Tag: বিপুল সিগারেট

  • ফটিকছড়ি থেকে বিপুল সিগারেট জব্দ, চোরাকারবারী আটক

    ফটিকছড়ি থেকে বিপুল সিগারেট জব্দ, চোরাকারবারী আটক

    চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাবের পক্ষ থেকে এক চোরাকারবারীকে আটক করার তথ্য জানিয়েছে।

    বৃহস্পতিবার বিবিরহাট বাজারের জানে আলম কমপ্লেক্স এর নিচ তলায় মুমু এন্টারপ্রাইজে সকাল ৯টা থেকে তিনঘন্টা ধরে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া এসব সিগারেট জব্দ করা হয়।

    আটক চোরাকারবারীর নাম মো. বেলাল উদ্দিন (৫০)। তিনি উপজেলার পূর্ব আজিমপুরের বাসিন্দা মো. ইফনুসের ছেলে।

    র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, মুমু এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা বিপুল পরিমাণ সিগারেট মজুদ রয়েছে এমন তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাবের এশটি আভিযানিক দল।

    চট্টগ্রাম কাস্টমসের সরকারী রাজস্ব কর্মকর্তা মো. হাদিয়ার রহমানের সহায়তায় বেলালের মালিকানাধীন গোডাউনে তল্লাশী চালিয়ে ৫ লক্ষ ৬০ হাজার পিস সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেটের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বেলাল নামে একজনকে আটক করা হয়।

    শুল্ক ফাকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত সিগারেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম কাষ্টমস এন্ড ভ্যাট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • শাহআমানতে যৌন উত্তেজক স্প্রে ও বিপুল সিগারেটসহ বিমানযাত্রী আটক

    শাহআমানতে যৌন উত্তেজক স্প্রে ও বিপুল সিগারেটসহ বিমানযাত্রী আটক

    চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমান যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩০ কার্টন সিগারেট ও ৫০পিস ‘সুপারভিগা’ যৌন উত্তেজক স্প্রে।

    ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ এসব ওষুধ বহনের জন্য বিমান যাত্রী মো. রবিউল আলমকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৫মিনিটে দুবাই থেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. রবিউল আলম।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম বলেন, আটক মো. রবিউল আলমের তিনটি লাগেজে স্ক্যানিং করার সময় সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি নজরে আসে।

    পরে তাকে চ্যালেঞ্জ করে তার সাথে থাকা লাগেজ খুলে ২৩০ কার্টন (৪৪ হাজার শলাকা) সিগারেট এবং ৫০ পিস যৌন উত্তেজক সুপারভিগা ৪৫ এমএল স্প্রে পাওয়া যায়।

    এ ওষুধের কান্ট্রি অব অরজিন জার্মানি। যা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ।

    ২৪ঘন্টা/রাজীব..