২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার মাঠিতে সম্প্রতি অনুষ্ঠিত অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব ক্রিকেট দলের সদস্য শাহাদাত হোসেন দীপুকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে রাউজানের আলোচিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।
রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় অবস্থিত মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সস্থ সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি।
বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আবু বক্কর আরাফাত, মোঃ মিজানুর রহমান, অমিত দাশগুপ্ত, তামিম সিকদার সাইফ, এ.বি.এস সাজ্জাদ হোসাইন, শাহরিয়ার আসিফ, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ রবিন, আরফান গণি ফাহিম, সৈয়্যদ মুহাম্মদ নুরাইন, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান মুবিন, মোঃ শাকিল, মোরশেদ আলম, কাজী শিহাব, আহমেদ বোরহান, মোহাম্মদ নাহিদ প্রমুখ।