লিবিয়ার রাজধানী ত্রিপোলির এক বিস্কুট কারখানায় বিমান হামলায় পাঁচ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) দেশটির রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলের ওয়াদি আল-রাবি নামক এলাকায় বিমান হামলাটি চালানো হয়।
এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, এ হামলায় নিহত সাতজনের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। এবং বাকি দুজন লিবিয়ার নাগরিক। নিহত প্রত্যেকেই ওই বিস্কুট কারখানার শ্রমিক। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
আহত ১৫ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও আফ্রিকার আরেক দেশ নাইজারের নাগরিক।