Tag: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • ৫ মিলিয়ন ডলার মুক্তিপণ না দিলে বিমানের তথ্য প্রকাশের হুমকি

    ৫ মিলিয়ন ডলার মুক্তিপণ না দিলে বিমানের তথ্য প্রকাশের হুমকি

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভার ফিরিয়ে দিতে ৫ মিলিয়ন ডলার মুক্তিপণ চেয়েছে হ্যাকাররা।

    বিমানের হাতে সময় রয়েছে ৪ দিন। এর মাঝে হ্যাকারদের দাবি মেনে না নিলে তারা প্রায় ১০০ গিগাবাইট তথ্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার হুমকি দিয়েছে।

    ডেটাবেজে আছে যাত্রীদের পাসপোর্টের বৃত্তান্ত, কর্মী ও অন্যান্য উড়োজাহাজ সংস্থার তথ্য।

    এ ছাড়াও, ফ্লাইট, মালামাল ও সব ফ্লাইটের ক্রুদের বিষয়েও তথ্য রয়েছে হ্যাকারদের হাতে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, হ্যাকারদের ব্যবহৃত র‍্যানসামওয়্যারকে চিহ্নিত করার জন্য আইটি বিশেষজ্ঞরা যেসব বৈশিষ্ট্যের দিকে নজর রাখছেন, তা ক্রমাগত পরিবর্তন হতে থাকায় একে আলাদা করা বা এর জন্য দায়ীদের পরিচয় জানা সম্ভব হয়নি।

    বিমানের সার্ভারে আক্রমণ করা ম্যালওয়্যারটি দেশে প্রথম
    সূত্র আরও জানায়, সাইবার হামলাকারীরা বিমানের মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক উপকরণ ব্যবস্থাপনা ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এ সফটওয়্যারগুলো অন্যান্য ব্যবস্থার সঙ্গে সংযুক্ত, যেমন পরিকল্পনা, অর্থায়ন ও ইনভেন্টরি।

    এভিয়েশন খাতের ঊর্ধ্বতন সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, হামলাকারীরা জানিয়েছে যে তাদের দাবি অনুযায়ী অর্থ পরিশোধ করা হলে তারা সব তথ্য ‘ডিক্রিক্ট’ করার জন্য একটি ‘কী’ দেবে।

    তবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম জানান, কোনো তথ্য চুরি হয়নি এবং হ্যাকাররা কোনো মুক্তিপণ দাবি করেনি।

    বিমান গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, গণমাধ্যমে হ্যাকিং বিষয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রকাশ করা হচ্ছে।

    বিমানের ১ কর্মকর্তা বলেন, ‘বিমানের ইমেইল সার্ভারে হামলা চালানোর জন্য যে ম্যালওয়্যার ব্যবহার হয়েছে, তার নাম জিরো-ডে অ্যাটাক। ডিজিটাল নিরাপত্তা সংস্থার আইটি কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তারা আগে কখনো এ ধরনের ম্যালওয়্যার দেখেননি।’

    এক সরকারি সংস্থার সূত্র জানিয়েছে, বিমানকে তাদের আইটি সিস্টেমের দুর্বলতা দূর করার জন্য ২ বার জানানো হয়েছে, যা ১টি নিরাপত্তা প্যাচের মাধ্যমে সমাধান করা সম্ভব।

    ২০২২ সালে বিমান আরও একবার ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছিল।

    গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান দাবি করে, উড়োজাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কযুক্ত ইমেইল আইডিগুলো মাইক্রোসফট ক্লাউড সার্ভিসেস ও বিকল্প ব্যবস্থায় পুনরুদ্ধার করা হয়েছে।

    হ্যাকিংয়ের পর বিমান তাদের আনুষ্ঠানিক ইমেইল সেবা ব্যবহার করতে পারছিল না।

  • মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভাড়া কমলো

    মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভাড়া কমলো

    সুবর্ণজয়ন্তী উপলক্ষে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ফ্লাইট ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    আগামী ১৬ জানুয়ারি থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, সংযুক্ত আরব-আমিরাতের দুবাই, আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে টিকিটের হ্রাসকৃত মূল্যের উচ্চস্তর কার্যকর হবে। তবে বরাবরের মতো ভাড়ার নিম্নস্তরসমূহ চালু থাকবে।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারা খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৮২০ টাকা (ট্যাক্সসহ)।

    ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ১২৩ টাকা (ট্যাক্সসহ)।

    ঢাকা থেকে দুবাই রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৭৮৪ টাকা (ট্যাক্সসহ)।

    এছাড়া ঢাকা-আবুধাবি রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ৫৪২ টাকা (ট্যাক্সসহ)।

    যাত্রীরা বিমানের যে কোনো সেলস অফিস, বলাকা প্রধান কার্যালয়ের সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে টিকিট ক্রয় করতে পারবেন।

  • ‘ধ্রুবতারা’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ধ্রুবতারা’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ১ম ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ রোববার বেলে ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামটা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় তিনি সংশ্লিষ্টদের নিয়ে লোগা তৈরি করেছিলেন।’

    বিমানের উড়োজাহাজ বহরে ইতোমধ্যে যুক্ত হওয়া প্রতিটি উড়োজাহাজের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয়কৃত ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে ১ম টি হচ্ছে ‘ধ্রুবতারা’। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, চুয়াত্তর আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।

    নতুন উড়োজাহাজটি সংযোচিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এগুলোর মধ্যে ৪টি বোয়িং৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।

  • প্রথমবারের মতো শান্তিরক্ষীদের বহন করল বাংলাদেশ বিমান

    প্রথমবারের মতো শান্তিরক্ষীদের বহন করল বাংলাদেশ বিমান

    জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের শান্তিরক্ষীদের বহন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভাড়া করেছে জাতিসংঘ সদর দফতর। এ ফ্লাইটে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা (MINUSCA) মিশনে যোগ দেবেন।

    শুক্রবার (২৯ মে) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ৩০জুন পযর্ন্ত স্থগিত

    আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ৩০জুন পযর্ন্ত স্থগিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৩০ জুন পর্যন্ত আমিরাত থেকে বাংলাদেশগামী সকল ফ্লাইট স্থগিত করেছে।

    করোনাভাইরাস এর কারণে বিশ্বের অনেক দেশই আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে আছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ফ্লাইট স্থগিত করা হচ্ছে। একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে।

    এই বিষয়ে বিস্তারিত জানান, দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।

    তিনি বলেন , “সার্বিক পরিস্হিতির কারণে বিমানের বাংলাদেশগামী সকল ফ্লাইট ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে । ২০ মার্চ থেকে এই সময়ে আসন-সংরক্ষিত সকল টিকেট স্বাভাবিক বিমান চলাচল শুরু হলে টিকেট ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোন রকমের অতিরিক্ত ফি দিতে হবে না !”

    তিনি আরো বলেন, ‘দুবাইস্থ বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রবিবার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ১৫মে পযর্ন্ত স্থগিত

    আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ১৫মে পযর্ন্ত স্থগিত

    আরব আমিরাত প্রতিনিধি:::বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত আমিরাত থেকে বাংলাদেশগামী সকল ফ্লাইট স্থগিত করেছে।

    করোনাভাইরাস এর কারণে বিশ্বের অনেক দেশই আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে আছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ফ্লাইট স্থগিত করা হচ্ছে।

    একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে।

    বিষয়টি নিশ্চিত করেন দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।

    তিনি বলেন , “সার্বিক পরিস্হিতির কারণে বিমানের বাংলাদেশগামী সকল ফ্লাইট ১৬ মে পর্যন্ত স্থগিত থাকবে ।

    ২০ মার্চ থেকে এই সময়ে আসন-সংরক্ষিত সকল টিকেট স্বাভাবিক বিমান চলাচল শুরু হলে টিকেট ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোন রকমের অতিরিক্ত ফি দিতে হবে না !”

    তিনি আরো বলেন, ‘দুবাইস্থ বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রবিবার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • লন্ডন-ম্যানচেস্টার ছাড়া বিমানের সব ফ্লাইট বন্ধ

    লন্ডন-ম্যানচেস্টার ছাড়া বিমানের সব ফ্লাইট বন্ধ

    বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট ১ এপিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ ঘোষণা দেয়া হয়।

    এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ।

    সড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধের পর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।

    মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ রয়েছে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

  • ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি আগামী সপ্তাহে আসছে

    ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি আগামী সপ্তাহে আসছে

    বাংলাদেশ বিমানের ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি ২১ ও ২৪ ডিসেম্বর বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

    ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার দুটি উদ্বোধন করবেন। এ সময় তিনি বিমানের মোবাইল অ্যাপসও উদ্বোধন করবেন।

    বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়োজাহাজ দু’টি ‘সোনারতরী ও অচিনপাখি’ নামকরণ করেছেন।

    বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা থাকছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।

    বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রী নিজের মোবাইল থেকেই বিমানের সকল গন্তব্যের টিকিট কিনতে পারবেন। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ, রকেট বা যে কোন কার্ডের মাধ্যমে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যে কোন স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

    এই অ্যাপসের মাধ্যমে যাত্রী ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টার সমূহের ঠিকানা,অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেস্ক, এবং টিকেট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।