Tag: বিপ্লব ও সংহতি দিবস

  • সীতাকুণ্ডে সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ডে সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যু এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত থানা যুবদলের সভাপতি মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় ও ইউসুফ নেজামীর
    সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোরসালিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলি, জাহেদুল হাসান সার্কেল, কাজী এনামুল হক বারী, আবদুল কালাম, আবুল কালাম আজাদ, নার্গিস আক্তার, আজাদ মোঃ কাজী সালাউদ্দিন, সুজাউদ্দিন, আলী নেওয়াজ, মুক্তিযোদ্ধা ফসিউল আলম, জাহিদুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, নার্গিস আক্তার সহ প্রমুখ।

    সভা শেষে বিশিষ্ট মুক্তিযুদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

    সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

    বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

    আগামী ৮ নভেম্বর শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বুধবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

    বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
    কর্মসূচির মধ্যে রয়েছে-
    ১. ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন।
    ২. ৭ নভেম্বর সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
    ৩. দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠান।
    ৪. এছাড়া দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন।
    ৫. ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার, ক্রোড়পত্র ও লিফলেট প্রকাশ।
    ৬. অনুরূপভাবে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিধা অনুযায়ী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন।