Tag: বিমান যাত্রী

  • অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    চট্টগ্রাম ডেস্ক : সিম ও ব্যটারি ছাড়া নিস্ক্রিয় অচল মোবাইল ফোনে স্বর্ণের পাত রেখে কথা বলতে বলতে বিমান বন্দরের গেইট পার হওয়ার চেষ্টা করেছেন দুবাই ফেরত এক বিমান যাত্রী।

    তবে এনএসআই টিমের চ্যালেঞ্জের মুখে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ হয় আবদুল কাদের রেজওয়ান নামে দুবাই ফেরৎ এ যাত্রীর। অভিনব পন্থায় তিনি অবৈধভাবে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। তার চমকপ্রদ কৌশলটি কাজে আসেনি।

    আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর বিশেষ গোয়েন্দা শাখা (এনএসআই) টিমের কর্মকর্তাদের চ্যালেঞ্জের মুখে ধরা পড়ে স্বর্ণ পাচারের এ অভিনব কৌশলটি।

    বিমান বন্দর কাস্টমস সুত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা প্রবাসী আবদুল কাদের রেজওয়ান আগে থেকে ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছিলেন।

    আজ মঙ্গলবার সকালে সে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ছিলেন। বিমান বন্দর কর্তৃপক্ষ তাকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকির পরও সে কর্ণপাত না করায় সন্দেহ হয় এনএসআই টিমের।

    পরে মোবাইলটি কানে নিয়ে কথা বলতে বলতে টার্মিনালের ৩ নম্বর গেট পার হতে গেলেই বিমান যাত্রী রেজওয়ানকে অবৈধ পন্য আছে মর্মে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এনএসআই টিম। এক পর্যায়ে রেজওয়ানের কানের কাছ থেকে মোবাইলটি কেড়ে নেন এনএসআই টিমের এক সদস্য।

    মোবাইল হাতে নিয়ে বিশেষ গোয়েন্দা শাখার সকল সদস্যই রীতিমত বিস্মিত! দিব্বি কথা বলছিলেন যে ফোনটিতে সে মোবাইলটি বন্ধ। মোবাইলের স্ক্রিনও ছিল নিস্ক্রিয়। খুলে দেখেন সে মোবাইলে নেই কোন সিম কার্ড। তবে তুলনামুলক ভারী। কারণ সিম কার্ড ও ব্যাটারির বদলে সেখানে ছিল স্বর্ণের একটি বার। যা পাতলা করে রাখা ছিলো মোবাইল কাভারের ভেতরে।

    বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন দুবাই ফেরত প্রবাসী রেজওয়ান বৈধ স্বর্ণের আড়ালে অবৈধভাবেও ভিন্ন কৌশল অবলম্বণ করে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন।

    তিনি বলেন, রেজওয়ান দুইটি স্বর্ণ বারের ঘোষণা দিয়েছিলেন। তার কাছে অবৈধভাবে আরো একটি স্বর্ণ পাওয়া যাওয়ায় শুল্ককরের পাশাপাশি তাকে জরিমানাও দিতে হবে। নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন।

    এদিকে একই বিমানবন্দরে দুবাই থেকে আসা হাটহাজারীর মো. হাবিব উল্লাহর ব্যাগ তল্লাশী করে ১৫০ কার্টন সিগারেট উদ্ধার করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ৬ চার্জার লাইটে ৭ কোটি টাকার স্বর্ণ এলো চট্টগ্রাম, বিমান যাত্রী আটক

    ৬ চার্জার লাইটে ৭ কোটি টাকার স্বর্ণ এলো চট্টগ্রাম, বিমান যাত্রী আটক

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে মিলল ১৫ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের স্বর্ণ।

    আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি ল্যান্ড করার পর জয়নাল আবেদীন নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

    প্রায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণবারগুলো ৬টি চার্জার লাইটের ভেতরে করে আনা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে কাস্টমস কর্মকর্তারা।

    চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে  বলেন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় জয়নালকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়।

    পরে জয়নালের একটি লাগেজ তল্লাশি করে সেখানে থাকা ৬টি চার্জার লাইটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

    তিনি জানান, জব্দ স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

    আটক জয়নালের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।

  • শাহআমানতে যৌন উত্তেজক স্প্রে ও বিপুল সিগারেটসহ বিমানযাত্রী আটক

    শাহআমানতে যৌন উত্তেজক স্প্রে ও বিপুল সিগারেটসহ বিমানযাত্রী আটক

    চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমান যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩০ কার্টন সিগারেট ও ৫০পিস ‘সুপারভিগা’ যৌন উত্তেজক স্প্রে।

    ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ এসব ওষুধ বহনের জন্য বিমান যাত্রী মো. রবিউল আলমকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৫মিনিটে দুবাই থেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. রবিউল আলম।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম বলেন, আটক মো. রবিউল আলমের তিনটি লাগেজে স্ক্যানিং করার সময় সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি নজরে আসে।

    পরে তাকে চ্যালেঞ্জ করে তার সাথে থাকা লাগেজ খুলে ২৩০ কার্টন (৪৪ হাজার শলাকা) সিগারেট এবং ৫০ পিস যৌন উত্তেজক সুপারভিগা ৪৫ এমএল স্প্রে পাওয়া যায়।

    এ ওষুধের কান্ট্রি অব অরজিন জার্মানি। যা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ।

    ২৪ঘন্টা/রাজীব..