২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৬ যাত্রীর কাছে মিলল ৯টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন বিদেশি সিগারেট।
বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সকালে গোপন তথ্য মতে তল্লাশী চালিয়ে ৩ যাত্রীর প্যান্টের বেল্টের বকলেসে বিশেষ কায়াদায় লুকানো ৯টি স্বর্ণের বার এবং অপর ৩ যাত্রীর ব্যাগ তল্লাশী করে ২৪০ কার্টন সিগারেট উদ্ধারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
তথ্য নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ৬ যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশী করে এসব স্বর্ণবার ও সিগারেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, শুল্ক ফাঁকি দিতে ঘোষণা বহির্ভূতভাবে এগুলো আনা হয়েছিল। এ ঘটনায় প্রাথমিকভাবে ৬ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ৬ জনের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কাস্টমস কর্মকর্তা।