Tag: বিমান বন্দরে

  • চট্টগ্রাম বিমান বন্দরে দুবাই ফেরত যাত্রীর দেহে মিলল ৮২টি স্বর্ণবার

    চট্টগ্রাম বিমান বন্দরে দুবাই ফেরত যাত্রীর দেহে মিলল ৮২টি স্বর্ণবার

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দওে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে মোহাম্মদ এনামুল হক নামের ওই যাত্রীর দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

    বিমানবন্দর সূত্রে জানা যায়, তাদের কাছে আগে থেকে গোপন তথ্য ছিলো দুবাই থেকে বড় স্বর্ণের চালান চট্টগ্রামে আসছে। এমন খবরে বিমানবন্দর এলাকায় এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তাদের নজরদারি বাড়ানো হয়।

    এর মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর এসে পৌছে সকাল ৭টা ২০ মিনিটে। ওই বিমানের যাত্রী ছিলেন কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ এনামুল হক।

    বিমান থেকে নেমে আসার পর থেকে এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হয় গোয়েন্দা টিমের কাছে। পরে পৌণে আটটার সময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।

    এর পর চ্যালেঞ্জ জানিয়ে এনামুলের দেহ তল্লাশী করলে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসময় তাকে আটক করে শুল্ক বিভাগ ও একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

    স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটকের তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান। তিনি বলেন, আনুমানিক প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ দুঅবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রাম বিমান বন্দরে তিন দফায় ১১শ কার্টন সিগারেট উদ্ধার

    চট্টগ্রাম বিমান বন্দরে তিন দফায় ১১শ কার্টন সিগারেট উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানাত আন্তর্জাতিক বিমান বন্দরে একই দিনে তিন দফায় বিভিন্ন ব্র্যান্ডের ১১শ ১২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা থেকে ১০টার মধ্যে দেড় ঘন্টা সময়ের ব্যবধানে পৃথক পৃথকভাবে সিগারেটগুলো পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ২২ লক্ষ দুই হাজার টাকা।

    এর মধ্যে আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা ফটিকছড়ির হাফিজ মোহাম্মদ হাসানের ব্যাগেজে ১৭৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় রাত সাড়ে ৮টার সময়।

    আধা ঘন্টা পর ৯টা ৫মিনিটে ইজি লাইট ব্র্যান্ডের ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার হয় আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায়। তবে এসময় সিগারেটগুলোর কোন বাহককে পাওয়া যায়নি।

    এছাড়া রাত ১০টা বাজের কিছু আগে আরো ৮০২ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এগুলো উদ্ধার হয়েছে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকা থেকে। সিগারেট জব্দ চট্টগ্রাম বিমান

    কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা পৃথক দুইটি ফ্লাইটে করে ১১১২ কার্টন সিগারেট আনা হয়েছে।

    প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের সিগারেটগুলো জব্দ করে সেগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।