Tag: বিমানবন্দর

  • বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাপানের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান যাওয়ার আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ সকাল ৮টায় প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হন।

    জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন।

    শুক্রবার স্থানীয় সময় বিকেলে টোকিও থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ মে) বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক – বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

    এরপর বৃহস্পতিবার (৪ মে) ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যের লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

    শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টারে রাজা ও রানির রাজ্যাভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

    তিন দেশ সফর শেষে মঙ্গলবার (৯ মে) সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • আফগানিস্তানে বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

    আফগানিস্তানে বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

    আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের পাশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। কাবুল বিমানবন্দর এলাকায় চারদিনের মাথায় এটি দ্বিতীয় বিস্ফোরণ। এবারের বিস্ফোরণের পিছনে কারা, সেটা এখনও স্পষ্ট নয়। খবর দ্য গার্ডিয়ানের।

    আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত সরকারের এক নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা এএফপিকে জানান, সেখানে একটি রকেট হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    এর আগে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রবিবারেই এ হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন।

    বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় বিস্ফোরণের মূল হোতাকে হত্যার দাবির পর আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার সেই আশঙ্কা সত্যি হলো।

    চারদিন আগে কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএসের খোরাসান গোষ্ঠী। ওই হামলায় ১৮০ জন নাগরিক প্রাণ হারিয়েছে।