজের ছবি তুলছেন। আর পড়ন্ত বিকেলের কথা তো বলেই শেষ করা যায় না। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়।

    কাশবনে আসা দর্শনার্থীরা বলেন, ‘সাদা আর সবুজের মিলনমেলার পাশ দিয়ে বয়ে চলা সুগন্ধা নদীর তীরে ঘুরে বেড়ানোর অনুভূতিই অন্যরকম। সাদা মেঘের সঙ্গে এ কাশফুলের সাদা রং মনকেও সাদা করে দেয়। শরৎ ঝালকাঠি বিসিক শিল্পনগরীকে অপরূপ সাজে সাজিয়েছে।’

    তারা আরও বলেন, ‘শরতের বিকেলে রোদ-বৃষ্টির লুকোচুরি উপেক্ষা করে কাশফুলের ছোঁয়া নিতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। সুগন্ধা নদীর তীর সংলগ্ন ঝালকাঠি বিসিক শিল্পনগরীর বালুচর যেন পরিণত হয়েছে সাদা আর সবুজের মিলনমেলায়।’

    শরতের এ সময়টাতে সাদা আর সবুজের সাথে একাত্ম হয়ে ছুটে বেড়ায় কোমলমতি শিশু থেকে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বৃদ্ধরা। থোকা থোকা কাশবন সমতল জনপদ ঝালকাঠি বিসিক শিল্পনগরী এখন নতুন রূপে সাজিয়েছে, এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মহিমান্বিত মিলনমেলা।

    ২৪ ঘণ্টা/রিহাম