Tag: বিমানবন্দরে

  • চট্টগ্রাম বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে মিলল ২০ লাখ টাকার সিগারেট

    চট্টগ্রাম বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে মিলল ২০ লাখ টাকার সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে তল্লাশী চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৫ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস ও এনএসআই টিম।

    গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টা পর্যন্ত আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, হানিফ, সোহেল, সেলিম, ইমতিয়াজ, আবুল কালাম, বেলাল, আজিম এবং অপর এক যাত্রী থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

    এর মধ্যে মো. সোহেল রানার কাছ থেকে ৩০০, মো. সেলিমের থেকে ২৬০, মো. ইমতিয়াজের কাছ থেকে ১৯০, আবুল কালামের থেকে ২০, বেলালের কাছে ২০, আবদুল আজিমের কাছে ৩০, কাজী মো. হানিফের কাছে ১৫ এবং অপর যাত্রীর পরিত্যক্ত ব্যাগেজে তল্লাশী চালিয়ে ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়।

    গোপন তথ্যমতে এসব সিগারেটগুলো জব্দ করতে সক্ষম হন কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থা। এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

  • চট্টগ্রাম বিমানবন্দরে ৪১৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ, আটক ২

    চট্টগ্রাম বিমানবন্দরে ৪১৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ, আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানী নিষিদ্ধ ৪১৩ কার্টন সিগারেট জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

    রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিদেশ ফেরত দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে এসব সিগারেট জব্দ করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

    বিমান বন্দর সূত্র জানায় শারজাহ থেকে আসা বিদেশে ফেরত যাত্রীরা বেশ কিছু আমদানী নিষিদ্ধ সিগারেট নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে প্রবেশ করেছে এমন গোপন সংবাদ পেয়ে বিদেশ ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশী শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

    চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা যাত্রী মোহাম্মদ আবদুর রহিম এবং আব্দুল জব্বারে কাছ থেকে এসব বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। যার প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

    শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশী করা হয়।

    এসময় স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত বিমান বন্দর থেকে সরে পড়ার চেষ্টা করেন সাতকানিয়ার আবদুর রহিম ও আব্দুল জব্বার। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল, ৩০৩ ও ইজি ব্রান্ডের ৪১৩ কার্টন সিগারেট পাওয়া যায়।

    উদ্ধার করা সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।