২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নেতা কর্মীদের বিনয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, বিনয়ী মানুষকে মহান করে। সমস্ত উন্নয়ন, অর্জন ও অগ্রগতিতে যদি আমরা বিনয়ী না হই তবে সেগুলো ভুলুন্ঠিত হবে।
তাই বিনয়ী হওয়ার পাশাপাশি অতিতের কথা মনে রেখে ভবিষ্যতেও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সকল নেতা কর্মীকে প্রস্তুত থাকতে হবে। সবসময় রাজনীতি একই রকম যায়না, তাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আরো খবর : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভীর বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া কিছু নয়-তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দ্যেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিলো। আজকে বিএনপি তার দোষরেরা স্বাধীনতার পরাজিত শক্তি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আরো খবর : মায়ের মমতায়, বোনের স্নেহে আওয়ামী লীগকে সুসংগঠিত করে শেখ হাসিনা : তথ্যমন্ত্রী
সে কারণে দেশে মাঝে মধ্যে গুজব ছড়ানো হয়, সে কারণে দেশের শিক্ষাঙ্গনকে অস্থির করার অপচেষ্টা চালানো হয়। এ সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সতর্ক থাকতে হবে। আরো খবর : শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে আমাদের দলে অনেক সুযোগসন্ধানীর অনুপ্রবেশ ঘটেছে। দলে অন্তুভুক্ত সুযোগ সন্ধানীদের চিহ্নিত করে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদেরকে দলের কোন পদ দেওয়া যাবে না।
এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগের সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে সকাল থেকে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নের্তৃবৃন্দরা বিমান বন্দরে জড়ো হন। তাদের শুভেচ্ছা অভিনন্দনে শিক্ত হন তথ্যমন্ত্রী।