সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যু এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত থানা যুবদলের সভাপতি মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় ও ইউসুফ নেজামীর
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোরসালিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলি, জাহেদুল হাসান সার্কেল, কাজী এনামুল হক বারী, আবদুল কালাম, আবুল কালাম আজাদ, নার্গিস আক্তার, আজাদ মোঃ কাজী সালাউদ্দিন, সুজাউদ্দিন, আলী নেওয়াজ, মুক্তিযোদ্ধা ফসিউল আলম, জাহিদুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, নার্গিস আক্তার সহ প্রমুখ।
সভা শেষে বিশিষ্ট মুক্তিযুদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।