Tag: বিশ্বকাপ বাছাই

  • ৩১ তম দল হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

    ৩১ তম দল হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

    ‘ফেভারিট তত্ত্বকে’ পাশ কাটিয়ে পেরু বধ করল অস্ট্রেলিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা পেরুকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে ৩১ তম দল হিসেবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সকারুরা।

    নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে নিয়মিত গোলরক্ষক ম্যাট রায়ানকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক অ্যান্ডি রেডমেইনকে নামান অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। ম্যাচ শেষে অজি কোচ স্বীকার করেছেন সিদ্ধান্তটি কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল, তবে এই গোলরক্ষকের হাত ধরেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে সকারুদের।

    প্রতিটি শটের আগে পেরুর খেলোয়াড়দের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে কিকের আগে পোস্টের সামনে এক প্রকার নৃত্যই করছিলেন গোলরক্ষক রেডমেইন। তবে তার এই ‘ট্যাকটিক’ পেরুর প্রথম পাঁচ কিকে কাজে দেয়নি, লাতিন আমেরিকান দলটির হয়ে লুইস আদভিনকুলা তৃতীয় শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়েছিলেন, তবে সেটা মূলত পোস্টের কৃতিত্বে। তবে শেষ পর্যন্ত রেডমেইনের সেই নাচন-কোঁদনে যেন ভড়কে যান পেরুর ষষ্ঠ কিক নিতে আসা অ্যালেক্স ভালেরা। তার শট ঠেকিয়ে দিয়েই দেশকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে পৌঁছে দেন রেডমেইন।

    পেরুর বিপক্ষে এর আগে একবারই খেলেছিল অস্ট্রেলিয়া, ২০১৮ বিশ্বকাপে সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে চার দশক পর বিশ্বকাপে জয়ের মুখ দেখেছিল পেরু। এই ম্যাচের আগেও ফেভারিট ছিল লাতিন আমেরিকার দেশটি, তাদের ক্যাম্প থেকেই আত্মবিশ্বাস বিচ্ছুরিত হচ্ছিল তুলনামূলক বেশি। তবে দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়া ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে তারা। আদতে সেটা করেই বিশ্বকাপে সুযোগ পেয়েছে তারা।

    কাতারের আল রাইয়ানে ম্যাচের প্রথম ৮০ মিনিটে দুই দলের কেউই বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে নির্ধারিত সময়ের শেষদিকে এসে জমে ওঠে লড়াই। শেষ ১০ মিনিটে অস্ট্রেলিয়া ম্যাচঈগিয়ে যাওয়ার তিনটি দারুণ সুযোগ পেয়েছিল, তবে আজদিন রুসটিকের দুটি শট ঠেকিয়ে দেন পেরু গোলরক্ষক আর আজিজ বেহিচের শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

    অপরদিকে পুরো ম্যাচে লক্ষ্যে পেরুর একমাত্র শটটি আসে অতিরিক্ত সময়ে, তবে এডিসন ফ্লোরেসের দুরপাল্লার শট ঠেকাতে মোটেই বেগ পেতে হয়নি অজি গোলরক্ষক রায়ানের। ম্যাচের শেষদিকে গোলের আরও কাছে এসেছিলেন ফ্লোরেস, তবে এ যাত্রায় তার হেডার ফিরে আস পোস্টে লেগে।

    শেষ পর্যন্ত টাইব্রেকারেই গড়ায় ম্যাচের ভাগ্য। আর সেখানে দারুণভাবে নিজেদের ভাগ্য গড়ে নেয় অস্ট্রেলিয়া।

    শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেতে রাতে আল রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে প্লে-অফে মাঠে নামবে কনকাকাফ অঞ্চলের কোস্টারিকা এবং ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড।

  • বলিভিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

    বলিভিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

    জাতীয় দলের জার্সিতে ফিরেই জ্বলে উঠলেন রবার্তো ফিরমিনো। জোড়া গোল করেছেন এই লিভারপুল তারকা। তাঁর সঙ্গে একবার করে জালের দেখা পেয়েছেন মার্কিনিয়োস ও ফিলিপ কুতিনহো। তিন সতীর্থের গোল উৎসবের দিনে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

    লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ শনিবার সকালে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    সাও পাওলোয় ব্রাজিলের উজ্জীবিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি বলিভিয়া। পুরো ম্যাচে ২০ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে স্বাগতিকরা, যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। অন্যদিকে ব্রাজিলের গোলপোস্টে মাত্র তিনবার আক্রমণ করে বলিভিয়া; এর মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো শট ছিল কেবল একটি।

    ম্যাচটিতে দলের গুরুত্বপূর্ণ তারকা নেইমারকে না পাওয়ার শঙ্কায় ছিল ব্রাজিল। কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে মাঠে নামেন তিনি। গোল না পেলেও সতীর্থদের গোলে অবদান রেখেছেন এই পিএসজি তারকা।

    পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা ব্রাজিল মাত্র ১৬ মিনিটেই এগিয়ে যায়। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ধরে গোল মুখে লাফিয়ে হেডে ব্রাজিলকে এগিয়ে নেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস।

    ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়ার মধ্যে ডি-বক্সে ঢুকে গোলমুখে ক্রস দেন রেনান লোদি। সেখানে গিয়ে আলতো ছোঁয়ায় ঠিকানায় পাঠান ফিরমিনো।

    বিরতির পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফিরমিনো। নেইমারের বাড়ানো বল নিচু শটে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড। পরের মিনিটে হ্যাটট্রিক পূরণ করতে পারতেন তিনি। কিন্তু নেইমারের বাড়ানো বলে ঠিকঠাক শট নিতে পারেননি ফিরমিনো।

    প্রতিপক্ষের ভুলে ৬৬ মিনিটে আরেকটি গোল পেয়ে যায় ব্রাজিল। এর কিছুক্ষণ বাদে স্কোরলাইন ৫-০ করেন কুতিনহো। বাঁ দিক দিয়ে নেইমারের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা মিডফিল্ডার। সঙ্গে সঙ্গে গোল উৎসব আনন্দে ভাসে ব্রাজিল। শেষের দিকে আর কোনো গোল না এলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

    ২৪ ঘণ্টা/এম আর